ঢাকা ০৩:০৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫

রাশিয়া রাসায়নিক অস্ত্র ব্যবহার করলে ন্যাটোর হস্তক্ষেপ ত্বরান্বিত হতে পারে: পোল্যান্ড

  • আপডেট সময় : ১২:১৪:২৪ অপরাহ্ন, রবিবার, ১৩ মার্চ ২০২২
  • ১৩৭ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনে রাশিয়া রাসায়নিক অস্ত্র ব্যবহার করলে চলমান সংঘাতে সামরিকভাবে হস্তক্ষেপ না করার যে সিদ্ধান্ত নিয়েছে তা পুনর্বিবেচনা করতে পারে ন্যাটো। গতকাল রোববার পশ্চিমাদের এই সামরিক জোটের সদস্য রাষ্ট্র পোল্যান্ডের প্রেসিডেন্ট আন্দ্রেজ ডুডা এই মন্তব্য করেছেন।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি’র সঙ্গে আলাপকালে তার কাছে জানতে চাওয়া হয়েছিল রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনে রাসায়নিক অস্ত্র ব্যবহারের প্রস্তুতি নিচ্ছেন বলে তিনি মনে করেন কিনা।
জবাবে পোলিশ প্রেসিডেন্ট বলেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এমন বড় আকারের কিছু দেখেনি বিশ্ব। আমার কাছে যদি জানতে চান- পুতিন কি রাসায়নিক অস্ত্র ব্যবহার করতে পারেন, তাহলে আমি মনে করি এই মুহূর্তে তিনি যে কোনও কিছু করতে পারেন। বিশেষ করে তিনি যখন এই প্রতিকূল পরিস্থিতিতে রয়েছেন। তিনি আরও বলেন, রাজনৈতিকভাবে পুতিন এই যুদ্ধ হেরে গেছেন এবং সামরিকভাবেও তিনি জিতছেন না। রাসায়নিক অস্ত্র ব্যবহারে ন্যাটোর হস্তক্ষেপ ত্বরান্বিত হবে কিনা জানতে চাইলে পোল্যান্ডের প্রেসিডেন্ট বলেন, অবশ্যই, সবাই চাইছে পুতিন যেন এমন কিছু করার সাহস না দেখান। কিন্তু তিনি যদি গণবিধ্বংসী অস্ত্র ব্যবহার করেন তাহলে পুরো বিষয়ে গতিপথ তা পাল্টে দেবে। তিনি বলেন, নিশ্চিতভাবে ন্যাটো আলোচনায় বসবে এবং গুরুত্ব দিয়ে নিজের করণীয় বিবেচনা করবে। কারণ এটি শুধু যে ইউরোপের জন্য বিপজ্জনক হবে তা নয়, পুরো বিশ্বের জন্য

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

রাশিয়া রাসায়নিক অস্ত্র ব্যবহার করলে ন্যাটোর হস্তক্ষেপ ত্বরান্বিত হতে পারে: পোল্যান্ড

আপডেট সময় : ১২:১৪:২৪ অপরাহ্ন, রবিবার, ১৩ মার্চ ২০২২

আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনে রাশিয়া রাসায়নিক অস্ত্র ব্যবহার করলে চলমান সংঘাতে সামরিকভাবে হস্তক্ষেপ না করার যে সিদ্ধান্ত নিয়েছে তা পুনর্বিবেচনা করতে পারে ন্যাটো। গতকাল রোববার পশ্চিমাদের এই সামরিক জোটের সদস্য রাষ্ট্র পোল্যান্ডের প্রেসিডেন্ট আন্দ্রেজ ডুডা এই মন্তব্য করেছেন।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি’র সঙ্গে আলাপকালে তার কাছে জানতে চাওয়া হয়েছিল রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনে রাসায়নিক অস্ত্র ব্যবহারের প্রস্তুতি নিচ্ছেন বলে তিনি মনে করেন কিনা।
জবাবে পোলিশ প্রেসিডেন্ট বলেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এমন বড় আকারের কিছু দেখেনি বিশ্ব। আমার কাছে যদি জানতে চান- পুতিন কি রাসায়নিক অস্ত্র ব্যবহার করতে পারেন, তাহলে আমি মনে করি এই মুহূর্তে তিনি যে কোনও কিছু করতে পারেন। বিশেষ করে তিনি যখন এই প্রতিকূল পরিস্থিতিতে রয়েছেন। তিনি আরও বলেন, রাজনৈতিকভাবে পুতিন এই যুদ্ধ হেরে গেছেন এবং সামরিকভাবেও তিনি জিতছেন না। রাসায়নিক অস্ত্র ব্যবহারে ন্যাটোর হস্তক্ষেপ ত্বরান্বিত হবে কিনা জানতে চাইলে পোল্যান্ডের প্রেসিডেন্ট বলেন, অবশ্যই, সবাই চাইছে পুতিন যেন এমন কিছু করার সাহস না দেখান। কিন্তু তিনি যদি গণবিধ্বংসী অস্ত্র ব্যবহার করেন তাহলে পুরো বিষয়ে গতিপথ তা পাল্টে দেবে। তিনি বলেন, নিশ্চিতভাবে ন্যাটো আলোচনায় বসবে এবং গুরুত্ব দিয়ে নিজের করণীয় বিবেচনা করবে। কারণ এটি শুধু যে ইউরোপের জন্য বিপজ্জনক হবে তা নয়, পুরো বিশ্বের জন্য