প্রযুক্তি ডেস্ক : ইউক্রেইন আক্রমণের পর অনেক ক্ষেত্রেই বদলে গিয়েছে বিশ্ব, সে খবর মিলছে বিভিন্ন সংবাদ মাধ্যমে। কিন্তু কতোটা বদলেছে রাশিয়া, বিশেষ করে যোগাযোগ প্রযুক্তির বেলায়?
২৮ ফেব্রুয়ারিতে শুরু হওয়া সপ্তাহে রাশিয়ান ইন্টারনেট ব্যবহারকারীরা অ্যাপল এবং গুগলের অ্যাপ স্টোর থেকে পাঁচটি শীর্ষস্থানীয় ভিপিএন অ্যাপ্লিকেশন ডাউনলোড করেছেন মোট ২৭ লাখ বার। আগের সপ্তাহের তুলনায় এই সংখ্যা প্রায় তিনগুণ বলে জানাচ্ছে বাজার গবেষণা সংস্থা সেন্সরটাওয়ার।
ভিপিএন কী? ভিপিএন-এর পূর্ণ রূপ হচ্ছে ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক। ইন্টারনেট ব্রাউজিংয়ের বেলায় ভিপিএন ব্যবহারকারীর পরিচয় গোপন রাখে। ইন্টারনেটে একজন ব্যবহারকারী বা ওয়েবসাইটের পরিচয় চিহ্নিত হয় তার ইন্টারনেট প্রোটোকল বা আইপির মাধ্যমে। ভিপিএন আইপি ঠিকানা গোপন রাখার মাধ্যমে এই কাজটি করে।
উদাহরণ: ধরা যাক কোনো কারণে সিদ্ধান্ত হলো যে ঢাকা শহরে চট্টগ্রামের কোনো ব্যক্তি ঢুকবেন না এবং এটা বাস্তবায়নের জন্য চট্টগ্রামের সবার গাড়ির রেজিস্ট্রেশন নম্বর ঢাকায় ঢোকার মুখে মিলিয়ে দেখা হয়। এখন চট্টগ্রামের কেউ যদি অন্য কোনো জেলার কারো গাড়িতে চড়ে ঢাকায় আসেন তবে ওই গাড়িটি আটকাবে না, যেহেতু সেটি চট্টগ্রামের কোনো ব্যক্তির গাড়ি নয়। ঠিক এই কাজটিই করে ভিপিএন।
যদি কোনো দেশে ফেইসবুক নিষিদ্ধ হয় তবে ভিপিএন ফেইসবুকের কনটেন্ট ভিপিএন প্রতিষ্ঠানটির কনটেন্ট হিসেবে ডেটা প্যাকেট আকারে এনক্রিপ্ট করে পাঠায়। উদাহরণ হিসেবে ফেইসবুকের উল্লেখ হলেও এটা যে কোনো সাইটের বেলায় হতে পারে।
সেন্সরটাওয়ারের এই তথ্যের সঙ্গে বিভিন্ন ভিপিএন সেবাদাতার দেওয়া তথ্যের মিল পাওয়া গেছে বলে জানাচ্ছে সিএনএন। সুইজারল্যান্ড-ভিত্তিক প্রোটন জানিয়েছে, এই মাসে রাশিয়া থেকে তাদের সেবার সাইনআপের সংখ্যা হাজারগুণ বেড়েছে। অবশ্য প্রতিষ্ঠানটি তুলনার জন্য কোনো সংখ্যা জানায়নি।
গত ১ মার্চ থেকে মেটার মেসেঞ্জার এবং হোয়াটসঅ্যাপ পরিষেবাসহ বিভিন্ন মেসেজিং অ্যাপে ধীরে ধীরে ট্রাফিক বেড়েছে বলে জানিয়েছে ইন্টারনেট মনিটরিং প্ল্যাটফর্ম ক্লাউডফ্লেয়ার। এই তথ্যের সঙ্গে মিল রয়েছে টুইটার, ইউটিউব, ইনস্টাগ্রাম এবং টিকটকের মতো বিশ্বব্যাপী সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলিতে ট্র্যাফিক বাড়ার তথ্যের।
মেসেজিং অ্যাপ : তবে রাশিয়ায় দ্রুততম হারে জনপ্রিয় হতে থাকা মেসেজিং অ্যাপ সম্ভবত এনক্রিপশন সেবা দেওয়া মেসেজিং অ্যাপ সিগন্যাল। সেন্সরটাওয়ার বলছে, গত সপ্তাহে দেশটিতে সিগন্যাল ডাউনলোড হয়েছে ১ লাখ ৩২ হাজার বার, যা আগের সপ্তাহের চেয়ে ২৮ শতাংশ বেশি। মেসেজ সেবায় গোপনতা সমর্থক অন্যান্য মেসেজিং অ্যাপের জনপ্রিয়তা বৃদ্ধির হার ওই সপ্তাহে খানিকটা কমে এসেছে। উদাহরণ হিসেবে টেলিগ্রামের কথা বলা যায়। তবে ওই সময়সীমার মধ্যেও টেলিগ্রাম পাঁচ লাখেরও বেশি ডাউনলোড হয়েছে বলে জানিয়েছে সেন্সরটাওয়ার।
টর নেটওয়ার্ক : সাম্প্রতিক সপ্তাহগুলোয় সম্ভবত টরের উপর তাদের নির্ভরতা বাড়িয়েছে রাশিয়ান ইন্টারনেট ব্যবহারকারীরা। টর এমন একটি পরিষেবা যা ব্যবহারকারীর ট্রাফিককে বিশ্বজুড়ে বিভিন্ন সার্ভারের মাধ্যমে নানাভাবে দুর্বোধ্য আকারে পাঠিয়ে ইন্টারনেট ব্রাউজিংয়ে গোপনতা সেবা দেয়। ইউক্রেইন আগ্রাসনের দিন থেকে টর ধারণা প্রকাশ করেছে, হাজার হাজার রাশিয়ান ব্যবহারকারী টরের বিকেন্দ্রীকৃত নেটওয়ার্কে যুক্ত গোপন সার্ভারের মাধ্যমে ইন্টারনেট ব্যবহার করছেন। ইউক্রেইনে আগ্রাসনের পর থেকেই টুইটার আংশিক নিষিদ্ধ রাশিয়ায়। বৃহস্পতিবার থেকেই টুইটার রাশিয়ান ব্যবহারকারীদের জন্য টরবান্ধব বিশেষ একটি ওয়েবসাইট চালু করেছে। আর ২০১৪ সাল থেকেই নিজস্ব টর সাইট রয়েছে ফেইসবুকের।
ল্যানটার্ন : ল্যানটার্ন নামে আরেকটি গোপনতাবান্ধব সেবা, বাংলায় যার নাম দাঁড়ায় লণ্ঠন, জানাচ্ছে প্রায় দুই মাস আগে থেকেই রাশিয়ায় তাদের সেবাগ্রাহকদের সংখ্যা বাড়ছে। এই সেবাটি সরকারী ফায়ারওয়াল এড়িয়ে ‘পিয়ার-টু-পিয়ার’ ইন্টারনেট সেবা দেয়। গেল দুই মাসেই ল্যানটার্নের গ্রাহকসংখ্যা দুই হাজার শতাংশ বেড়েছে বলে জানিয়েছেন পেন স্টেট ইউনিভার্সিটির যোগাযোগ বিভাগের অধ্যাপক সাসচা মেইনরাথ। তিনি ল্যানটার্নের মূল প্রতিষ্ঠান ‘ব্রেভ নিউ সফটওয়্যারে’র বোর্ড সদস্য। মাসে গড়পরতা পাঁচ হাজার ডাউনলোডের জায়গায় এখন এক লাখ ২০ হাজারের ঘরে গিয়েছে ল্যানটার্নের ডাউনলোড সংখ্যা। মেইনরাথ বলছেন, যেসব সেবা আপনাকে আড়াল হওয়ার সুবিধা দেয়, অর্থাৎ আপনি কে এবং কোন কোন সাইটে যাচ্ছেন সে বিষয়টি গোপন রাখে, সেগুলোর জনপ্রিয়তা রাশিয়ায় নাটকীয় হারে বাড়ছে। এসবের পাশাপাশি টেলিগ্রাম ব্যবহারকারী লোকজন একে অপরকে জানাচ্ছেন আপনার কোন অ্যাপগুলো ডাউনলোড করা উচিৎ। রাশিয়ায় প্রযুক্তিসচেতন ব্যবহারকারীরা প্রয়োজন অনুসারে বিভিন্ন সেবা একইসঙ্গে ব্যবহার করছেন। যেমন, সরকারী ফায়ারওয়াল এড়ানোর জন্য ল্যানটার্ন এবং পরিচয় গোপন রেখে ব্রাউজ করার জন্য টর – বলেছেন অধ্যাপক মেইনরাথ।
পরিচয় গোপন রাখার অ্যাপের ব্যবহার বাড়ছে রাশিয়ায়
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ