আন্তর্জাতিক ডেস্ক : জাতিসংঘের পারমাণবিক কার্যক্রম তদারকি সংস্থা আইএইএ জানিয়েছে, ইউক্রেনের উত্তরাঞ্চলীয় চেরনোবিল পারমাণবিক কেন্দ্রের কর্মীরা নিরবিচ্ছিন্নভাবে কাজ করতে বাধ্য হচ্ছে। এই পারমাণবিক কেন্দ্রটি বর্তমানে কার্যকরভাবে নিয়ন্ত্রণ করছে রুশ বাহিনী।
আইএইএ প্রধান রাফায়েল গ্রোসি এক বিবৃতিতে জানিয়েছেন, ইউক্রেনীয় কর্তৃপক্ষ তাকে অবগত করেছে যে চেরনোবিল পারমাণবিক কেন্দ্রে থাকা ২১০ জন কর্মীর একই গ্রুপটি গত দুই সপ্তাহ ধরে নিরবিচ্ছিন্নভাবে কাজ চালিয়ে যাচ্ছে। এসব কর্মী যে চাপের মধ্যে কাজ করতে বাধ্য হচ্ছেন তাতে উদ্বেগ প্রকাশ করেন তিনি।
রাফায়েল গ্রোসি বলেন, এসব কর্মীকে অবশ্যই বিশ্রাম এবং নিয়মিত শিফটে কাজের সুযোগ দিতে হবে। তিনি বলেন, এটা সামগ্রিকভাবে পারমাণবিক নিরাপত্তার জন্যই গুরুত্বপূর্ণ। ১৯৮৬ সালে বিশ্বের সবচেয়ে ভয়াবহ পারমাণবিক দুর্ঘটনার কেন্দ্র চেরনোবিলে গত ২৪ ফ্রেব্রুয়ারি ঢুকে পড়ে রুশ সেনারা। মস্কো ইউক্রেনের পূর্ণ মাত্রার আগ্রাসন শুরুর কয়েক ঘণ্টার মধ্যেই কেন্দ্রটির নিয়ন্ত্রণ নেয় রাশিয়া। রাফায়েল গ্রোসি জানান, পারমাণবিক কেন্দ্রটির নিরাপত্তা দূর থেকে পর্যবেক্ষণের সক্ষমতা হারিয়েছে আইএইএ। সূত্র: বিবিসি
চেরনোবিলের কর্মীরা বিশ্রাম ছাড়াই কাজ করছে: আইএইএ
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ