ঢাকা ০৬:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫

ইউক্রেনের বেসামরিকদের সরে যেতে দেওয়ার আহ্বান জাতিসংঘের

  • আপডেট সময় : ১১:৪৫:১৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৮ মার্চ ২০২২
  • ১৩৫ বার পড়া হয়েছে

প্রত্যাশা ডেস্ক :সংঘাত কবলিত এলাকা থেকে বেসামরিক নাগরিকদের সরে যেতে এবং মানবিক ত্রাণ সরবরাহ নিশ্চিতে নিরাপদ পথ তৈরি করতে ইউক্রেন ও রাশিয়ার প্রতি আহ্বান জানিয়েছ জাতিসংঘ। সংস্থাটির মানবিক বিষয়ক প্রধান মার্টিন গ্রিফিথস এই আহ্বান জানিয়েছেন। জাতিসংঘ ও এর সহযোগিরা ইউক্রেনের হাজার হাজার মানুষকে খাদ্য সরবরাহ দিচ্ছে কিন্তু নিরাপত্তা পরিস্থিতির কারণে নির্দিষ্ট এলাকায় পৌঁছানো কঠিন হয়ে দাঁড়িয়েছে। রাশিয়া এবং ইউক্রেন পরস্পরের প্রতি অভিযোগ তুলেছে, বেসামরিকদের নিরাপদে সতে যেতে বাধা দেওয়া হচ্ছে। এরইমধ্যে নিরাপদ পথ তৈরির আহ্বান জানালেন জাতিসংঘের মানবিক বিষয়ক প্রধান মার্টিন গ্রিফিথস। জাতিসংঘে নিযুক্ত ইউক্রেনের রাষ্ট্রদূত অভিযোগ তুলেছেন মানবিক করিডরে বোমাবর্ষণ করছে রাশিয়া। এছাড়া বেসামরিকদের ইউরোপে সরে যেতে এবং জীবন রক্ষাকারী ত্রাণ বিতরণে বাধা দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। তবে জাতিসংঘে নিযুক্ত রুশ রাষ্ট্রদূত ওই অভিযোগ অস্বীকার করেছেন। তিনি দাবি করেন, ইউক্রেনই নিরাপদ পথ দিতে অস্বীকৃতি জানাচ্ছে। জাতিসংঘের নিরাপত্তা পরিষদে মার্টিন গ্রিফিথস জানান, ইউক্রেনের সবচেয়ে স্পর্শকাতর জনগোষ্ঠীর কাছে পৌঁছাতে আরও ভালোভাবে মানবিক ত্রাণ তৎপরতা সমন্বয় করতে মস্কোতে একটি টিম পাঠিয়েছে তার কার্যালয়। সূত্র: বিবিসি

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

ইউক্রেনের বেসামরিকদের সরে যেতে দেওয়ার আহ্বান জাতিসংঘের

আপডেট সময় : ১১:৪৫:১৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৮ মার্চ ২০২২

প্রত্যাশা ডেস্ক :সংঘাত কবলিত এলাকা থেকে বেসামরিক নাগরিকদের সরে যেতে এবং মানবিক ত্রাণ সরবরাহ নিশ্চিতে নিরাপদ পথ তৈরি করতে ইউক্রেন ও রাশিয়ার প্রতি আহ্বান জানিয়েছ জাতিসংঘ। সংস্থাটির মানবিক বিষয়ক প্রধান মার্টিন গ্রিফিথস এই আহ্বান জানিয়েছেন। জাতিসংঘ ও এর সহযোগিরা ইউক্রেনের হাজার হাজার মানুষকে খাদ্য সরবরাহ দিচ্ছে কিন্তু নিরাপত্তা পরিস্থিতির কারণে নির্দিষ্ট এলাকায় পৌঁছানো কঠিন হয়ে দাঁড়িয়েছে। রাশিয়া এবং ইউক্রেন পরস্পরের প্রতি অভিযোগ তুলেছে, বেসামরিকদের নিরাপদে সতে যেতে বাধা দেওয়া হচ্ছে। এরইমধ্যে নিরাপদ পথ তৈরির আহ্বান জানালেন জাতিসংঘের মানবিক বিষয়ক প্রধান মার্টিন গ্রিফিথস। জাতিসংঘে নিযুক্ত ইউক্রেনের রাষ্ট্রদূত অভিযোগ তুলেছেন মানবিক করিডরে বোমাবর্ষণ করছে রাশিয়া। এছাড়া বেসামরিকদের ইউরোপে সরে যেতে এবং জীবন রক্ষাকারী ত্রাণ বিতরণে বাধা দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। তবে জাতিসংঘে নিযুক্ত রুশ রাষ্ট্রদূত ওই অভিযোগ অস্বীকার করেছেন। তিনি দাবি করেন, ইউক্রেনই নিরাপদ পথ দিতে অস্বীকৃতি জানাচ্ছে। জাতিসংঘের নিরাপত্তা পরিষদে মার্টিন গ্রিফিথস জানান, ইউক্রেনের সবচেয়ে স্পর্শকাতর জনগোষ্ঠীর কাছে পৌঁছাতে আরও ভালোভাবে মানবিক ত্রাণ তৎপরতা সমন্বয় করতে মস্কোতে একটি টিম পাঠিয়েছে তার কার্যালয়। সূত্র: বিবিসি