বিনোদন ডেস্ক : ‘কৃষ’ মুক্তির ১৫ বছর পূর্তি উপলক্ষে গত বছর এই সুপারহিরোর ফ্র্যাঞ্চাইজির চার নম্বর ছবি অর্থাৎ ‘কৃষ ফোর’ এর ঘোষণা দিয়েছিলেন বলিউড তারকা হৃতিক। এবার জানা গেল, চলতি বছরের জুনে শুরু হবে ছবির কাজ। এই ছবির প্রোডাকশনের কাছের এক সূত্র জানিয়েছে, কৃষ ফোর- এর প্রস্তুতি শুরু হয়ে যাবে এই বছরের জুনে। ছবিতে কে কে থাকছেন তা নির্ধারণ করা হবে। ছবির নায়িকা কে হচ্ছেন তা এখনও ঠিক করেননি রোশানরা। হৃতিক বর্তমানে ‘বিক্রম ভেদা’ ছবির শুটিং করছেন। এরপর আগস্টে শুরু করবেন ‘ফাইটার’ ছবির শুটিং। এই ছবিতে তার বিপরীতে দেখা যাবে দীপিকাকে। ছবির শুটিং চলবে টানা ১০০ দিন। অর্থাৎ চলতি বছরের শেষে শেষ হবে ‘ফাইটার’-এর কাজ। ধারণা করা হচ্ছে, এরপরে ‘কৃষ ফোর’-এর কাজ শুরু করবেন হৃতিক।