ঢাকা ০৩:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫

উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ ‘ব্যর্থ হয়েছে’

  • আপডেট সময় : ০২:০০:৩৮ অপরাহ্ন, বুধবার, ১৬ মার্চ ২০২২
  • ৯৭ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক : উত্তর কোরিয়া একটি ‘অজ্ঞাত ক্ষেপণাস্ত্র’ ছুড়েছে, কিন্তু উৎক্ষেপণের পরপরই তা ব্যর্থ হয়েছে বলে দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী জানিয়েছে।
গতকাল বুধবার উত্তর কোরিয়ার রাজধানী পিয়ংইয়ংয়ের নিকটবর্তী একটি বিমানক্ষেত্র থেকে সম্ভাব্য ক্ষেপণাস্ত্রটি ছোড়া হয়েছিল বলে বিবিসি জানিয়েছে। এর আগেও এই বিমানক্ষেত্রটি থেকে বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছিল। সেগুলোর মধ্যে আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রও (আইসিবিএম) ছিল বলে অভিযোগ যুক্তরাষ্ট্রের। সম্প্রতি উত্তর কোরিয়ার তাদের অস্ত্র পরীক্ষার পদক্ষেপ জোরদার করেছে। এক বিবৃতিতে দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফস অব স্টাফ বলেছে, “আজ (বুধবার) সকাল সাড়ে ৯টার দিকে (স্থানীয় সময়) উত্তর কোরিয়া সুনান এলাকা থেকে অজ্ঞাত একটি ক্ষেপণাস্ত্র ছুড়েছে, কিন্তু উৎক্ষেপণের পরপরই সেটি পড়ে যায়।”
সিউলভিত্তিক মার্কিন ওয়েবসাইট এনকে নিউজে প্রত্যক্ষদর্শীদের উদ্ধৃত করে বলা হয়েছে, পিয়ংইয়ং থেকে তারা একটি বড় উড়োজাহাজ ‘যাওয়ার মতো’ শব্দ ও পরে ‘দড়াম’ করে পড়ে যাওয়ার বিকট শব্দ শুনেছেন। পিয়ংইয়ংয়ের আকাশে লাল আভাযুক্ত ধোঁয়ার কু-ুলির একটি ছবি দেখার কথাও জানিয়েছে তারা।
‘লাল আভাযুক্ত কমলা ধোঁয়া’ তরল জ্বালানির কারণে তৈরি হয় এবং এগুলো মানুষের জন্য ‘অত্যন্ত বিষাক্ত’ বলে জানিয়েছেন একজন বিশেষজ্ঞ। চলতি বছর এ পর্যন্ত নয়টি ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। এগুলোর মধ্যে যুক্তরাষ্ট্র কথিত একটি নতুন আইসিবিএমের অংশের পরীক্ষাও আছে। এটি সর্বোচ্চ পাল্লার একটি আইসিবিএম উৎক্ষেপণের আগে এর সঙ্গে সংশ্লিষ্ট কোনো পরীক্ষামূলক উৎক্ষেপণ ছিল বলে ধারণা ওয়াশিংটনের। সর্বোচ্চ সাড়ে ৫ হাজার কিলোমিটার পাল্লার আইসিবিএম হলে সেগুলো উত্তর কোরিয়া থেকে যুক্তরাষ্ট্রে পৌঁছতে পারবে। এসব ক্ষেপণাস্ত্র পারমাণবিক বোমা বহনের উপযুক্ত করে নকশা করা হয়। উত্তর কোরিয়ার ব্যালিস্টিক ও পারমাণবিক অস্ত্র পরীক্ষা নিষিদ্ধ করে জাতিসংঘ দেশটির ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করে রেখেছে।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ ‘ব্যর্থ হয়েছে’

আপডেট সময় : ০২:০০:৩৮ অপরাহ্ন, বুধবার, ১৬ মার্চ ২০২২

আন্তর্জাতিক ডেস্ক : উত্তর কোরিয়া একটি ‘অজ্ঞাত ক্ষেপণাস্ত্র’ ছুড়েছে, কিন্তু উৎক্ষেপণের পরপরই তা ব্যর্থ হয়েছে বলে দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী জানিয়েছে।
গতকাল বুধবার উত্তর কোরিয়ার রাজধানী পিয়ংইয়ংয়ের নিকটবর্তী একটি বিমানক্ষেত্র থেকে সম্ভাব্য ক্ষেপণাস্ত্রটি ছোড়া হয়েছিল বলে বিবিসি জানিয়েছে। এর আগেও এই বিমানক্ষেত্রটি থেকে বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছিল। সেগুলোর মধ্যে আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রও (আইসিবিএম) ছিল বলে অভিযোগ যুক্তরাষ্ট্রের। সম্প্রতি উত্তর কোরিয়ার তাদের অস্ত্র পরীক্ষার পদক্ষেপ জোরদার করেছে। এক বিবৃতিতে দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফস অব স্টাফ বলেছে, “আজ (বুধবার) সকাল সাড়ে ৯টার দিকে (স্থানীয় সময়) উত্তর কোরিয়া সুনান এলাকা থেকে অজ্ঞাত একটি ক্ষেপণাস্ত্র ছুড়েছে, কিন্তু উৎক্ষেপণের পরপরই সেটি পড়ে যায়।”
সিউলভিত্তিক মার্কিন ওয়েবসাইট এনকে নিউজে প্রত্যক্ষদর্শীদের উদ্ধৃত করে বলা হয়েছে, পিয়ংইয়ং থেকে তারা একটি বড় উড়োজাহাজ ‘যাওয়ার মতো’ শব্দ ও পরে ‘দড়াম’ করে পড়ে যাওয়ার বিকট শব্দ শুনেছেন। পিয়ংইয়ংয়ের আকাশে লাল আভাযুক্ত ধোঁয়ার কু-ুলির একটি ছবি দেখার কথাও জানিয়েছে তারা।
‘লাল আভাযুক্ত কমলা ধোঁয়া’ তরল জ্বালানির কারণে তৈরি হয় এবং এগুলো মানুষের জন্য ‘অত্যন্ত বিষাক্ত’ বলে জানিয়েছেন একজন বিশেষজ্ঞ। চলতি বছর এ পর্যন্ত নয়টি ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। এগুলোর মধ্যে যুক্তরাষ্ট্র কথিত একটি নতুন আইসিবিএমের অংশের পরীক্ষাও আছে। এটি সর্বোচ্চ পাল্লার একটি আইসিবিএম উৎক্ষেপণের আগে এর সঙ্গে সংশ্লিষ্ট কোনো পরীক্ষামূলক উৎক্ষেপণ ছিল বলে ধারণা ওয়াশিংটনের। সর্বোচ্চ সাড়ে ৫ হাজার কিলোমিটার পাল্লার আইসিবিএম হলে সেগুলো উত্তর কোরিয়া থেকে যুক্তরাষ্ট্রে পৌঁছতে পারবে। এসব ক্ষেপণাস্ত্র পারমাণবিক বোমা বহনের উপযুক্ত করে নকশা করা হয়। উত্তর কোরিয়ার ব্যালিস্টিক ও পারমাণবিক অস্ত্র পরীক্ষা নিষিদ্ধ করে জাতিসংঘ দেশটির ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করে রেখেছে।