ঢাকা ০৪:৫৩ পূর্বাহ্ন, শনিবার, ০৫ জুলাই ২০২৫

১৫ বছরের কম বয়সীদের শ্রমিক বানানো যাবে না

  • আপডেট সময় : ০২:৫৩:৫৮ অপরাহ্ন, সোমবার, ২৮ ফেব্রুয়ারী ২০২২
  • ১০১ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : আইএলও কনভেনশন-১৩৮ অনুসমর্থনের প্রস্তাব অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। এর ফলে সাধারণভাবে ১৫ বছরের কম বয়সী কোনো শিশুকে শ্রমে নিয়োজিত করা যাবে না। তবে কোনো দেশের আর্থ সামাজিক অবস্থা বিশেষ বিবেচনার পরিপ্রেক্ষিতে এক বছর কমে ১৪ বছর পর্যন্ত করা যাবে, এর উপর না।
গতকাল সোমবার মন্ত্রিসভার বৈঠকে এ প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়েছে। ভিডিও কনফারেন্সের মাধ্যমে গণভবন থেকে প্রধানমন্ত্রী এবং মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষ থেকে মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা বৈঠকে যোগ দেন। বৈঠক শেষে সচিবালয়ে ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।
বর্তমানে দেশে শ্রম আইন অনুযায়ীও শিশুশ্রম নিষিদ্ধ। এই আইনে কেউ যদি শিশু শ্রমিক নিয়োগ করে, তাকে পাঁচ হাজার টাকা জরিমানা করার বিধান আছে। শ্রম আইনে, ১৪ থেকে ১৮ বছর বয়স পর্যন্ত কিশোররা হালকা কাজ করতে পারবে।
খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, এর আগে আইএলও এর সাতটা মৌলিক কনভেনশন আমরা স্বাক্ষর করেছি। এছাড়া আরও সাব সিডিয়ারি ৩৫টা কনভেনশনও স্বাক্ষর করেছে বাংলাদেশ। এখানে ১৩৮ নম্বর যেই কনভেনশনটা, এটা একটা বিশেষ গুরুত্ব বহন করে। এটা ১৮৯টা দেশের মধ্যে ১৭৩টা দেশ স্বাক্ষর করেছে। সচিব বলেন, এখানে তিনটা বিষয় আছে। যেহেতু বেসিক এডুকেশন করতে ১৫ বছর লাগে সুতরাং ১৫ বছরের কম কোনো শিশুকে কাজে লাগানো যাবে না। তবে কোনো দেশের যদি আর্থ সামাজিক অবস্থা বিশেষ বিবেচনার পরিপ্রেক্ষিতে তারা কমাতে চায়, তাহলে ১৪ বছর পর্যন্ত কমানো যাবে, এর উপর না। মন্ত্রিপরিষদ সচিব বলেন, ১৪ হোক বা ১৫ হোক, এই শিশুদের কোনো অবস্থাতেই কোনো ঝুঁকিপূর্ণ কাজে নিয়োগ করা যাবে না। যেসব কাজে তাদের দুর্ঘটনার শিকার হওয়ার বা জীবন নাশের আশঙ্কা আছে, সেসব কাজে কোনোভাবেই এসব শিশুদেরকে ব্যবহার করা যাবে না।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

নতুন আপদ ‘মব সন্ত্রাস’, আতঙ্কে সারা দেশ

১৫ বছরের কম বয়সীদের শ্রমিক বানানো যাবে না

আপডেট সময় : ০২:৫৩:৫৮ অপরাহ্ন, সোমবার, ২৮ ফেব্রুয়ারী ২০২২

নিজস্ব প্রতিবেদক : আইএলও কনভেনশন-১৩৮ অনুসমর্থনের প্রস্তাব অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। এর ফলে সাধারণভাবে ১৫ বছরের কম বয়সী কোনো শিশুকে শ্রমে নিয়োজিত করা যাবে না। তবে কোনো দেশের আর্থ সামাজিক অবস্থা বিশেষ বিবেচনার পরিপ্রেক্ষিতে এক বছর কমে ১৪ বছর পর্যন্ত করা যাবে, এর উপর না।
গতকাল সোমবার মন্ত্রিসভার বৈঠকে এ প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়েছে। ভিডিও কনফারেন্সের মাধ্যমে গণভবন থেকে প্রধানমন্ত্রী এবং মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষ থেকে মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা বৈঠকে যোগ দেন। বৈঠক শেষে সচিবালয়ে ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।
বর্তমানে দেশে শ্রম আইন অনুযায়ীও শিশুশ্রম নিষিদ্ধ। এই আইনে কেউ যদি শিশু শ্রমিক নিয়োগ করে, তাকে পাঁচ হাজার টাকা জরিমানা করার বিধান আছে। শ্রম আইনে, ১৪ থেকে ১৮ বছর বয়স পর্যন্ত কিশোররা হালকা কাজ করতে পারবে।
খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, এর আগে আইএলও এর সাতটা মৌলিক কনভেনশন আমরা স্বাক্ষর করেছি। এছাড়া আরও সাব সিডিয়ারি ৩৫টা কনভেনশনও স্বাক্ষর করেছে বাংলাদেশ। এখানে ১৩৮ নম্বর যেই কনভেনশনটা, এটা একটা বিশেষ গুরুত্ব বহন করে। এটা ১৮৯টা দেশের মধ্যে ১৭৩টা দেশ স্বাক্ষর করেছে। সচিব বলেন, এখানে তিনটা বিষয় আছে। যেহেতু বেসিক এডুকেশন করতে ১৫ বছর লাগে সুতরাং ১৫ বছরের কম কোনো শিশুকে কাজে লাগানো যাবে না। তবে কোনো দেশের যদি আর্থ সামাজিক অবস্থা বিশেষ বিবেচনার পরিপ্রেক্ষিতে তারা কমাতে চায়, তাহলে ১৪ বছর পর্যন্ত কমানো যাবে, এর উপর না। মন্ত্রিপরিষদ সচিব বলেন, ১৪ হোক বা ১৫ হোক, এই শিশুদের কোনো অবস্থাতেই কোনো ঝুঁকিপূর্ণ কাজে নিয়োগ করা যাবে না। যেসব কাজে তাদের দুর্ঘটনার শিকার হওয়ার বা জীবন নাশের আশঙ্কা আছে, সেসব কাজে কোনোভাবেই এসব শিশুদেরকে ব্যবহার করা যাবে না।