ঢাকা ০৩:২০ পূর্বাহ্ন, সোমবার, ২৮ জুলাই ২০২৫

এসআই নিয়োগে যুক্ত হলো কম্পিউটার দক্ষতা পরীক্ষা

  • আপডেট সময় : ১২:০৯:০৬ অপরাহ্ন, রবিবার, ৬ মার্চ ২০২২
  • ৯৮ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : প্রযুক্তির উন্নয়ন ও উৎকর্ষের সঙ্গে সঙ্গে অপরাধের ধরন ও কৌশলে এসেছে ব্যাপক পরিবর্তন। দেশের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা আরও সুসংহত করা এবং অপরাধ দমনে প্রযুক্তিগতভাবে সক্ষম ও দক্ষ প্রার্থী নিয়োগের লক্ষ্যে বাংলাদেশ পুলিশের ক্যাডেট উপপরিদর্শক (এসআই, নিরস্ত্র) পদে নিয়োগে এবার প্রথমবারের মতো যুক্ত হয়েছে কম্পিউটার দক্ষতা পরীক্ষা।
গত শনিবার রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলে শুরু হয়েছে এই পরীক্ষা। ২০২১ সালে লিখিত ও মনস্তত্ত্ব পরীক্ষায় উত্তীর্ণ তিন হাজার ৪৩৬ জন কম্পিউটার দক্ষতা পরীক্ষায় অংশ নেবেন। প্রতিদিন ৪৮০ জন করে প্রার্থীর পরীক্ষা নেওয়ার জন্য ৫-৮ ও ১৩-১৫ মার্চ সময়সূচি নির্ধারিত আছে। শুধু কম্পিউটার দক্ষতা পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরাই পরবর্তী সময়ে বুদ্ধিমত্তা ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের যোগ্য বলে বিবেচিত হবেন। ২০৪১ সালের উন্নত বাংলাদেশের উপযোগী পুলিশ বাহিনী গড়ে তোলার লক্ষ্যে এবারই প্রথম পুলিশের কনস্টেবল, এসআই ও সার্জেন্ট পদে নিয়োগবিধিতে পরিবর্তন আনা হয়েছে। ফলে বিশ্বায়নের এ যুগে তথ্যপ্রযুক্তির মৌলিক জ্ঞানচর্চার পাশাপাশি অপরাধ সংশ্লিষ্ট তদন্তকাজে অধিকতর সক্ষম ও কারিগরিভাবে দক্ষ ক্যাডেট এসআই (নিরস্ত্র) পদে প্রার্থী নিয়োগ করা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

এসআই নিয়োগে যুক্ত হলো কম্পিউটার দক্ষতা পরীক্ষা

আপডেট সময় : ১২:০৯:০৬ অপরাহ্ন, রবিবার, ৬ মার্চ ২০২২

নিজস্ব প্রতিবেদক : প্রযুক্তির উন্নয়ন ও উৎকর্ষের সঙ্গে সঙ্গে অপরাধের ধরন ও কৌশলে এসেছে ব্যাপক পরিবর্তন। দেশের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা আরও সুসংহত করা এবং অপরাধ দমনে প্রযুক্তিগতভাবে সক্ষম ও দক্ষ প্রার্থী নিয়োগের লক্ষ্যে বাংলাদেশ পুলিশের ক্যাডেট উপপরিদর্শক (এসআই, নিরস্ত্র) পদে নিয়োগে এবার প্রথমবারের মতো যুক্ত হয়েছে কম্পিউটার দক্ষতা পরীক্ষা।
গত শনিবার রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলে শুরু হয়েছে এই পরীক্ষা। ২০২১ সালে লিখিত ও মনস্তত্ত্ব পরীক্ষায় উত্তীর্ণ তিন হাজার ৪৩৬ জন কম্পিউটার দক্ষতা পরীক্ষায় অংশ নেবেন। প্রতিদিন ৪৮০ জন করে প্রার্থীর পরীক্ষা নেওয়ার জন্য ৫-৮ ও ১৩-১৫ মার্চ সময়সূচি নির্ধারিত আছে। শুধু কম্পিউটার দক্ষতা পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরাই পরবর্তী সময়ে বুদ্ধিমত্তা ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের যোগ্য বলে বিবেচিত হবেন। ২০৪১ সালের উন্নত বাংলাদেশের উপযোগী পুলিশ বাহিনী গড়ে তোলার লক্ষ্যে এবারই প্রথম পুলিশের কনস্টেবল, এসআই ও সার্জেন্ট পদে নিয়োগবিধিতে পরিবর্তন আনা হয়েছে। ফলে বিশ্বায়নের এ যুগে তথ্যপ্রযুক্তির মৌলিক জ্ঞানচর্চার পাশাপাশি অপরাধ সংশ্লিষ্ট তদন্তকাজে অধিকতর সক্ষম ও কারিগরিভাবে দক্ষ ক্যাডেট এসআই (নিরস্ত্র) পদে প্রার্থী নিয়োগ করা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।