ঢাকা ১১:২২ পূর্বাহ্ন, বুধবার, ১৯ নভেম্বর ২০২৫

৩৬ দেশের আকাশপথ বন্ধ করল রাশিয়া

  • আপডেট সময় : ০২:৪০:৫৪ অপরাহ্ন, সোমবার, ২৮ ফেব্রুয়ারী ২০২২
  • ১৩৪ বার পড়া হয়েছে

প্রত্যাশা ডেস্ক : ব্রিটেন ও জার্মানিসহ ৩৬টি দেশের জন্য নিজেদের আকাশপথ ব্যবহারে নিষেধাজ্ঞা আরোপ করেছে রাশিয়া। গতকাল সোমবার এ নিষেধাজ্ঞার ঘোষণা দেয় রাশিয়া। এর আগে রাশিয়ার জন্য আকাশসীমা বন্ধ করে দিয়েছিল ইউরোপীয় ইউনিয়ন।
ইউরোপীয় কমিশনের প্রধান উরসুলা ফন ডার লেইন এই ঘোষণা দিয়েছেন। এ ঘোষণার পর বহু যাত্রীবাহী আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করা হয়েছে। রাশিয়ান মালিকানাধীন, রাশিয়ায় নিবন্ধিত এবং রাশিয়া দ্বারা নিয়ন্ত্রিত যেকোনো ধরনের বিমানের জন্য ইউরোপীয় ইউনিয়নের আকাশসীমা নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে বলে জানিয়েছেন উরসুলা ফন। এখন থেকে এমন সব বিমান, এমনকি ধনীদের ব্যক্তি মালিকানাধীন জেট ইউরোপীয় ইউনিয়নভুক্ত কোনো দেশে অবতরণ, উড্ডয়ন এবং সে দেশগুলোর আকাশসীমার ওপর দিয়ে উড়েও যেতে পারবে না। একই ধরনের নিষেধাজ্ঞা আরোপ করেছিল যুক্তরাজ্য। জার্মানি তিন মাসের জন্য নিষেধাজ্ঞা দিয়েছে। এদিকে ইইউ’র এমন ঘোষণায় প্রতিশোধমূলক সিদ্ধান্ত হিসেবে রাশিয়ার সবচেয়ে বড় বিমানসংস্থা এরোফ্লোট জানিয়েছিল, তারাও ইউরোপগামী সকল ফ্লাইট বাতিল করবে।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

৩৬ দেশের আকাশপথ বন্ধ করল রাশিয়া

আপডেট সময় : ০২:৪০:৫৪ অপরাহ্ন, সোমবার, ২৮ ফেব্রুয়ারী ২০২২

প্রত্যাশা ডেস্ক : ব্রিটেন ও জার্মানিসহ ৩৬টি দেশের জন্য নিজেদের আকাশপথ ব্যবহারে নিষেধাজ্ঞা আরোপ করেছে রাশিয়া। গতকাল সোমবার এ নিষেধাজ্ঞার ঘোষণা দেয় রাশিয়া। এর আগে রাশিয়ার জন্য আকাশসীমা বন্ধ করে দিয়েছিল ইউরোপীয় ইউনিয়ন।
ইউরোপীয় কমিশনের প্রধান উরসুলা ফন ডার লেইন এই ঘোষণা দিয়েছেন। এ ঘোষণার পর বহু যাত্রীবাহী আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করা হয়েছে। রাশিয়ান মালিকানাধীন, রাশিয়ায় নিবন্ধিত এবং রাশিয়া দ্বারা নিয়ন্ত্রিত যেকোনো ধরনের বিমানের জন্য ইউরোপীয় ইউনিয়নের আকাশসীমা নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে বলে জানিয়েছেন উরসুলা ফন। এখন থেকে এমন সব বিমান, এমনকি ধনীদের ব্যক্তি মালিকানাধীন জেট ইউরোপীয় ইউনিয়নভুক্ত কোনো দেশে অবতরণ, উড্ডয়ন এবং সে দেশগুলোর আকাশসীমার ওপর দিয়ে উড়েও যেতে পারবে না। একই ধরনের নিষেধাজ্ঞা আরোপ করেছিল যুক্তরাজ্য। জার্মানি তিন মাসের জন্য নিষেধাজ্ঞা দিয়েছে। এদিকে ইইউ’র এমন ঘোষণায় প্রতিশোধমূলক সিদ্ধান্ত হিসেবে রাশিয়ার সবচেয়ে বড় বিমানসংস্থা এরোফ্লোট জানিয়েছিল, তারাও ইউরোপগামী সকল ফ্লাইট বাতিল করবে।