ঢাকা ০৩:৩৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫

বিরোধীদলীয় প্রার্থী দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট নির্বাচিত

  • আপডেট সময় : ১১:১২:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ মার্চ ২০২২
  • ১১২ বার পড়া হয়েছে

প্রত্যাশা ডেস্ক : প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনে বিরোধীদলীয় রক্ষণশীল প্রার্থী ইউন সুক-ইওলকে পরবর্তী প্রেসিডেন্ট হিসেবে বেছে নিয়েছে দক্ষিণ কোরিয়া। খবর বিবিসির।
শ্রেণিবৈষম্য দূর করার প্রতিশ্রুতিতে রাজনীতির মাঠে অনভিজ্ঞ ইউন সুক-ইওল ডেমোক্রেটিক পার্টির লি জায়ে-মিয়ংকে হারিয়ে প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন।
গতকাল বৃহস্পতিবার বিবিসির প্রতিবেদনে জানানো হয়েছে, ইউন সুক-ইওল নির্বাচনে তাঁর এ জয়কে দক্ষিণ কোরিয়ার মানুষের বিজয় বলে অভিহিত করেছেন।
ইউন সুক মাত্র ১ শতাংশের কম ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন। দেশটির ইতিহাসে সবচেয়ে কম ভোটের ব্যবধানে প্রেসিডেন্ট নির্বাচিতদের একজন তিনি।
বৃহস্পতিবার সকালে ইউন সুক তাঁর বিজয় অনুষ্ঠানে সমর্থকদের উদ্দেশে বলেন, তিনি মানুষের জীবিকার দিকে মনোযোগ দেবেন, দুস্থ-অভাবীদের কল্যাণে ব্যয় বাড়াবেন এবং তিনি সর্বোচ্চ চেষ্টা করবেন, যাতে দক্ষিণ কোরিয়া আন্তর্জাতিক সম্প্রদায় ও মুক্তবিশ্বে গর্বিত-দায়িত্বশীল সদস্য হিসেবে কাজ করে যেতে পারেন।
বিবিসি বলছে, দক্ষিণ কোরিয়ায় এবার দুই প্রেসিডেন্ট প্রার্থীকে নির্বাচনী প্রচারণার পুরোটা সময়জুড়েই ব্যাপক অজনপ্রিয় মনে করা হচ্ছিল। বিশ্লেষকেরাও এবার বলেছিলেন, ভোটাররা দুই প্রার্থীকে দেখে এতটাই হতাশ হয়ে পড়েছেন যে স্থানীয় সংবাদমাধ্যমগুলোও এবারের ভোটকে ‘প্রতিকূল নির্বাচন’ বলে অভিহিত করে আসছিল।
তবে সংবাদমাধ্যম ও নির্বাচনী বিশ্লেষকদের এমন আশঙ্কার মধ্যে বুধবারের ভোটে ভোটারদের ব্যাপক উপস্থিতি লক্ষ করা যায়। দেশটির ৭৭ শতাংশ ভোটার ভোট দিয়েছেন।
প্রেসিডেন্ট নির্বাচিত হলেও দক্ষিণ কোরিয়ার এক কক্ষবিশিষ্ট পার্লামেন্টে ইউন সুকের দলের সংখ্যাগরিষ্ঠতা থাকবে না। দক্ষিণ কোরিয়ার বর্তমান প্রেসিডেন্ট মুন জা-ইনের ডেমোক্রেটিক পার্টি পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠ। মে মাসে মুন জা-ইনের স্থলাভিষিক্ত হবেন দক্ষিণ কোরিয়ার নবনির্বাচিত প্রেসিডেন্ট ইউন সুক-ইওল।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিরোধীদলীয় প্রার্থী দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট নির্বাচিত

আপডেট সময় : ১১:১২:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ মার্চ ২০২২

প্রত্যাশা ডেস্ক : প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনে বিরোধীদলীয় রক্ষণশীল প্রার্থী ইউন সুক-ইওলকে পরবর্তী প্রেসিডেন্ট হিসেবে বেছে নিয়েছে দক্ষিণ কোরিয়া। খবর বিবিসির।
শ্রেণিবৈষম্য দূর করার প্রতিশ্রুতিতে রাজনীতির মাঠে অনভিজ্ঞ ইউন সুক-ইওল ডেমোক্রেটিক পার্টির লি জায়ে-মিয়ংকে হারিয়ে প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন।
গতকাল বৃহস্পতিবার বিবিসির প্রতিবেদনে জানানো হয়েছে, ইউন সুক-ইওল নির্বাচনে তাঁর এ জয়কে দক্ষিণ কোরিয়ার মানুষের বিজয় বলে অভিহিত করেছেন।
ইউন সুক মাত্র ১ শতাংশের কম ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন। দেশটির ইতিহাসে সবচেয়ে কম ভোটের ব্যবধানে প্রেসিডেন্ট নির্বাচিতদের একজন তিনি।
বৃহস্পতিবার সকালে ইউন সুক তাঁর বিজয় অনুষ্ঠানে সমর্থকদের উদ্দেশে বলেন, তিনি মানুষের জীবিকার দিকে মনোযোগ দেবেন, দুস্থ-অভাবীদের কল্যাণে ব্যয় বাড়াবেন এবং তিনি সর্বোচ্চ চেষ্টা করবেন, যাতে দক্ষিণ কোরিয়া আন্তর্জাতিক সম্প্রদায় ও মুক্তবিশ্বে গর্বিত-দায়িত্বশীল সদস্য হিসেবে কাজ করে যেতে পারেন।
বিবিসি বলছে, দক্ষিণ কোরিয়ায় এবার দুই প্রেসিডেন্ট প্রার্থীকে নির্বাচনী প্রচারণার পুরোটা সময়জুড়েই ব্যাপক অজনপ্রিয় মনে করা হচ্ছিল। বিশ্লেষকেরাও এবার বলেছিলেন, ভোটাররা দুই প্রার্থীকে দেখে এতটাই হতাশ হয়ে পড়েছেন যে স্থানীয় সংবাদমাধ্যমগুলোও এবারের ভোটকে ‘প্রতিকূল নির্বাচন’ বলে অভিহিত করে আসছিল।
তবে সংবাদমাধ্যম ও নির্বাচনী বিশ্লেষকদের এমন আশঙ্কার মধ্যে বুধবারের ভোটে ভোটারদের ব্যাপক উপস্থিতি লক্ষ করা যায়। দেশটির ৭৭ শতাংশ ভোটার ভোট দিয়েছেন।
প্রেসিডেন্ট নির্বাচিত হলেও দক্ষিণ কোরিয়ার এক কক্ষবিশিষ্ট পার্লামেন্টে ইউন সুকের দলের সংখ্যাগরিষ্ঠতা থাকবে না। দক্ষিণ কোরিয়ার বর্তমান প্রেসিডেন্ট মুন জা-ইনের ডেমোক্রেটিক পার্টি পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠ। মে মাসে মুন জা-ইনের স্থলাভিষিক্ত হবেন দক্ষিণ কোরিয়ার নবনির্বাচিত প্রেসিডেন্ট ইউন সুক-ইওল।