ক্যাম্পাস ক্যারিয়ার ডেস্ক : পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) ইউনিভার্সিটি স্কয়ার পুনরায় স্থাপনে নেই দৃশ্যমান কোনো উদ্যোগ। ২০২১ সালের মার্চে পায়রা লেবুখালি সেতুর সম্প্রসারণের সময় সেতু নির্মাণকারী প্রতিষ্ঠান ইউনিভার্সিটি স্কয়ারটি ভেঙে ফেলে। শিক্ষার্থীদের দাবি, কোনো শর্ত ছাড়াই দ্রুত নির্মাণ করা হোক স্থাপনাটি।
পবিপ্রবি সূত্রে জানা যায়, ২০০৫ সালে বিমানবাহিনী অকেজো এফ-৬ বিমানটি পবিপ্রবি কর্তৃপক্ষকে উপহার হিসেবে দেয়। সেটি বরিশাল-কুয়াকাটা মহাসড়কের পাগলার মোড় এলাকায় বিশ্ববিদ্যালয়ের দিক নির্দেশক হিসেবে স্থাপন করা হয়। এই মোড় থেকে পবিপ্রবি মূল ক্যাম্পাস পাঁচ কিলোমিটার পূর্ব দিকে অবস্থিত। বিমানটি স্থাপনের পর এই মোড়ের নাম দেওয়া হয় ইউনিভার্সিটি স্কয়ার।
দৃষ্টিনন্দন এই স্কয়ারটি সেতু নির্মাণকারী প্রতিষ্ঠান বুলডোজার দিয়ে গুড়িয়ে দেয়। সেসময় এ ঘটনার জন্য বিশ্ববিদ্যালয় এবং সেতু কর্তৃপক্ষ পাল্টাপাল্টিভাবে একে-অন্যকে দোষারোপ করে। এতে শিক্ষার্থীরা ক্ষুব্ধ হয়। শিক্ষার্থীদের দাবি, এই ইউনিভার্সিটি স্কয়ার তাদের আবেগ ও অনুভূতির জায়গা। যুদ্ধ বিমানটি পূর্বের স্থানে সংরক্ষণ করতে সেসময় মানববন্ধন করে স্মারকলিপিও জমা দেওয়া হয়। এরপর বাংলাদেশ বিমানবাহিনীর একটি টিম বিমানটিকে বিশ্ববিদ্যালয়ে নিয়ে রাখে।
শিক্ষার্থীরা আশা করছিলেন সেতু নির্মাণ কাজ শেষ হলে স্কয়ারটি পুনরায় স্থাপন করা হবে। কিন্তু ২৬ ফেব্রুয়ারি পায়রা সেতু ও অ্যাপ্রোচ রোডের কাজ সমাপ্তি ঘোষণা দিয়ে যাবতীয় কাজ হস্তান্তর করা হয়েছে। ইউনিভার্সিটি স্কয়ারের পুনরায় স্থাপনে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের দৃশ্যমান কোনো উদ্যোগ না নেওয়ায় শিক্ষার্থীরা সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্নভাবে ক্ষোভ জানিয়েছেন।
শিক্ষার্থী ইশরাক বিশাল ফেসবুকে লিখেছেন, ‘আমাদের ইউনিভার্সিটি স্কয়ার চাই। এবিষয়ে প্রশাসনের দৃঢ় অবস্থান ও কার্যকরী উদ্যোগ কামনা করি।’
বিবিএ ১৫-১৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মোহাম্মদ মহসিন বলেন, ‘ইউনিভার্সিটি স্কয়ারটি আমাদের আবেগ, অনুভূতির জায়গা এবং বিশ্ববিদ্যালয়ের দিকনির্দেশক। দূর-দূরান্ত থেকে আগত নবীন শিক্ষার্থীরা হয়রানি থেকে মুক্তি পায়, স্কয়ারটি পুনরায় স্থাপনের জোর দাবি জানাই।’
এবিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. সন্তোষ কুমার বসু বলেন, ‘আগামীকাল (২ মার্চ) সকাল ১১টায় মিটিং আছে, সেখানে সিদ্ধান্ত নেওয়া হবে।’
পবিপ্রবি ইউনিভার্সিটি স্কয়ার পুনরায় স্থাপনের দাবি
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ