বান্দরবান প্রতিনিধি : বান্দরবানে রোয়াংছড়ড়ি উপজেলায় চারজনের লাশ পাওয়া গেছে; যারা ‘গোলাগুলিতে’ নিহত হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
গতকাল রোববার সকালে উপজেলার তারাছা ইউনিয়নে ঘেরাউমুখ এলাকার সাঙ্গু নদীর খালের পাশে চারজনের লাশ পাওয়া যায় বলে জেলার পুলিশ সুপার জেরিন আক্তার জানান। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি। কাদের গুলিতে তারা নিহত হয়েছে, সে বিষয়েও ধারণা দিতে পারেনি পুলিশ।
পুলিশ সুপার বলেন, ‘‘শনিবার রাত ১০টার দিকে রুমা উপজেলার পাইন্দু ইউনিয়নে মংবাতং নামে এলাকায় দুপক্ষের গুলাগুলির খবর আমরা পাই। কিন্তু রোববার সকালে খবর আসে রোয়াংছড়ি উপজেলার তারাছা ইউনিয়নে ঘেরাউমুখ এলাকার সাঙ্গু নদীর পাশে চারজনের লাশ পাওয়া গেছে। দুপক্ষের গুলাগুলিতে ওই চারজনের মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।”
নাম না প্রকাশের শর্তে তারাছা এলাকার এক বাসিন্দা বলেন, “শনিবার দুপুরে তারাছা ইউনিয়নে ২ নম্বর ওয়ার্ডের বুইক্ষ্যংপাড়ায় উনুমং মারমা নামে জেএসএস এর (সন্তু লারমা) এক সক্রিয় কর্মীকে গুলি করে কথিত মগ লিবারেশন পার্টির সদস্যরা। পরে বুইক্ষ্যং পাড়া থেকে তারা লাশটি রুমা উপজেলার পাইন্দু ইউনিয়নের সাঙ্গু নদীর উজানের দিকে ইঞ্জিনচালিত নৌকায় করে লাশ বহন করে নিয়ে যায়।
“বিকালের দিকে জনসংহতি সমিতির কর্মীরা প্রতিরোধ করে পাল্টা হামলা চালায়। এতে ঘটনাস্থলে চারজন নিহত হয়। ধারণা করা হচ্ছে, নিহত চারজনই মগ লিবারেশন পার্টির সদস্য হতে পারে। এরপর রাত হয়ে যাওয়ায় কেউ খবর নেওয়ার সাহস করেনি। রোববার সকালে ঘেরাউমুখ এলাকায় তাদের লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেওয়া হয়।”
এ বিষয়ে জানতে চাইলে পুলিশ সুপার বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তারা ফিরে এলে বিস্তারিত জানা যাবে
বান্দরবানে খালের পাশে গুলিবিদ্ধ ৪ লাশ
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ