বরিশাল সংবাদদাতা : বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের কাউন্টারে দায়িত্বরত এক নার্সকে মারধরের অভিযোগ উঠেছে ট্যুরিস্ট পুলিশের বিরুদ্ধে। বুধবার রাত পৌনে ১২টায় এ ঘটনা ঘটে। শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের নার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মোস্তাফিজুর রহমান জানান, এ ঘটনার প্রতিবাদ এবং জড়িতদের বিচারের দাবিতে বৃহস্পতিবার সকাল ১০টা থেকে দুঘণ্টা হাসপাতালে দায়িত্বরত নার্সের দুই তৃতীয়াংশ পরিচালক এএইচএম সাইফুল ইসলামের কার্যালয়ে অবস্থান নেয়। বরিশাল ট্যুরিস্ট পুলিশের রিজিওনাল পুলিশ সুপার রেজাউল করিম বলেন, “ঘটনার সময়ের সিসিটিভি ফুটেজ হাসপাতাল কর্তৃপক্ষের কাছ থেকে আমরা সংগ্রহ করেছি। যারা ঘটনার সঙ্গে জড়িত ফুটেজ দেখে চিহ্নিত করে তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।”