প্রত্যাশা ডেস্ক : গত ৭ বছরে ইয়েমেনে যুদ্ধে ১০ হাজারের বেশি শিশুর হতাহতের ঘটনা ঘটেছে। জাতিসংঘের আন্তর্জাতিক শিশু তহবিল-ইউনিসেফ এ তথ্য দিয়েছে। সংস্থাটি বলেছে, প্রকৃত হতাহতের ঘটনা এর চেয়ে বেশি হতে পারে।
গত শনিবার এ প্রতিবেদন প্রকাশ করে ইউনিসেফ। সংস্থাটি বলেছে, ইয়েমেনে গত বছর থেকে জোরোশোরে লড়াই শুরু হয়েছে। এ বছরও লড়াই অব্যাহত আছে। আর এ যুদ্ধে প্রধান এবং সবচেয়ে বেশি ক্ষতির শিকার হচ্ছে শিশুরা। ইয়েমেনে যুদ্ধ বন্ধ করে সাধারণ মানষের জীবন রক্ষায় উভয়পক্ষের প্রতি এবং তাদের প্রভাবিত করতে পারে—এমন সবার প্রতি আহ্বান জানিয়েছে ইউনিসেফ। তারা বলেছে, শিশুদের নিরাপত্তা, তাদের মঙ্গল এবং সুরক্ষা সব সময় নিশ্চিত করতে হবে। ইউনিসেফ বলেছে, সহিংসতা, কষ্ট এবং বঞ্চনার এক সাধারণ ক্ষেত্র হয়ে উঠেছে ইয়েমেন। এ দেশে লাখ লাখ পরিবার আর এসব পরিবারের শিশুরা ভুগছে। এ অঞ্চলে শান্তি নিশ্চিত করতে একটি টেকসই রাজনৈতিক সমাধানের পথ খুঁজে বের করার এখন বড় সময়। ইউনিসেফের প্রতিবেদেন বলা হয়েছে, সাত বছর আগে (২০১৫) সালে ইয়েমেন সংঘর্ষ শুরু হয়। ইউনিসেফ দেখেছে, এই ৭ বছরে ১০ হাজার ২০০–এর বেশি শিশুর হতাহতের ঘটনা ঘটেছে। প্রকৃত সংখ্যা এর চেয়ে বেশি হতে পারে।
৭ বছরে ইয়েমেন ১০ হাজার শিশু হতাহত: ইউনিসেফ
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ