ঢাকা ০২:৪০ অপরাহ্ন, শনিবার, ১৯ জুলাই ২০২৫

ভোটাধিকার রক্ষার অঙ্গীকার শুধু বুলি নয়: সিইসি

  • আপডেট সময় : ০২:১৪:৪৮ অপরাহ্ন, বুধবার, ২ মার্চ ২০২২
  • ১০৭ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, ভোটাধিকার রক্ষার অঙ্গীকার শুধু একটি বুলি নয়। এটি অন্তরে লালন করতে হবে। সফলতা না–ও আসতে পারে কিন্তু এই অঙ্গীকার রক্ষার চেষ্টা করতে হবে।
গতকাল বুধবার বিকেলে জাতীয় ভোটার দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সিইসি এসব কথা বলেন। রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের মিলনায়তনে ওই আলোচনা সভার আয়োজন করে নির্বাচন কমিশন (ইসি)। এ বছর দিবসটির প্রতিপাদ্য ‘মুজিব বর্ষের অঙ্গীকার, রক্ষা করব ভোটাধিকার’।
সিইসি বলেন, ‘কমিশন একটা অঙ্গীকার করে ফেলেছে। কোনো অঙ্গীকার করতে নেই। যদি করা হয়, সে অঙ্গীকার অন্তরে ধারণ করতে হয়। পালন করতে হয়। না হলে আমরা মিথ্যাচার করব। চেষ্টা অন্তত করতে হবে, সফল না–ও হতে পারি। কিন্তু গণমানুষের যে ভোটাধিকার ,সেটা বাস্তবায়নের সাংবিধানিক দায়িত্ব আমাদের পালন করতে হবে।’
সিইসি বলেন, ভোটাররা ভোটাধিকার প্রয়োগ করতে গিয়ে বাধাবিপত্তির মুখোমুখি হতে পারেন। সে ক্ষেত্রে কমিশনের পক্ষ থেকে তাদের প্রতি প্রতিশ্রুতি আছে এবং থাকতে হবে যে ইসি তাদের পাশে দাঁড়াবে, যাতে মুক্তভাবে, স্বাধীনভাবে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন। সিইসি আরও বলেন, এই অঙ্গীকার সব সময়ের জন্য। এটা অন্তরে লালন করতে হবে। ভোটারদেরও এই চেতনা বহন করতে হবে যে ভোটাধিকার শুধু একটি অধিকার নয়, এটি গুরুত্বপূর্ণ দায়িত্ব। ইসির কর্মকর্তাদের উদ্দেশে সিইসি হাবিবুল আউয়াল বলেন, ‘জনগণের যে পারসেপশন, সেটা সাংবাদিক বন্ধুরা লিখতেই থাকবেন। তাঁদের আমরা বাধা দিতে পারব না। দেখাতে হবে যে আমরা আমাদের দায়িত্ব সম্পর্কে অন্তত চেষ্টা করেছি। আমরা যদি কোনো অপকর্মের সঙ্গে সংযুক্ত হয়ে যাই, তাহলে তা প্রচ- রকম দুর্নীতি হবে। যেটা ক্ষমার অযোগ্য।’
অন্যদের মধ্যে নির্বাচন কমিশনার আহসান হাবীব খান, রাশিদা সুলতানা, মো. আলমগীর ও আনিছুর রহমান বক্তব্য দেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসি সচিব হুমায়ুন কবীর খোন্দকার। এর আগে সকালে দিবসটি উপলক্ষে সিইসির নেতৃত্বে শোভাযাত্রা বের করা হয়।
মোট ভোটার ১১ কোটি ৩২ লাখের বেশি : জাতীয় ভোটার দিবসে ভোটার তালিকার হালনাগাদ তথ্য প্রকাশ করে ইসি। গত এক বছরে তালিকায় যুক্ত হয়েছেন ১৫ লাখ ৬৬ হাজার ৩৪১ জন নতুন ভোটার। এ বছর ভোটার বৃদ্ধির হার ১ দশমিক ৪০ শতাংশ। এখন দেশে মোট ভোটার ১১ কোটি ৩২ লাখ ৮৭ হাজার ১০ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৫ কোটি ৭৬ লাখ ৮৯ হাজার ৫২৯ জন, আর নারী ভোটার ৫ কোটি ৫৫ লাখ ৯৭ হাজার ২৭ জন। হিজড়া পরিচয়ে ভোটার আছেন ৪৫৪ জন।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

ভোটাধিকার রক্ষার অঙ্গীকার শুধু বুলি নয়: সিইসি

আপডেট সময় : ০২:১৪:৪৮ অপরাহ্ন, বুধবার, ২ মার্চ ২০২২

নিজস্ব প্রতিবেদক : প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, ভোটাধিকার রক্ষার অঙ্গীকার শুধু একটি বুলি নয়। এটি অন্তরে লালন করতে হবে। সফলতা না–ও আসতে পারে কিন্তু এই অঙ্গীকার রক্ষার চেষ্টা করতে হবে।
গতকাল বুধবার বিকেলে জাতীয় ভোটার দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সিইসি এসব কথা বলেন। রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের মিলনায়তনে ওই আলোচনা সভার আয়োজন করে নির্বাচন কমিশন (ইসি)। এ বছর দিবসটির প্রতিপাদ্য ‘মুজিব বর্ষের অঙ্গীকার, রক্ষা করব ভোটাধিকার’।
সিইসি বলেন, ‘কমিশন একটা অঙ্গীকার করে ফেলেছে। কোনো অঙ্গীকার করতে নেই। যদি করা হয়, সে অঙ্গীকার অন্তরে ধারণ করতে হয়। পালন করতে হয়। না হলে আমরা মিথ্যাচার করব। চেষ্টা অন্তত করতে হবে, সফল না–ও হতে পারি। কিন্তু গণমানুষের যে ভোটাধিকার ,সেটা বাস্তবায়নের সাংবিধানিক দায়িত্ব আমাদের পালন করতে হবে।’
সিইসি বলেন, ভোটাররা ভোটাধিকার প্রয়োগ করতে গিয়ে বাধাবিপত্তির মুখোমুখি হতে পারেন। সে ক্ষেত্রে কমিশনের পক্ষ থেকে তাদের প্রতি প্রতিশ্রুতি আছে এবং থাকতে হবে যে ইসি তাদের পাশে দাঁড়াবে, যাতে মুক্তভাবে, স্বাধীনভাবে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন। সিইসি আরও বলেন, এই অঙ্গীকার সব সময়ের জন্য। এটা অন্তরে লালন করতে হবে। ভোটারদেরও এই চেতনা বহন করতে হবে যে ভোটাধিকার শুধু একটি অধিকার নয়, এটি গুরুত্বপূর্ণ দায়িত্ব। ইসির কর্মকর্তাদের উদ্দেশে সিইসি হাবিবুল আউয়াল বলেন, ‘জনগণের যে পারসেপশন, সেটা সাংবাদিক বন্ধুরা লিখতেই থাকবেন। তাঁদের আমরা বাধা দিতে পারব না। দেখাতে হবে যে আমরা আমাদের দায়িত্ব সম্পর্কে অন্তত চেষ্টা করেছি। আমরা যদি কোনো অপকর্মের সঙ্গে সংযুক্ত হয়ে যাই, তাহলে তা প্রচ- রকম দুর্নীতি হবে। যেটা ক্ষমার অযোগ্য।’
অন্যদের মধ্যে নির্বাচন কমিশনার আহসান হাবীব খান, রাশিদা সুলতানা, মো. আলমগীর ও আনিছুর রহমান বক্তব্য দেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসি সচিব হুমায়ুন কবীর খোন্দকার। এর আগে সকালে দিবসটি উপলক্ষে সিইসির নেতৃত্বে শোভাযাত্রা বের করা হয়।
মোট ভোটার ১১ কোটি ৩২ লাখের বেশি : জাতীয় ভোটার দিবসে ভোটার তালিকার হালনাগাদ তথ্য প্রকাশ করে ইসি। গত এক বছরে তালিকায় যুক্ত হয়েছেন ১৫ লাখ ৬৬ হাজার ৩৪১ জন নতুন ভোটার। এ বছর ভোটার বৃদ্ধির হার ১ দশমিক ৪০ শতাংশ। এখন দেশে মোট ভোটার ১১ কোটি ৩২ লাখ ৮৭ হাজার ১০ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৫ কোটি ৭৬ লাখ ৮৯ হাজার ৫২৯ জন, আর নারী ভোটার ৫ কোটি ৫৫ লাখ ৯৭ হাজার ২৭ জন। হিজড়া পরিচয়ে ভোটার আছেন ৪৫৪ জন।