ঢাকা ০৫:৫৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫

জিতেও বাদ ইন্টার, কোয়ার্টার ফাইনালে লিভারপুল

  • আপডেট সময় : ০৯:৪৩:১৩ পূর্বাহ্ন, বুধবার, ৯ মার্চ ২০২২
  • ১২৫ বার পড়া হয়েছে

ক্রীড়া ডেস্ক : উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে ঘরের মাঠে ইন্টার মিলানের কাছে জিততে পারেনি লিভারপুল। হেরেছে ১-০ গোল ব্যবধানে। প্রথম লেগে ইন্টার মিলানকে ২-০ গোলে হারানোর জন্য দুই লেগ মিলিয়ে ২-১ ব্যবধানে এগিয়ে থেকে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে লিভারপুল।
ইন্টারের মাটিতে প্রথম লেগের ম্যাচে ২-০ গোল ব্যবধানে জেতায় দ্বিতীয় লেগে এক গোল ব্যবধান হারলেও সমস্যা ছিল না। আবার ২-০ গোল ব্যবধানে হারলে ম্যাচটি গড়াতে অতিরিক্ত সময়ে।
ম্যাচের শুরুর অনেকটা সময় লিভারপুলের খেলায় তেমন মরিয়া ভাব ছিল না। বল দখলে রাখাতেই ছিল তাদের মনোযোগ। অন্যদিকে গোলের জন্য মরিয়া হয়ে উঠে ইন্টার মিলান। মুহুর্মুহু আক্রমণে লিভারপুলের রক্ষণভাগকে ব্যস্ত করে রাখে ইন্টার মিলানের আক্রমণভাগের ফুটবলাররা। এরপরও প্রথমার্ধের ৪৫তম মিনিট পর্যন্ত গোলের দেখা পায়নি সফরকারীরা।
দ্বিতীয়ার্ধে খেলায় আরও গতি বাড়ায় ইন্টার মিলান। গোলের জন্য মরিয়া হয়ে থাকা সফরকারী দলটি কাঙ্ক্ষিত প্রথম গোলের দেখা পায় দ্বিতীয়ার্ধের ৬১তম মিনিটে। অসাধারণ নৈপুণ্যে লড়াই জমিয়ে তোলার ইঙ্গিত দেন মার্টিনেজ। সানচেসের পাস ধরে ডি-বক্সের বাইরে থেকে দুর্দান্ত এক শটে দূরের পোস্ট দিয়ে ঠিকানা খুঁজে নেন তিনি।
এরপর হাজার চেষ্টার পরও দ্বিতীয় গোলের দেখা পায়নি ইন্টার মিলান। ফলে ম্যাচটি শেষ হয়েছে ১-০ গোল ব্যবধানে। তাতেই উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের সেরা আটে জায়গা করে নিয়েছে লিভারপুল।

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

জিতেও বাদ ইন্টার, কোয়ার্টার ফাইনালে লিভারপুল

আপডেট সময় : ০৯:৪৩:১৩ পূর্বাহ্ন, বুধবার, ৯ মার্চ ২০২২

ক্রীড়া ডেস্ক : উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে ঘরের মাঠে ইন্টার মিলানের কাছে জিততে পারেনি লিভারপুল। হেরেছে ১-০ গোল ব্যবধানে। প্রথম লেগে ইন্টার মিলানকে ২-০ গোলে হারানোর জন্য দুই লেগ মিলিয়ে ২-১ ব্যবধানে এগিয়ে থেকে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে লিভারপুল।
ইন্টারের মাটিতে প্রথম লেগের ম্যাচে ২-০ গোল ব্যবধানে জেতায় দ্বিতীয় লেগে এক গোল ব্যবধান হারলেও সমস্যা ছিল না। আবার ২-০ গোল ব্যবধানে হারলে ম্যাচটি গড়াতে অতিরিক্ত সময়ে।
ম্যাচের শুরুর অনেকটা সময় লিভারপুলের খেলায় তেমন মরিয়া ভাব ছিল না। বল দখলে রাখাতেই ছিল তাদের মনোযোগ। অন্যদিকে গোলের জন্য মরিয়া হয়ে উঠে ইন্টার মিলান। মুহুর্মুহু আক্রমণে লিভারপুলের রক্ষণভাগকে ব্যস্ত করে রাখে ইন্টার মিলানের আক্রমণভাগের ফুটবলাররা। এরপরও প্রথমার্ধের ৪৫তম মিনিট পর্যন্ত গোলের দেখা পায়নি সফরকারীরা।
দ্বিতীয়ার্ধে খেলায় আরও গতি বাড়ায় ইন্টার মিলান। গোলের জন্য মরিয়া হয়ে থাকা সফরকারী দলটি কাঙ্ক্ষিত প্রথম গোলের দেখা পায় দ্বিতীয়ার্ধের ৬১তম মিনিটে। অসাধারণ নৈপুণ্যে লড়াই জমিয়ে তোলার ইঙ্গিত দেন মার্টিনেজ। সানচেসের পাস ধরে ডি-বক্সের বাইরে থেকে দুর্দান্ত এক শটে দূরের পোস্ট দিয়ে ঠিকানা খুঁজে নেন তিনি।
এরপর হাজার চেষ্টার পরও দ্বিতীয় গোলের দেখা পায়নি ইন্টার মিলান। ফলে ম্যাচটি শেষ হয়েছে ১-০ গোল ব্যবধানে। তাতেই উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের সেরা আটে জায়গা করে নিয়েছে লিভারপুল।