এই যে জীবনকে নিয়ে মানুষ মেতে আছে
এত কসরতে, বোধ করে এতো বিপন্নতা,
মানুষ কি আসলে তা জানে, এর কী বা মানে,
কোথা এর রহস্যময়তা?
জীবনের গতিতে মানুষ এই যে ঘোরের মাঝে
জীবনকে চালিয়ে যায়,
সে কি জানে কোথা তার গন্তব্য,
ছুটছে সে কোন ঠিকানায়?
সব যদি জানা হয়ে যায়,
তবে আর রহস্যের মূল্য কি থাকে!
তাইতো জীবন-নদী মিলে না মোহনায়
সে কেবল চলে বাঁকে বাঁকে।
জীবন-নদী
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ