আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনে লড়াইয়ের জন্য দক্ষ সিরীয়দের রাশিয়া নিয়োগ করেছে বলে অভিযোগ করেছেন মার্কিন কর্মকর্তারা। ওয়াল স্ট্রিট জার্নালকে মার্কিন কর্মকর্তারা বলেছেন, ইউক্রেনের প্রধান শহরগুলো দখলে নেওয়ার জন্য রাস্তা থেকে রাস্তায় তীব্র লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছে মস্কো। ঠিক কত সংখ্যক সিরীয় মস্কোর হয়ে ইউক্রেনে লড়তে রাজি আছেন, সে ব্যাপারে ওয়াল স্ট্রিট জার্নালকে কোনো পরিসংখ্যান দেননি মার্কিন গোয়েন্দা কর্মকর্তারা। তবে গোয়েন্দারা বলেছেন, অনেকেই রাশিয়ায় সফর করেছে এবং ইউক্রেনে মোতায়েনের প্রস্ততি নিচ্ছে।
গণমাধ্যমটিতে বলা হয়েছে, মস্কোর হয়ে ইউক্রেনে লড়তে সিরিয়া থেকে ২০০-৩০০ ডলার পারিশ্রমিকে ভাড়াটে নেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে। ছয় মাস ইউক্রেনে কাজ করার প্রস্তাব দেওয়া হয়েছে তাদের। ইউক্রেনে রাশিয়ার হামলা শুরুর পর ১২তম দিন অতিবাহিত হচ্ছে। এই লড়াইয়ে ইউক্রেনের পাশে থাকলেও সরাসরি সেনা নামায়নি কোনো দেশ। যদিও প্রথম থেকেই অস্ত্র দিয়ে ইউক্রেনকে সাহায্য করছে যুক্তরাষ্ট্র, ফ্রান্সের মতো দেশ। রাশিয়া উল্টো অভিযোগ করেছে, সরাসরি সেনা না পাঠালেও ভিন্ন পথে ভাড়াটে সৈন্য পাঠিয়ে ইউক্রেনকে সাহায্য করছে যুক্তরাষ্ট্র ও ইউরোপের দেশগুলো। রাশিয়ার দাবি, ইউক্রেনে ভাড়াতে লড়াকুদের ঢুকিয়ে যুদ্ধ পরিস্থিতি আরো ঘোলাটে করতে চাইছে পশ্চিমা দেশগুলো।
ইউক্রেনে সিরীয় ভাড়াটে নামিয়েছে রাশিয়া : যুক্তরাষ্ট্র
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ