প্রত্যাশা ডেস্ক : দেশের পশ্চিমাপন্থী নাগরিকদের ওপর এবার ক্ষোভ ঝাড়লেন পুতিন। রাশিয়ার যেসব নাগরিক পশ্চিমাদের সমর্থন করে তাদের ‘জাতীয় বিশ্বাসঘাতক’ বলে অভিহিত করেছেন তিনি। বৃহস্পতিবার (১৭ মার্চ) এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম সিএনএন। রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন বলেন, পশ্চিমারা ঘরের শত্রুদের ওপর নির্ভর করবে। তারা অর্থ উপার্জন করে দেশে কিন্তু বসবাস করে তাদের সঙ্গে। তাদের সঙ্গে বসবাস বলতে- ভৌগোলিক অর্থে নয়, মানসিকভাবে পশ্চিমাদের সঙ্গে বসবাস করে। প্রসঙ্গত, ইউক্রেনে গত ২৪ ফেব্রুয়ারি সামরিক অভিযান শুরু করে রাশিয়া। অভিযান শুরুর পর রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যেকোনো ধরনের ভিন্নমত কঠোরভাবে দমন করছেন। এদিকে, ইউক্রেনে অভিযান শুরুর পর থেকে রাশিয়ার নাগরিকরা ‘যুদ্ধবিরোধী বিক্ষোভ’ করছেন। দেশটির নিরাপত্তা বাহিনী ৭ হাজারের বেশি বিক্ষোভকারীকে গ্রেফতার করেছেন। এরই মধ্যে পুতিন বাহিনী ইউক্রেনের বেশ কিছু অঞ্চল নিজেদের দখলে নিয়েছে।


























