ঢাকা ০২:০৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫

বাফটা মাতালো ‘দ্য পাওয়ার অব দ্য ডগ’ ও ‘ডিউন’

  • আপডেট সময় : ১২:২৯:১৫ অপরাহ্ন, সোমবার, ১৪ মার্চ ২০২২
  • ৯৪ বার পড়া হয়েছে

বিনোদন ডেস্ক : ব্রিটিশ অ্যাকাডেমি ফিল্ম অ্যাওয়ার্ডসে সেরা চলচ্চিত্রের পুরস্কার জিতেছে ‘দ্য পাওয়ার অব ডগ’, আর এর পরিচালক জেন ক্যাম্পিওন জিতে নিয়েছেন সেরা পরিচালকের পুস্কার। তবে রোববার বাফটার আসরে সবচেয়ে বেশি পুরস্কার ঝুলিতে ভরেছে সাই-ফাই সিনেমা ‘ডিউন’। বিবিসি লিখেছে, নিউজিল্যান্ডের চলচ্চিত্রকার ক্যাম্পিওনের জন্য এটি একটি চমৎকার সপ্তাহ, কারণ আগের দিনই ডিরেক্টর গিল্ড অব অ্যামেরিকার পুরস্কার জিতেছেন তিনি। অস্ট্রেলিয়ার অভিনেত্রী ও কমেডিয়ান রেবেল উইলসনের উপস্থাপনায় বাফটার এবারের আসর বসে লন্ডনের রয়্যাল অ্যালবার্ট হলে। মহামারির কারণে আগের বছর ভার্চুয়ালি এ আয়োজন হয়েছিল।
ইউক্রেনে চলমান যুদ্ধ বাফটার পুরস্কার বিতরণ অনুষ্ঠানেও ছায়া ফেলেছে। মনোনয়নপ্রাপ্ত কয়েকজন শিল্পী নীল ও হলুদ রঙের রিবন ও ব্যাজ পরে এসেছিলেন, যা ইউক্রেনের পতাকার রঙ। ১৯৬৫ সালে ফ্র্যাংক রবার্টের উপন্যাসের ওপর নির্মিত ডিউন চলচ্চিত্রটি ১১টি বিভাগে মনোনয়ন পায় এবং ৫টি বিভাগে পুরস্কার জেতে, যার বেশিরভাগই সৃষ্টিশীল ও কারিগরি বিভাগে। ‘কিং রিচার্ড’ সিনেমায় বাবার চরিত্রে অভিনয় করা উইল স্মিথ সেরা অভিনেতা এবং ‘আফটার লাভ’ সিনেমায় অভিনয়ের জন্য জোয়ানা স্কানলান সেরা অভিনেত্রীর পুরস্কার জিতেছেন। স্টিভেন স্পিলবার্গের ‘ওয়েস্ট সাইড স্টোরি’র রিমেক সেরা পার্শ্ব অভিনেত্রীর বিভাগসহ দুটি বিভাগে পুরস্কার জিতেছে। সেরা পার্শ্ব অভিনেত্রীর স্বীকৃতি পেয়েছেন আরিয়ানা ডিবোজ। ‘কোডা’ সিনেমায় অভিনয়ের জন্য সেরা পার্শ্ব অভিনেতার পুরস্কার পেয়েছেন ট্রয় কাটসার। আউটস্ট্যান্ডিং ব্রিটিশ ফিল্ম বিভাগে পুরস্কার জিতেছে কেনেথ ব্র্যানাগের ‘বেলফাস্ট’।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান ও পরিবারের ৫৭৬ কোটি টাকা ফ্রিজ

বাফটা মাতালো ‘দ্য পাওয়ার অব দ্য ডগ’ ও ‘ডিউন’

আপডেট সময় : ১২:২৯:১৫ অপরাহ্ন, সোমবার, ১৪ মার্চ ২০২২

বিনোদন ডেস্ক : ব্রিটিশ অ্যাকাডেমি ফিল্ম অ্যাওয়ার্ডসে সেরা চলচ্চিত্রের পুরস্কার জিতেছে ‘দ্য পাওয়ার অব ডগ’, আর এর পরিচালক জেন ক্যাম্পিওন জিতে নিয়েছেন সেরা পরিচালকের পুস্কার। তবে রোববার বাফটার আসরে সবচেয়ে বেশি পুরস্কার ঝুলিতে ভরেছে সাই-ফাই সিনেমা ‘ডিউন’। বিবিসি লিখেছে, নিউজিল্যান্ডের চলচ্চিত্রকার ক্যাম্পিওনের জন্য এটি একটি চমৎকার সপ্তাহ, কারণ আগের দিনই ডিরেক্টর গিল্ড অব অ্যামেরিকার পুরস্কার জিতেছেন তিনি। অস্ট্রেলিয়ার অভিনেত্রী ও কমেডিয়ান রেবেল উইলসনের উপস্থাপনায় বাফটার এবারের আসর বসে লন্ডনের রয়্যাল অ্যালবার্ট হলে। মহামারির কারণে আগের বছর ভার্চুয়ালি এ আয়োজন হয়েছিল।
ইউক্রেনে চলমান যুদ্ধ বাফটার পুরস্কার বিতরণ অনুষ্ঠানেও ছায়া ফেলেছে। মনোনয়নপ্রাপ্ত কয়েকজন শিল্পী নীল ও হলুদ রঙের রিবন ও ব্যাজ পরে এসেছিলেন, যা ইউক্রেনের পতাকার রঙ। ১৯৬৫ সালে ফ্র্যাংক রবার্টের উপন্যাসের ওপর নির্মিত ডিউন চলচ্চিত্রটি ১১টি বিভাগে মনোনয়ন পায় এবং ৫টি বিভাগে পুরস্কার জেতে, যার বেশিরভাগই সৃষ্টিশীল ও কারিগরি বিভাগে। ‘কিং রিচার্ড’ সিনেমায় বাবার চরিত্রে অভিনয় করা উইল স্মিথ সেরা অভিনেতা এবং ‘আফটার লাভ’ সিনেমায় অভিনয়ের জন্য জোয়ানা স্কানলান সেরা অভিনেত্রীর পুরস্কার জিতেছেন। স্টিভেন স্পিলবার্গের ‘ওয়েস্ট সাইড স্টোরি’র রিমেক সেরা পার্শ্ব অভিনেত্রীর বিভাগসহ দুটি বিভাগে পুরস্কার জিতেছে। সেরা পার্শ্ব অভিনেত্রীর স্বীকৃতি পেয়েছেন আরিয়ানা ডিবোজ। ‘কোডা’ সিনেমায় অভিনয়ের জন্য সেরা পার্শ্ব অভিনেতার পুরস্কার পেয়েছেন ট্রয় কাটসার। আউটস্ট্যান্ডিং ব্রিটিশ ফিল্ম বিভাগে পুরস্কার জিতেছে কেনেথ ব্র্যানাগের ‘বেলফাস্ট’।