আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়ার মস্কোতে ইউক্রেনীয় দূতাবাস থেকে ইউক্রেনের পতাকা নামিয়ে ফেলা হয়েছে। রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা আরআইএ এখবর জানিয়েছে। আরআইএ জানায়, ভবনটিতে ইউক্রেনের দূতাবাস হিসেবে যে চিহ্ন ছিল সেগুলোও অপসারণ করা হয়েছে। ভবনের দরজা সিলগালা করা হয়েছে। ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে রুশ হামলার পর রাশিয়ার সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে ইউক্রেন। কূটনৈতিক সম্পর্ক না থাকলেও বেলারুশের মধ্যস্থতায় রাশিয়ার সঙ্গে এক দফা আলোচনায় বসেছে ইউক্রেন। কোনও সমাধান না আসলেও আরেকবার বৈঠকের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল প্রথম দফার আলোচনায়।