ক্যাম্পাস ক্যারিয়ার ডেস্ক : নাহিদ হাসানের সম্পাদিত ‘বিশ্ববিদ্যালয় ভর্তি তথ্য’ বইটির মোড়ক উন্মোচন করা হয়েছে। তথ্যবহুল এই বইটি মার্চ মাস থেকে দেশজুড়ে পাওয়া যাবে। বইটির দাম রাখা হয়েছে ৫০ টাকা।
গত সোমবার রাজধানীর পান্থপথে অধিকার টিভির কার্যালয়ে বইটির মোড়ক উন্মোচন করেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সচিব ড. ফেরদৌস জামান।
এসময় উপস্থিত ছিলেন- সোনারগাঁও ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. মো. আবুল বাশার, কলা অনুষদের ডিন প্রফেসর ড. এম. এ মাবুদ, ব্যবসায় অনুষদের ডিন আবুল কালাম, রেজিস্ট্রার এস, এম, নূরুল হুদা, এইচআর অ্যাডমিন পরিচালক এ এইচ এম কামাল, অ্যাডমিশন অ্যান্ড ডেভেলপমেন্টের পরিচালক মো. আবদুল গাফ্ফার হিরক, এইচআর অ্যাডমিন উপ-পরিচালক মো. হাবিবুর রহমান।
উচ্চ মাধ্যমিকের গ-ি পেরিয়ে শিক্ষার্থীদের স্বপ্ন থাকে সরকারি বিশ্ববিদ্যালয়ে পছন্দের বিষয়ে ভর্তি হওয়ার। আর এ স্বপ্ন জয়ে শিক্ষার্থীদের নামতে হয় ভর্তিযুদ্ধে। এজন্য শিক্ষার্থীদের প্রয়োজন উচ্চ মাধ্যমিকে ভালো ফলাফল, তথ্য সমৃদ্ধ বই ও ভালো মানের প্রস্তুতি। তাদের স্বপ্ন জয়ের সারথি হিসেবে প্রতিনিয়ত পাশে থেকেছে নাহিদ হাসানের সম্পাদিত ‘বিশ্ববিদ্যালয় ভর্তি তথ্য’ নামের বইটি। এরই ধারাবাহিকতায় চলতি বছরের শিক্ষার্থীদের চাহিদা বিবেচনায় নিয়ে আরও হালনাগাদ তথ্যসহ বইটি দ্বিতীয়বারের মতো প্রকাশিত হলো।
‘বিশ্ববিদ্যালয় ভর্তি তথ্য’ বইয়ের মোড়ক উন্মোচন
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ