ঢাকা ০১:০০ অপরাহ্ন, সোমবার, ২৫ অগাস্ট ২০২৫

এক বছরের বেশি সময় পর চীনে করোনায় ২ জনের মৃত্যু

  • আপডেট সময় : ১২:১২:১৬ অপরাহ্ন, শনিবার, ১৯ মার্চ ২০২২
  • ১০১ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক : করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দুই জনের মৃত্যুর কথা জানিয়েছে চীন। গতকাল শনিবার তাদের মৃত্যুর ঘোষণা দিয়েছে চীনা কর্তৃপক্ষ। এর মধ্য দিয়ে দেশটিতে এক বছরেরও বেশি সময় পর প্রথমবারের মতো করোনায় মৃত্যুর কথা জানা গেল।
চীনের ন্যাশনাল হেলথ কমিশন জানিয়েছে, দুই রোগীরই মৃত্যু হয়েছে জিলিন প্রদেশে। উত্তরপূর্বাঞ্চলীয় এই প্রদেশটিতে গত কিছু দিন ধরেই করোনা সংক্রমণ বেড়েছে। এর ফলে সেখানে বেশ কয়েকটি শহরে লকডাউন এবং কঠোর বিধিনিষেধ ঘোষণা করা হয়েছে। করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বাড়ার কারণে চীনজুড়ে প্রায় ৩ কোটি মানুষকে লকডাউনের আওতায় আনা হয়েছে। বিভিন্ন শহরের রাস্তায় হাজমত স্যুট পরা স্বাস্থ্য কর্মকর্তাদের দেখা যাচ্ছে। মহামারি শুরুর পর এত বেশি সংখ্যক স্বাস্থ্যকর্মীদের এমন অবস্থায় দেখা যায়নি।
২০২১ সালের জানুয়ারির পর শনিবার প্রথমবারের মতো করোনায় মৃত্যুর কথা জানালো চীন। এরমধ্য দিয়ে দেশটির সরকারি হিসেবে করোনায় মৃতের সংখ্যা ৪ হাজার ৬৩৮ জনে পৌঁছেছে। শনিবার চীনে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৪ হাজার ৫১ জন। একদিন আগে এই সংখ্যা ছিল ৪ হাজার ৩৬৫ জন। স্বাস্থ্য কমিশন জানিয়েছে, নতুন আক্রান্তদের অর্ধেকের বেশি জিলিয়ান প্রদেশের। সূত্র: এএফপি

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

একদিনে ৫১ ফিলিস্তিনি নিহত, মানবিক সহায়তা নিতে গিয়ে প্রাণ গেল ২৪ জনের

এক বছরের বেশি সময় পর চীনে করোনায় ২ জনের মৃত্যু

আপডেট সময় : ১২:১২:১৬ অপরাহ্ন, শনিবার, ১৯ মার্চ ২০২২

আন্তর্জাতিক ডেস্ক : করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দুই জনের মৃত্যুর কথা জানিয়েছে চীন। গতকাল শনিবার তাদের মৃত্যুর ঘোষণা দিয়েছে চীনা কর্তৃপক্ষ। এর মধ্য দিয়ে দেশটিতে এক বছরেরও বেশি সময় পর প্রথমবারের মতো করোনায় মৃত্যুর কথা জানা গেল।
চীনের ন্যাশনাল হেলথ কমিশন জানিয়েছে, দুই রোগীরই মৃত্যু হয়েছে জিলিন প্রদেশে। উত্তরপূর্বাঞ্চলীয় এই প্রদেশটিতে গত কিছু দিন ধরেই করোনা সংক্রমণ বেড়েছে। এর ফলে সেখানে বেশ কয়েকটি শহরে লকডাউন এবং কঠোর বিধিনিষেধ ঘোষণা করা হয়েছে। করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বাড়ার কারণে চীনজুড়ে প্রায় ৩ কোটি মানুষকে লকডাউনের আওতায় আনা হয়েছে। বিভিন্ন শহরের রাস্তায় হাজমত স্যুট পরা স্বাস্থ্য কর্মকর্তাদের দেখা যাচ্ছে। মহামারি শুরুর পর এত বেশি সংখ্যক স্বাস্থ্যকর্মীদের এমন অবস্থায় দেখা যায়নি।
২০২১ সালের জানুয়ারির পর শনিবার প্রথমবারের মতো করোনায় মৃত্যুর কথা জানালো চীন। এরমধ্য দিয়ে দেশটির সরকারি হিসেবে করোনায় মৃতের সংখ্যা ৪ হাজার ৬৩৮ জনে পৌঁছেছে। শনিবার চীনে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৪ হাজার ৫১ জন। একদিন আগে এই সংখ্যা ছিল ৪ হাজার ৩৬৫ জন। স্বাস্থ্য কমিশন জানিয়েছে, নতুন আক্রান্তদের অর্ধেকের বেশি জিলিয়ান প্রদেশের। সূত্র: এএফপি