ঢাকা ০৩:৪১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫

এবার ‘পাপ’ করবেন ববি-রোশান

  • আপডেট সময় : ০১:৫৩:৫২ অপরাহ্ন, রবিবার, ৬ মার্চ ২০২২
  • ১০১ বার পড়া হয়েছে

বিনোদন প্রতিবেদক : রাজা চন্দ নির্মিত ‘বেপরোয়া’ ছবিতে প্রথমবার জুটি হন ইয়ামিন হক ববি ও জিয়াউল রোশান। ২০১৯ সালে ছবিটি মুক্তি পেয়েছিল। এরপর ইফতেখার চৌধুরীর ‘মুক্তি’ ছবিতে অভিনয় করার কথা ছিল তাঁদের। কিন্তু পরবর্তী সময়ে ছবিটি করেন রাজ রিপা ও আদর আজাদ। অবশেষে তিন বছর পর আবার জুটি হচ্ছেন ববি ও রোশান। সৈকত নাসিরের ‘পাপ’ ছবিতে দেখা যাবে তাঁদের। ১০ মার্চ থেকে ছবিটির শুটিং। সৈকত বলেন, ‘ববি ও রোশান ভালো অভিনয় করেন। আমাকে প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া থেকে ছবিটি পরিচালনা করার প্রস্তাব দেওয়া হয়েছে। গল্পটি ভালো। তা ছাড়া ববি ও রোশান দুজনই আমার প্রিয়। আশা করছি, ভালো একটি ছবি উপহার দিতে পারব।’ ববি বলেন, ‘ছবির গল্পটা থ্রিলারধর্মী। জাজ মাল্টিমিডিয়ার সঙ্গে কাজের অভিজ্ঞতা দারুণ। সৈকত নাসিরও মেধাবী পরিচালক। সব মিলিয়ে ভালো কিছু হবে।’ রোশান বলেন, ‘আমার ক্যারিয়ারের শুরু জাজ মাল্টিমিডিয়ার হাত ধরে। তারা কোনো কাজের প্রস্তাব দিলে চোখ বন্ধ করে রাজি হয়ে যাই। অন্যদিকে সৈকত ভাই আমার অন্যতম প্রিয় পরিচালক। অনেক দিন ধরে ইচ্ছা ছিল তাঁর সঙ্গে কাজ করার। অবশেষে সেই ইচ্ছা পূরণ হচ্ছে।’

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

বার্ন ইউনিটে ৩৩ জন ভর্তি, ৩ জনের অবস্থা সংকটাপন্ন

এবার ‘পাপ’ করবেন ববি-রোশান

আপডেট সময় : ০১:৫৩:৫২ অপরাহ্ন, রবিবার, ৬ মার্চ ২০২২

বিনোদন প্রতিবেদক : রাজা চন্দ নির্মিত ‘বেপরোয়া’ ছবিতে প্রথমবার জুটি হন ইয়ামিন হক ববি ও জিয়াউল রোশান। ২০১৯ সালে ছবিটি মুক্তি পেয়েছিল। এরপর ইফতেখার চৌধুরীর ‘মুক্তি’ ছবিতে অভিনয় করার কথা ছিল তাঁদের। কিন্তু পরবর্তী সময়ে ছবিটি করেন রাজ রিপা ও আদর আজাদ। অবশেষে তিন বছর পর আবার জুটি হচ্ছেন ববি ও রোশান। সৈকত নাসিরের ‘পাপ’ ছবিতে দেখা যাবে তাঁদের। ১০ মার্চ থেকে ছবিটির শুটিং। সৈকত বলেন, ‘ববি ও রোশান ভালো অভিনয় করেন। আমাকে প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া থেকে ছবিটি পরিচালনা করার প্রস্তাব দেওয়া হয়েছে। গল্পটি ভালো। তা ছাড়া ববি ও রোশান দুজনই আমার প্রিয়। আশা করছি, ভালো একটি ছবি উপহার দিতে পারব।’ ববি বলেন, ‘ছবির গল্পটা থ্রিলারধর্মী। জাজ মাল্টিমিডিয়ার সঙ্গে কাজের অভিজ্ঞতা দারুণ। সৈকত নাসিরও মেধাবী পরিচালক। সব মিলিয়ে ভালো কিছু হবে।’ রোশান বলেন, ‘আমার ক্যারিয়ারের শুরু জাজ মাল্টিমিডিয়ার হাত ধরে। তারা কোনো কাজের প্রস্তাব দিলে চোখ বন্ধ করে রাজি হয়ে যাই। অন্যদিকে সৈকত ভাই আমার অন্যতম প্রিয় পরিচালক। অনেক দিন ধরে ইচ্ছা ছিল তাঁর সঙ্গে কাজ করার। অবশেষে সেই ইচ্ছা পূরণ হচ্ছে।’