নিজস্ব প্রতিবেদক : দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) আরও একটি নতুন ট্রেক অ্যাসুরেন্ট সিকিউরিটিজ অ্যান্ড ম্যানেজম্যান্ট লিমিটেড শেয়ার ক্রয়-বিক্রয় শুরু করেছে। বুধবার থেকে প্রতিষ্ঠানটি বাণিজ্যিক কার্যক্রম শুরু করে। সর্বোচ্চ সেবা দিয়ে গ্রাহকদের আস্থা অর্জন করতে চায় প্রতিষ্ঠানটি। অবস্থান করে নিতে চায় ডিএসইর শীর্ষ প্রতিষ্ঠানগুলোর মধ্যে। এমন আশার কথা জানিয়েছে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান অধ্যাপক আবু তালেব। বুধবার মতিঝিল আমিন কোর্ট ভবনে অ্যাসুরেন্ট সিকিউরিটিজের চেয়ারম্যান অধ্যাপক আবু তালেব ফিতা কেটে প্রতিষ্ঠানটির আনুষ্ঠানিক যাত্রার উদ্বোধন করেন। অনুষ্ঠানে আরও উপস্তি ছিলেন প্রতিষ্ঠানটিকর কর্ণধার পঙ্কজ রায়, নির্বাহি পরিচালক ইশতিয়াক আহমেদ নাসির এবং ক্যাপিটাল মার্কেট স্ট্যাবিলাইজেশন ফান্ডের (সিএমএসএফ) প্রধান পরিচালন কর্মকর্তা (সিওও) মনোয়ার হোসেন।
প্রতিষ্ঠানটির চেয়ারম্যান বলেন, সাম্প্রতিক সময়ে বাংলাদেশ সিকিউরিটিজ এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ৫৮ টি কোম্পানিকে ব্রোকারেজ হাউজ পরিচালনার জন্য ট্রেডিং রাইট এনটাইটেলমেন্ট সার্টিফিকেটের (ট্রেক) অনুমোদন দিয়েছে। এসব লাইসেন্স প্রাপ্ত প্রতিষ্ঠানগুলোর মধ্যে অ্যাসুরেন্ট সিকিউরিটিজ অ্যান্ড ম্যানেজম্যান্ট লিমিটেড অন্যতম। আমরা এই প্রতিষ্ঠানটিকে বাজারের শীর্ষ স্থানে তুলে আনতে কাজ করে যাবো। প্রতিষ্ঠানটির কর্ণধার পঙ্কজ রায় বলেন, বিনিয়োগকারীদের সকল প্রকার সুরক্ষাই আমাদের প্রধান লক্ষ। আমরা গ্রাহকের সুবিধা দিয়েই মন জয় করব। আর গ্রাহকের মন জয় করতে পারলেই আমরা শীর্ষে উঠে আসতে পারব। সেই লক্ষেই কাজ করে যাবে অ্যাসুরেন্ট সিকিউরিটিজ অ্যান্ড ম্যানেজম্যান্ট লিমিটেড। সর্বশেষ বিএসইসির অনুমোদিত ৫৮টি ট্রেকের মধ্যে এ্যাসুরেন্ট সিকিউরিটিজ অ্যান্ড ম্যানেজম্যান্ট লিমিটেড একটি। প্রতিষ্ঠানটির ট্রেক নাম্বার ২৯৬।
অ্যাসুরেন্ট সিকিউরিটিজের যাত্রা
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ