ঢাকা ০৫:০৫ পূর্বাহ্ন, রবিবার, ২৫ মে ২০২৫

সরকারের বিদায় ঘণ্টা বেজে গেছে: রুমিন ফারহানা

  • আপডেট সময় : ০১:২১:২৮ অপরাহ্ন, বুধবার, ২ মার্চ ২০২২
  • ৭৪ বার পড়া হয়েছে

জামালপুর প্রতিনিধি : সরকারের বিদায় ঘণ্টা বেজে গেছে মন্তব্য করে বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সহ-সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, আওয়ামী লীগ নেতারা বলেন, বিএনপি নাকি আন্দোলন করতে পারে না। বন্দুকের নল ও পুলিশ প্রশাসন সরিয়ে দিয়ে দেখেন আন্দোলন কাকে বলে।
গতকাল বুধবার দুপুরে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নিত্যপ্রয়োজনীয় পণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে জামালপুরে বিক্ষোভ সমাবেশে প্রধান বক্তার বক্তব্যে তিনি এ কথা বলেন। আওয়ামী লীগ নেতাদের উদ্দেশ্যে রুমিন ফারহানা বলেন, বিএনপি আন্দোলন করতে পারে কিনা এসে দেখে যান। বিএনপি আওয়ামী লীগের মতো লগি-বৈঠা দিয়ে মানুষ হত্যা করে না, গান পাউডার দিয়ে মানুষ মারতে পারে না। আওয়ামী লীগ ১৩ বছরে মামলা হামলা দিয়ে নির্যাতন করেও বিএনপির মনোবল ভাঙতে পারেনি। শহরের স্টেশন রোডে দলীয় কার্যালয়ের সামনে আয়োজিত বিক্ষোভ সমাবেশে জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবির তালুকদার শামীম সভাপতিত্ব করেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলে বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স। জেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহ মো. ওয়ারেছ আলী মামুন, মুস্তাফিজুর রহমান বাবুল, আবুল কালাম আজাদ, লিয়াকত আলী, শফিউর রহমান শফি ও অ্যাডভোকেট মন্জুর কাদেও বাবুল খান প্রমুখ বক্তব্য রাখেন। এ সময় বক্তারা সরকারের দুর্নীতি ও ব্যর্থতায় চাল, ডাল, তেল ও গ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের অস্বাভাবিক মূল্য বৃদ্ধির প্রতিবাদ জানিয়ে টিসিবির মাধ্যমে সহনীয় মূল্যে সর্বস্তরের জনসাধারণের মাঝে পণ্য সরবরাহের দাবি জানান।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

সরকারের বিদায় ঘণ্টা বেজে গেছে: রুমিন ফারহানা

আপডেট সময় : ০১:২১:২৮ অপরাহ্ন, বুধবার, ২ মার্চ ২০২২

জামালপুর প্রতিনিধি : সরকারের বিদায় ঘণ্টা বেজে গেছে মন্তব্য করে বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সহ-সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, আওয়ামী লীগ নেতারা বলেন, বিএনপি নাকি আন্দোলন করতে পারে না। বন্দুকের নল ও পুলিশ প্রশাসন সরিয়ে দিয়ে দেখেন আন্দোলন কাকে বলে।
গতকাল বুধবার দুপুরে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নিত্যপ্রয়োজনীয় পণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে জামালপুরে বিক্ষোভ সমাবেশে প্রধান বক্তার বক্তব্যে তিনি এ কথা বলেন। আওয়ামী লীগ নেতাদের উদ্দেশ্যে রুমিন ফারহানা বলেন, বিএনপি আন্দোলন করতে পারে কিনা এসে দেখে যান। বিএনপি আওয়ামী লীগের মতো লগি-বৈঠা দিয়ে মানুষ হত্যা করে না, গান পাউডার দিয়ে মানুষ মারতে পারে না। আওয়ামী লীগ ১৩ বছরে মামলা হামলা দিয়ে নির্যাতন করেও বিএনপির মনোবল ভাঙতে পারেনি। শহরের স্টেশন রোডে দলীয় কার্যালয়ের সামনে আয়োজিত বিক্ষোভ সমাবেশে জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবির তালুকদার শামীম সভাপতিত্ব করেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলে বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স। জেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহ মো. ওয়ারেছ আলী মামুন, মুস্তাফিজুর রহমান বাবুল, আবুল কালাম আজাদ, লিয়াকত আলী, শফিউর রহমান শফি ও অ্যাডভোকেট মন্জুর কাদেও বাবুল খান প্রমুখ বক্তব্য রাখেন। এ সময় বক্তারা সরকারের দুর্নীতি ও ব্যর্থতায় চাল, ডাল, তেল ও গ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের অস্বাভাবিক মূল্য বৃদ্ধির প্রতিবাদ জানিয়ে টিসিবির মাধ্যমে সহনীয় মূল্যে সর্বস্তরের জনসাধারণের মাঝে পণ্য সরবরাহের দাবি জানান।