আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের সরকার সংসদে সংখ্যাগরিষ্ঠতা হারানোর দ্বারপ্রান্তে। কারণ তার তিন প্রধান সহযোগী মন্ত্রিসভা ছাড়তে পারেন। দেশটির ক্ষমতাসীন সরকারকে সমর্থনকারী জোটের এক শীর্ষ নেতা এ তথ্য জানিয়েছেন। পাকিস্তান মুসলিম লীগ-কায়েদ এর নেতা চৌধুরী পারভেজ এলাহি জানান, এ মাসের শেষের দিকে অনাস্থা ভোট বিরোধী গোষ্ঠীর সমর্থন বাড়িয়ে দেবে।
গত মঙ্গলবার সন্ধ্যায় হাম টিভিকে দেওয়া এক সাক্ষাতকারে এ তথ্য জানান তিনি। জ্যেষ্ঠ এ রাজনীতিক বলেন, এখন ইমরান খানের প্রধান কাজ হলো; তিনি ব্যক্তিগতভাবে তার মিত্র দলগুলোর সঙ্গে যোগাযোগ করবেন এবং তাদের জোট সরকারে থাকতে রাজি করাবেন। তাহলেই তার সরকারের পক্ষে টিকে থাকা সম্ভব হবে। অন্যথায়, শতভাগ সমস্যায় পড়বেন তিনি। পররাষ্ট্রনীতি ও অর্থনৈতিক অব্যবস্থাপনার কারণে পাকিস্তানের ক্ষমতাসীন সরকারের বিরোধীপক্ষ জাতীয় অধিবেশনে স্পিকারকে অনুরোধ জানিয়েছে ইমরান খানের ওপর অনাস্থা ভোট আনতে। সরকারের কিছু মন্ত্রী জানিয়েছেন, আইনপ্রণেতাদের এই ভোট অনুষ্ঠিত হতে পারে আগামী ২৮ থেকে ৩০ মার্চ। চৌধুরী পারভেজ এলাহি জানিয়েছেন, তাদের জোটে থাকা বেলুচিস্তান আওয়ামী পার্টি সংসদে যার ৫টি আসন আছে এবং মুত্তাহিদা কওমি মুভমেন্ট সংসদে যার সাতটি আসন আছে। এই জোট সিদ্ধান্ত নেবে যে তারা তারা বিরোধীপক্ষকে সমর্থন করবে নাকি সরকারের পক্ষে থাকবে। চৌধুরী পারভেজ এলাহির দলেরও এই সংসদে পাঁচটি আসন আছে। এর ফলে ১৭টি আসন হাতছাড়া হলে বিপদেই পড়বে ইমরান খানের সরকার। কারণ জোটগতভাবে সংসদে মাত্র ৭টি সিট বেশি পেয়ে সরকার গঠন করেছে ইমরান খানের সরকার। সূত্র: ব্লুমবার্গ
সংখ্যাগরিষ্ঠতা হারানোর দ্বারপ্রান্তে ইমরান খানের সরকার!
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ