নিজস্ব প্রতিবেদক : অর্থ আত্মসাতের অভিযোগে ঢাকা স্টক এক্সচেঞ্জর (ডিএসই) সদস্যভুক্ত তিনটি ব্রোকারেজ হাউজের লেনদেন স্থগিত করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। ব্রোকারেজ হাউজগুলো হলো- তামহা সিকিউরিটিজ, বানকো সিকিউরিটিজ ও ক্রেস্ট সিকিউরিটিজ। বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষার্থে তামহা সিকিউরিটিজ, ব্যাংকো সিকিউরিটিজ ও ক্রেস্ট সিকিউরিটিজের লেনদেন এবং ডিপি অপারেশন স্থগিত করা হয়েছে। যেসব বিনিয়োগকারী লিঙ্ক বিও অ্যাকাউন্টের মাধ্যমে অন্য হাউজে শেয়ার হস্তান্তর করতে চান তারা সঠিকভাবে ডিপিএ৬ রিপোর্ট (সিডিবিএল থেকে সংগৃহীত) এবং সিডিবিএল’র ফর্ম ১৬-১ এবং ১৬-২ এর আসল কপি জমা দেওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে। এছাড়াও অর্থ বা শেয়ার বা উভয়ই আত্মসাতের ক্ষেত্রে সংশ্লিষ্ট গ্রাহকদের ১৫ মে ২০২২ এর মধ্যে অভিযোগ জমা দেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে। ওই তারিখের পর কোনো দাবি গ্রহণ করা হবে না বলে ডিএসই প্রকাশ করেছে। আর যে সমস্ত বিনিয়োগকারী ইতোমধ্যে দাবি জমা দিয়েছেন, তাদের পুনরায় আবেদন করার প্রয়োজন নেই বলে জানিয়েছে ডিএসই। যে কোনো প্রয়োজনে ডিএসই’র অভিযোগ, আরবিট্রেশন এবং লিটিগেশন বিভাগের সঙ্গে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে।