বিনোদন ডেস্ক : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে গান প্রকাশ করতে যাচ্ছেন শফিক তুহিন। আবু সায়েম চৌধুরীর কথায় গানটি গাওয়ার পাশাপাশি সুরও করেছেন তুহিন। ৭ মার্চ গানটি প্রকাশ পাবে অনুপম মিউজিক থেকে। এরই মধ্যে তৈরি হয়েছে ভিডিও। তুহিন বলেন, ‘বঙ্গবন্ধু হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি। তাঁর প্রতি শ্রদ্ধা নিবেদন করতেই গানটি তৈরি করেছি। প্রথম কথাগুলো দেখেই আমার খুব পছন্দ হয়েছিল। বলতে গেলে কথার কারণেই সুর করতে সহজ হয়েছে। খুব আবেগ দিয়ে গানটি গেয়েছি। বিশেষ দিনে গানটি প্রকাশ পাবে। আশা করছি, দল-মত-নির্বিশেষে সবাই গানটি পছন্দ করবেন। ’ তুহিন এর আগে শেখ রাসেলকে নিয়ে একটি গান করেছিলেন। তিন বছর আগে ১৫ আগস্ট জাতীয় শোক দিবসে বঙ্গবন্ধুকে নিয়ে তাঁর গাওয়া গান ‘বঙ্গবন্ধু এবং ১৫ আগষ্ট’ প্রকাশ করেন জাজ মাল্টিমিডিয়ার ইউটিউব চ্যানেলে।