ঢাকা ০৭:২৭ অপরাহ্ন, শুক্রবার, ০৮ অগাস্ট ২০২৫

যুদ্ধ মানে পাগলামো, দয়া করে থামুন: পোপ ফ্রান্সিস

  • আপডেট সময় : ১২:৩৬:৫২ অপরাহ্ন, সোমবার, ৭ মার্চ ২০২২
  • ৯৫ বার পড়া হয়েছে

প্রত্যাশা ডেস্ক : ইউক্রেনে সামরিক অভিযান বন্ধ করতে রাশিয়ার প্রতি আহ্বান জানিয়েছেন ভ্যাটিকান সিটির পোপ ফ্রান্সিস। স্থানীয় সময় গত রোববার সেন্ট পিটার্স স্কয়ারে দেওয়া সাপ্তাহিক ভাষণে এ আহ্বান জানান তিনি। খবর রয়টার্সের।
গত রোববার সেন্ট পিটার্স স্কয়ারে বক্তব্য দেন পোপ ফ্রান্সিস। এদিন ইউক্রেন পরিস্থিতি নিয়ে কথা বলেন পোপ। তিনি বলেন, ইউক্রেনে রক্ত ও চোখের পানির নদী বয়ে যাচ্ছে। এটি শুধু সামরিক অভিযান নয় বরং এটি এমন এক যুদ্ধ, যার মধ্য দিয়ে মৃত্যু, ধ্বংস ও দুর্দশার বীজ রোপিত হয়েছে।
পোপ আরও বলেন, ‘যুদ্ধে আত্মবলিদানকারী দেশটির জন্য মানবিক সহায়তার প্রয়োজন ক্রমাগত বাড়ছে। যুদ্ধের মানে হলো পাগলামো। দয়া করে থামুন।’
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, পোপের বক্তব্য শুনতে যাঁরা সমবেত হয়েছিলেন, তাঁদের অনেকের হাতে ইউক্রেনের নীল-হলুদ পতাকাসহ বিভিন্ন রঙের পতাকা ছিল। পোপ ফ্রান্সিস ইউক্রেনে অভিযান নিয়ে নিন্দা করার সময় সরাসরি রাশিয়ার নাম উচ্চারণ করেননি। তবে তিনি বারবারই দুই দেশের প্রতি শান্তি প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছেন। মানবিক করিডর স্থাপন ও আলোচনায় ফেরার জন্য আহ্বান জানিয়েছেন।
গত বৃহস্পতিবার নাগাদ জাতিসংঘের শরণার্থী সংস্থার তথ্য অনুযায়ী, ইউক্রেনে রাশিয়ার অভিযান শুরুর পর এ পর্যন্ত ১০ লাখের বেশি ইউক্রেনীয় নাগরিক দেশ ছেড়ে পালিয়েছে। অভিযান শুরুর পর ইতালিতে রুশ দূতাবাস পরিদর্শন করে উদ্বেগ প্রকাশ করেছিলেন পোপ।

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

যুদ্ধ মানে পাগলামো, দয়া করে থামুন: পোপ ফ্রান্সিস

আপডেট সময় : ১২:৩৬:৫২ অপরাহ্ন, সোমবার, ৭ মার্চ ২০২২

প্রত্যাশা ডেস্ক : ইউক্রেনে সামরিক অভিযান বন্ধ করতে রাশিয়ার প্রতি আহ্বান জানিয়েছেন ভ্যাটিকান সিটির পোপ ফ্রান্সিস। স্থানীয় সময় গত রোববার সেন্ট পিটার্স স্কয়ারে দেওয়া সাপ্তাহিক ভাষণে এ আহ্বান জানান তিনি। খবর রয়টার্সের।
গত রোববার সেন্ট পিটার্স স্কয়ারে বক্তব্য দেন পোপ ফ্রান্সিস। এদিন ইউক্রেন পরিস্থিতি নিয়ে কথা বলেন পোপ। তিনি বলেন, ইউক্রেনে রক্ত ও চোখের পানির নদী বয়ে যাচ্ছে। এটি শুধু সামরিক অভিযান নয় বরং এটি এমন এক যুদ্ধ, যার মধ্য দিয়ে মৃত্যু, ধ্বংস ও দুর্দশার বীজ রোপিত হয়েছে।
পোপ আরও বলেন, ‘যুদ্ধে আত্মবলিদানকারী দেশটির জন্য মানবিক সহায়তার প্রয়োজন ক্রমাগত বাড়ছে। যুদ্ধের মানে হলো পাগলামো। দয়া করে থামুন।’
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, পোপের বক্তব্য শুনতে যাঁরা সমবেত হয়েছিলেন, তাঁদের অনেকের হাতে ইউক্রেনের নীল-হলুদ পতাকাসহ বিভিন্ন রঙের পতাকা ছিল। পোপ ফ্রান্সিস ইউক্রেনে অভিযান নিয়ে নিন্দা করার সময় সরাসরি রাশিয়ার নাম উচ্চারণ করেননি। তবে তিনি বারবারই দুই দেশের প্রতি শান্তি প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছেন। মানবিক করিডর স্থাপন ও আলোচনায় ফেরার জন্য আহ্বান জানিয়েছেন।
গত বৃহস্পতিবার নাগাদ জাতিসংঘের শরণার্থী সংস্থার তথ্য অনুযায়ী, ইউক্রেনে রাশিয়ার অভিযান শুরুর পর এ পর্যন্ত ১০ লাখের বেশি ইউক্রেনীয় নাগরিক দেশ ছেড়ে পালিয়েছে। অভিযান শুরুর পর ইতালিতে রুশ দূতাবাস পরিদর্শন করে উদ্বেগ প্রকাশ করেছিলেন পোপ।