ঢাকা ০৮:১৬ অপরাহ্ন, রবিবার, ০৯ নভেম্বর ২০২৫

ঢাকা প্রিমিয়ার লিগ অনলাইনেও করা যাবে দলবদল

  • আপডেট সময় : ০৮:৪৮:১৬ পূর্বাহ্ন, বুধবার, ২ মার্চ ২০২২
  • ১৪৫ বার পড়া হয়েছে

ক্রীড়া প্রতিবেদক : ঢাকা প্রিমিয়ার লিগের দলবদল মানেই ক্রীড়াঙ্গনে উৎসব। সেটা ক্রিকেট, ফুটবল কিংবা হকিৃ। দল বদলকে ঘিরে তৈরি হয় উন্মাদনা।
সময় গড়ানোর সঙ্গে সঙ্গে সে উৎসব হারিয়ে গেছে। ফুটবলে তাও কিছুটা আমেজ চোখে পড়ে। কিন্তু ক্রিকেটে দলবদল বলতে নেই কিছু। খেলোয়াড় ড্রাফট আসার পর লটারিভাগ্যে দল সাজায় ক্লাবগুলো। তবে, এবার ঢাকা প্রিমিয়ার লিগে নেই খেলেয়াড় ড্রাফট। উন্মুক্তভাবে দল বদল করার সুযোগ আছে।
বুধ ও বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বিকেল ৬টা পর্যন্ত ১২টি ক্লাবের দলবদল হবে। প্রথমবারের মতো অনলাইনেও দলবদল করা যাবে। স্বশরীরে উপস্থিত থেকে দলবদল করার সুযোগ তো থাকছেই।
অনলাইনে এবার দলবদল করতেই হতো। কারণ, জাতীয় দল ও বাংলা টাইগার্সের ক্রিকেটাররা ব্যস্ত নিজেদের নিয়ে। জাতীয় দল আফগানিস্তান সিরিজে এবং বাংলা টাইগার্স বগুড়ায় প্রস্তুতিতে ঘাম ঝরাচ্ছে। তাদের দলবদল হবে অনলাইনে। এছাড়া, যে যার সুবিধামতো অনলাইন কিংবা সিসিডিএমের অফিসে গিয়ে দলবদলের কাজ সারবে।
সিসিডিএম সদস্য সচিব আলী হোসেন বলেছেন, ‘এবারের প্রিমিয়ার ক্রিকেটের আগে প্রথম ও দ্বিতীয় বিভাগের দলবদলেও ছিল অনলাইন ট্রান্সফার ও রেজিস্ট্রেশন। তাই, আমরা প্রিমিয়ার লিগের দলবদলেও অনলাইন সিস্টেম চালু রাখছি। এতে ক্রিকেটারদের সুবিধা হচ্ছে। শুধু দলবদলের জন্য কারো ঝামেলা পোহাতে হচ্ছে না।’
জাতীয় দলের সব ক্রিকেটারের দলই চূড়ান্ত। সবচেয়ে হাইপ্রোফাইল দল সাজিয়েছে মোহামেডান। সাকিব ও তাসকিনকে রিটেইন করার পাশাপাশি মুশফিক, মাহমুদউল্লাহ, সৌম্য, মিরাজকে দলে ভিড়িয়েছে ঐতিহ্যবাহী দলটি। প্রাইম ব্যাংকের হয়ে খেলবেন মোস্তাফিজুর রহমান ও তামিম ইকবাল। মাশরাফি বিন মুর্তজাকে দলে নিয়েছে লিজেন্ডস অব রূপগঞ্জ। লিটনকে দলে ভিড়িয়েছে আবাহনী।
প্রিমিয়ার লিগে আগে দুজন করে বিদেশি খেলোয়াড় খেলানো যেত। বিরতির পর এ বছর থেকে আবার বিদেশি ক্রিকেটার খেলানোর অনুমতি দিয়েছে সিসিডিএম। ম্যাচে খেলতে পারবে একজন করে বিদেশি।
সিসিডিএমের চেয়ারম্যান সালাহউদ্দিন চৌধুরী বলেছেন, ‘১৪ মার্চ ট্রফি উন্মোচন করব আমরা এখানে (মিরপুরে)। ট্রফিটা উন্মোচনের পর ১৫ তারিখ টুর্নামেন্ট শুরু হবে।’

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

ঢাকা প্রিমিয়ার লিগ অনলাইনেও করা যাবে দলবদল

আপডেট সময় : ০৮:৪৮:১৬ পূর্বাহ্ন, বুধবার, ২ মার্চ ২০২২

ক্রীড়া প্রতিবেদক : ঢাকা প্রিমিয়ার লিগের দলবদল মানেই ক্রীড়াঙ্গনে উৎসব। সেটা ক্রিকেট, ফুটবল কিংবা হকিৃ। দল বদলকে ঘিরে তৈরি হয় উন্মাদনা।
সময় গড়ানোর সঙ্গে সঙ্গে সে উৎসব হারিয়ে গেছে। ফুটবলে তাও কিছুটা আমেজ চোখে পড়ে। কিন্তু ক্রিকেটে দলবদল বলতে নেই কিছু। খেলোয়াড় ড্রাফট আসার পর লটারিভাগ্যে দল সাজায় ক্লাবগুলো। তবে, এবার ঢাকা প্রিমিয়ার লিগে নেই খেলেয়াড় ড্রাফট। উন্মুক্তভাবে দল বদল করার সুযোগ আছে।
বুধ ও বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বিকেল ৬টা পর্যন্ত ১২টি ক্লাবের দলবদল হবে। প্রথমবারের মতো অনলাইনেও দলবদল করা যাবে। স্বশরীরে উপস্থিত থেকে দলবদল করার সুযোগ তো থাকছেই।
অনলাইনে এবার দলবদল করতেই হতো। কারণ, জাতীয় দল ও বাংলা টাইগার্সের ক্রিকেটাররা ব্যস্ত নিজেদের নিয়ে। জাতীয় দল আফগানিস্তান সিরিজে এবং বাংলা টাইগার্স বগুড়ায় প্রস্তুতিতে ঘাম ঝরাচ্ছে। তাদের দলবদল হবে অনলাইনে। এছাড়া, যে যার সুবিধামতো অনলাইন কিংবা সিসিডিএমের অফিসে গিয়ে দলবদলের কাজ সারবে।
সিসিডিএম সদস্য সচিব আলী হোসেন বলেছেন, ‘এবারের প্রিমিয়ার ক্রিকেটের আগে প্রথম ও দ্বিতীয় বিভাগের দলবদলেও ছিল অনলাইন ট্রান্সফার ও রেজিস্ট্রেশন। তাই, আমরা প্রিমিয়ার লিগের দলবদলেও অনলাইন সিস্টেম চালু রাখছি। এতে ক্রিকেটারদের সুবিধা হচ্ছে। শুধু দলবদলের জন্য কারো ঝামেলা পোহাতে হচ্ছে না।’
জাতীয় দলের সব ক্রিকেটারের দলই চূড়ান্ত। সবচেয়ে হাইপ্রোফাইল দল সাজিয়েছে মোহামেডান। সাকিব ও তাসকিনকে রিটেইন করার পাশাপাশি মুশফিক, মাহমুদউল্লাহ, সৌম্য, মিরাজকে দলে ভিড়িয়েছে ঐতিহ্যবাহী দলটি। প্রাইম ব্যাংকের হয়ে খেলবেন মোস্তাফিজুর রহমান ও তামিম ইকবাল। মাশরাফি বিন মুর্তজাকে দলে নিয়েছে লিজেন্ডস অব রূপগঞ্জ। লিটনকে দলে ভিড়িয়েছে আবাহনী।
প্রিমিয়ার লিগে আগে দুজন করে বিদেশি খেলোয়াড় খেলানো যেত। বিরতির পর এ বছর থেকে আবার বিদেশি ক্রিকেটার খেলানোর অনুমতি দিয়েছে সিসিডিএম। ম্যাচে খেলতে পারবে একজন করে বিদেশি।
সিসিডিএমের চেয়ারম্যান সালাহউদ্দিন চৌধুরী বলেছেন, ‘১৪ মার্চ ট্রফি উন্মোচন করব আমরা এখানে (মিরপুরে)। ট্রফিটা উন্মোচনের পর ১৫ তারিখ টুর্নামেন্ট শুরু হবে।’