ঢাকা ০৪:৩৮ পূর্বাহ্ন, শনিবার, ১৭ মে ২০২৫

ঝাক্কাসে আসছে নতুন ওয়েব সিরিজ ‘হাই অন লাইফ’

  • আপডেট সময় : ০১:০৮:৩১ অপরাহ্ন, সোমবার, ২৮ ফেব্রুয়ারী ২০২২
  • ৭৯ বার পড়া হয়েছে

বিনোদন প্রতিবেদক : সময় এখন অনলাইন প্লাটফর্ম ওটিটির। চাহিদার কারণে এ জোয়ারে গা ভাসাচ্ছেন প্রায় সব দেশের নির্মাতা ও অভিনয় শিল্পীরা। এ সুযোগে বাংলাদেশ এখন দেশের বাইরেও তাদের কনটেন্টের বাজার তৈরি করার চেষ্টা করছে। অনেকটা পারছেও বলা যায়। সেই স্রোতে এবার যুক্ত হচ্ছে আরও একটি ওটিটি প্লাটফর্ম ‘ঝাক্কাস’। এরইমধ্যে যাত্রা করেছে প্রতিষ্ঠানটি। লযধশশধং.ঃা – এই ঠিকানায় লগইন করে বিনামূল্যেই উপভোগ করা যাচ্ছে এই প্লাটফর্মের কন্টেন্টগুলো।
মূলত বাংলাদেশের পাশাপাশি বিদেশে প্রবাসী বাঙ্গালীদের টার্গেট করেই পথচলা শুরু করেছে বাংলাদেশি এই ওটিটিটি। ‘ঝাক্কাস’- এ মুক্তি পেতে যাচ্ছে নতুন ওয়েব সিরিজ ‘হাই অন লাইফ’। অ্যাডভেঞ্চার, ক্রাইম, রোমান্স, থ্রিলার; সবই আছে এই এক সিরিজে। প্রোমো দেখে সেই আভাসই মিললো। ‘হাই অন লাইফ’র চিত্রনাট্য লিখেছেন ফরহাদ হোসেন। আরিফ এ আহনাফের পরিচালনায় এতে অভিনয় করেছেন জাকিয়া বারি মম ও তানভীর হুরাইরা। আরও আছেন ওয়াহিদা হুসেইন, আবীর মির্জা, আসিফ খান, রাশেদ মামুন অপু, জয়শ্রী কর জয়া, মোমেনা চৌধুরী, করভী মিজান রিভি, মাসুম বাশার ও আরও অনেকেই। এ সিরিজে কাজের অভিজ্ঞতা জানিয়ে জাকিয়া বারী মম বলেন, ‘ইট ওয়াজ এ এমিজিং। এই সিরিজটি করে আমার জানা হয়েছে বাংলাদেশ আসলে অনেক অনেক সুন্দর। বান্দরবানের দারুণ সব লোকেশনে ঘুরে ঘুরে শুটিং করেছি। সেখানকার গ্রামের মানুষ, খাবার; সবকিছু ছিল অসাধারণ। আমার তো ফিরে আসতেই ইচ্ছে হচ্ছিল না।
পরিচালক খুব সিরিয়াস হয়ে কাজটি করেছেন। সবাই খুব মজা করে এখানে কাজ করেছি। পুরো সিরিজটাতে অ্যাডভেঞ্চার আছে। থ্রিল আছে। মানে সব পাবেন দর্শক। সবাইকে আমন্ত্রণ জানিয়ে বলবো- জাস্ট এনজয় ইট।’ পরিচালক জানান, শিগগিরই এটি প্রকাশ হবে ঝাক্কাসে। প্রসঙ্গত, এর আগে ‘ঝাক্কাস’- এ মুক্তি পেয়েছে ওয়েব সিরিজ ‘ব্রাদার ইন ল’। নতুন বছরের প্রথমদিন ১ জানুয়ারিতে সিরিজের প্রথম পর্বটি প্রকাশ পায়। মাসুদ জাকারিয়া সাবিন পরিচালিত কমেডি-ড্রামা ঘরানার সিরিজটি মুক্তির পর থেকেই দেশি-বিদেশি দর্শকের নজর কেড়েছে।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

ঝাক্কাসে আসছে নতুন ওয়েব সিরিজ ‘হাই অন লাইফ’

আপডেট সময় : ০১:০৮:৩১ অপরাহ্ন, সোমবার, ২৮ ফেব্রুয়ারী ২০২২

বিনোদন প্রতিবেদক : সময় এখন অনলাইন প্লাটফর্ম ওটিটির। চাহিদার কারণে এ জোয়ারে গা ভাসাচ্ছেন প্রায় সব দেশের নির্মাতা ও অভিনয় শিল্পীরা। এ সুযোগে বাংলাদেশ এখন দেশের বাইরেও তাদের কনটেন্টের বাজার তৈরি করার চেষ্টা করছে। অনেকটা পারছেও বলা যায়। সেই স্রোতে এবার যুক্ত হচ্ছে আরও একটি ওটিটি প্লাটফর্ম ‘ঝাক্কাস’। এরইমধ্যে যাত্রা করেছে প্রতিষ্ঠানটি। লযধশশধং.ঃা – এই ঠিকানায় লগইন করে বিনামূল্যেই উপভোগ করা যাচ্ছে এই প্লাটফর্মের কন্টেন্টগুলো।
মূলত বাংলাদেশের পাশাপাশি বিদেশে প্রবাসী বাঙ্গালীদের টার্গেট করেই পথচলা শুরু করেছে বাংলাদেশি এই ওটিটিটি। ‘ঝাক্কাস’- এ মুক্তি পেতে যাচ্ছে নতুন ওয়েব সিরিজ ‘হাই অন লাইফ’। অ্যাডভেঞ্চার, ক্রাইম, রোমান্স, থ্রিলার; সবই আছে এই এক সিরিজে। প্রোমো দেখে সেই আভাসই মিললো। ‘হাই অন লাইফ’র চিত্রনাট্য লিখেছেন ফরহাদ হোসেন। আরিফ এ আহনাফের পরিচালনায় এতে অভিনয় করেছেন জাকিয়া বারি মম ও তানভীর হুরাইরা। আরও আছেন ওয়াহিদা হুসেইন, আবীর মির্জা, আসিফ খান, রাশেদ মামুন অপু, জয়শ্রী কর জয়া, মোমেনা চৌধুরী, করভী মিজান রিভি, মাসুম বাশার ও আরও অনেকেই। এ সিরিজে কাজের অভিজ্ঞতা জানিয়ে জাকিয়া বারী মম বলেন, ‘ইট ওয়াজ এ এমিজিং। এই সিরিজটি করে আমার জানা হয়েছে বাংলাদেশ আসলে অনেক অনেক সুন্দর। বান্দরবানের দারুণ সব লোকেশনে ঘুরে ঘুরে শুটিং করেছি। সেখানকার গ্রামের মানুষ, খাবার; সবকিছু ছিল অসাধারণ। আমার তো ফিরে আসতেই ইচ্ছে হচ্ছিল না।
পরিচালক খুব সিরিয়াস হয়ে কাজটি করেছেন। সবাই খুব মজা করে এখানে কাজ করেছি। পুরো সিরিজটাতে অ্যাডভেঞ্চার আছে। থ্রিল আছে। মানে সব পাবেন দর্শক। সবাইকে আমন্ত্রণ জানিয়ে বলবো- জাস্ট এনজয় ইট।’ পরিচালক জানান, শিগগিরই এটি প্রকাশ হবে ঝাক্কাসে। প্রসঙ্গত, এর আগে ‘ঝাক্কাস’- এ মুক্তি পেয়েছে ওয়েব সিরিজ ‘ব্রাদার ইন ল’। নতুন বছরের প্রথমদিন ১ জানুয়ারিতে সিরিজের প্রথম পর্বটি প্রকাশ পায়। মাসুদ জাকারিয়া সাবিন পরিচালিত কমেডি-ড্রামা ঘরানার সিরিজটি মুক্তির পর থেকেই দেশি-বিদেশি দর্শকের নজর কেড়েছে।