ঢাকা ১২:৩৮ পূর্বাহ্ন, শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

৬ ভাই নিহতের মামলায় পিকআপ মালিক গ্রেপ্তার

  • আপডেট সময় : ১২:৫১:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১ মার্চ ২০২২
  • ৮২ বার পড়া হয়েছে

কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজারের চকরিয়ার মালুমঘাটে সড়ক দুর্ঘটনায় ৬ ভাই নিহতের মামলায় পিকআপ ভ্যানের মালিক মাহমুদুল করিমকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। মামলাটি করেন নিহতদের ছোট ভাই প্লাবন সুশীল।
গতকাল মঙ্গলবার দুপুরে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন পিবিআই কক্সবাজারের বিশেষ পুলিশ সুপার সারোয়ার আলম। এ দিন দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
গত ১৬ ফেব্রুয়ারি চকরিয়ার জ্যেষ্ঠ বিচারিক হাকিম রাজীব কুমার দে মামলাটি পিবিআই-কে তদন্তের আদেশ দেন। এরপর পিবিআই মামলার নথি পেয়ে তদন্তে নামে। বিশেষ পুলিশ সুপার সারোয়ার আলম জানান, পিকআপ মালিক মাহমুদুল করিমকে চকরিয়া থেকে গ্রেপ্তার করা হয়েছে। পরে আদালতের নির্দেশে তাকে কারাগারে পাঠানো হয়। গত ৮ ফেব্রুয়ারি ভোরে বাবার শ্রাদ্ধ অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার পথে পিকআপ চাপায় ৫ ভাই ঘটনাস্থলে মারা যায়। এর কয়েকদিন পর আহত আরেক ভাই রক্তিমও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। দুর্ঘটনার পর তাদের ছোট ভাই প্লাবন সুশীল চকরিয়া থানায় চালকসহ অজ্ঞাতদের আসামি করে হত্যা মামলা করেন।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

৬ ভাই নিহতের মামলায় পিকআপ মালিক গ্রেপ্তার

আপডেট সময় : ১২:৫১:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১ মার্চ ২০২২

কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজারের চকরিয়ার মালুমঘাটে সড়ক দুর্ঘটনায় ৬ ভাই নিহতের মামলায় পিকআপ ভ্যানের মালিক মাহমুদুল করিমকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। মামলাটি করেন নিহতদের ছোট ভাই প্লাবন সুশীল।
গতকাল মঙ্গলবার দুপুরে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন পিবিআই কক্সবাজারের বিশেষ পুলিশ সুপার সারোয়ার আলম। এ দিন দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
গত ১৬ ফেব্রুয়ারি চকরিয়ার জ্যেষ্ঠ বিচারিক হাকিম রাজীব কুমার দে মামলাটি পিবিআই-কে তদন্তের আদেশ দেন। এরপর পিবিআই মামলার নথি পেয়ে তদন্তে নামে। বিশেষ পুলিশ সুপার সারোয়ার আলম জানান, পিকআপ মালিক মাহমুদুল করিমকে চকরিয়া থেকে গ্রেপ্তার করা হয়েছে। পরে আদালতের নির্দেশে তাকে কারাগারে পাঠানো হয়। গত ৮ ফেব্রুয়ারি ভোরে বাবার শ্রাদ্ধ অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার পথে পিকআপ চাপায় ৫ ভাই ঘটনাস্থলে মারা যায়। এর কয়েকদিন পর আহত আরেক ভাই রক্তিমও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। দুর্ঘটনার পর তাদের ছোট ভাই প্লাবন সুশীল চকরিয়া থানায় চালকসহ অজ্ঞাতদের আসামি করে হত্যা মামলা করেন।