ঢাকা ০২:১৩ পূর্বাহ্ন, রবিবার, ২৪ অগাস্ট ২০২৫

হেয়ার কালার ব্র্যান্ডের সঙ্গী হলেন চঞ্চল চৌধুরী

  • আপডেট সময় : ০১:০৭:০৫ অপরাহ্ন, সোমবার, ২৮ ফেব্রুয়ারী ২০২২
  • ১০৬ বার পড়া হয়েছে

বিনোদন প্রতিবেদক : দেশের জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী। নাটক-সিনেমা কিংবা ওটিটি; সবখানেই তার দর্শকপ্রিয়তা রয়েছে। দেশের গ-ি পেরিয়ে কলকাতায়ও তুমুল জনপ্রিয় তিনি। সম্প্রতি কাজ করছেন বেশকিছু সিনেমা ও ওটিটি প্লাটফর্মের সিরিজ-সিনেমা নিয়ে। জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী এই অভিনেতা সম্প্রতি নতুন দায়িত্ব নিলেন। চিক হারবাল হেয়ার কালারের নতুন মুখ হিসেবে চুক্তিবদ্ধ হলেন। এই সুবাদে কেভিনকেয়ার বাংলাদেশ প্রাইভেট লিমিটেডের (সিকেবিপিএল) ফ্ল্যাগশিপ ব্র্যান্ড চিকের পণ্য চিক হারবাল হেয়ার কালারের টিভিসি ও অন্যান্য প্রচারণামূলক কার্যক্রমে এই তারকা অভিনেতাকে অংশ নিতে দেখা যাবে। এ নিয়ে চঞ্চল চৌধুরী বলেন, ‘দেশের বাজারে সুলভমূল্যে শীর্ষমানের পণ্য নিয়ে আসছে, এমন একটি ব্র্যান্ডের অংশ হতে পেরে আমি সত্যিই আনন্দিত। যারা তাদের স্টাইলে পরিবর্তন আনতে চাচ্ছেন, তারা এই অ্যামোনিয়াবিহীন হেয়ার ডাই নিশ্চিন্তে ব্যবহার করতে পারেন।’
কেভিনকেয়ার বাংলাদেশের বিজনেস হেড অরুণ চাকো বলেন, ‘চঞ্চল চৌধুরীর সাথে আমাদের এই অংশীদারত্ব বাংলাদেশের বাজারের প্রতি আমাদের প্রতিশ্রুতিরই প্রতিফলন এবং আমরা এই অংশীদারত্বে সত্যিই আনন্দিত। এই অংশিদারত্বের মাধ্যমে একসাথে বড় কিছু করার সুযোগ রয়েছে বলে আমি মনে করি। চিক সবসময় সবচেয়ে সাশ্রয়ী মূল্যে মানসম্পন্ন পণ্য পৌঁছে দিতে চায় এবং এক্ষেত্রে চিক হারবাল হেয়ার কালারও ভিন্ন নয়। ক্যাটাগরি হিসেবে হেয়ার কালার আমাদের ব্যক্তিগত পরিচর্যার অন্যতম অনুষঙ্গ এবং আমরা দেশের গ্রাহকদের জন্য ধারাবাহিকভাবে অসাধারণ সব পণ্য নিয়ে আসবো।’ অফিসিয়াল পার্টনার হিসেবে চঞ্চল চৌধুরী তার সাবলীল ও প্রাণবন্ত উপস্থিতির মাধ্যমে এই ব্র্যান্ডকে আরও সামনে এগিয়ে নিয়ে যাবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হেয়ার কালার ব্র্যান্ডের সঙ্গী হলেন চঞ্চল চৌধুরী

আপডেট সময় : ০১:০৭:০৫ অপরাহ্ন, সোমবার, ২৮ ফেব্রুয়ারী ২০২২

বিনোদন প্রতিবেদক : দেশের জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী। নাটক-সিনেমা কিংবা ওটিটি; সবখানেই তার দর্শকপ্রিয়তা রয়েছে। দেশের গ-ি পেরিয়ে কলকাতায়ও তুমুল জনপ্রিয় তিনি। সম্প্রতি কাজ করছেন বেশকিছু সিনেমা ও ওটিটি প্লাটফর্মের সিরিজ-সিনেমা নিয়ে। জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী এই অভিনেতা সম্প্রতি নতুন দায়িত্ব নিলেন। চিক হারবাল হেয়ার কালারের নতুন মুখ হিসেবে চুক্তিবদ্ধ হলেন। এই সুবাদে কেভিনকেয়ার বাংলাদেশ প্রাইভেট লিমিটেডের (সিকেবিপিএল) ফ্ল্যাগশিপ ব্র্যান্ড চিকের পণ্য চিক হারবাল হেয়ার কালারের টিভিসি ও অন্যান্য প্রচারণামূলক কার্যক্রমে এই তারকা অভিনেতাকে অংশ নিতে দেখা যাবে। এ নিয়ে চঞ্চল চৌধুরী বলেন, ‘দেশের বাজারে সুলভমূল্যে শীর্ষমানের পণ্য নিয়ে আসছে, এমন একটি ব্র্যান্ডের অংশ হতে পেরে আমি সত্যিই আনন্দিত। যারা তাদের স্টাইলে পরিবর্তন আনতে চাচ্ছেন, তারা এই অ্যামোনিয়াবিহীন হেয়ার ডাই নিশ্চিন্তে ব্যবহার করতে পারেন।’
কেভিনকেয়ার বাংলাদেশের বিজনেস হেড অরুণ চাকো বলেন, ‘চঞ্চল চৌধুরীর সাথে আমাদের এই অংশীদারত্ব বাংলাদেশের বাজারের প্রতি আমাদের প্রতিশ্রুতিরই প্রতিফলন এবং আমরা এই অংশীদারত্বে সত্যিই আনন্দিত। এই অংশিদারত্বের মাধ্যমে একসাথে বড় কিছু করার সুযোগ রয়েছে বলে আমি মনে করি। চিক সবসময় সবচেয়ে সাশ্রয়ী মূল্যে মানসম্পন্ন পণ্য পৌঁছে দিতে চায় এবং এক্ষেত্রে চিক হারবাল হেয়ার কালারও ভিন্ন নয়। ক্যাটাগরি হিসেবে হেয়ার কালার আমাদের ব্যক্তিগত পরিচর্যার অন্যতম অনুষঙ্গ এবং আমরা দেশের গ্রাহকদের জন্য ধারাবাহিকভাবে অসাধারণ সব পণ্য নিয়ে আসবো।’ অফিসিয়াল পার্টনার হিসেবে চঞ্চল চৌধুরী তার সাবলীল ও প্রাণবন্ত উপস্থিতির মাধ্যমে এই ব্র্যান্ডকে আরও সামনে এগিয়ে নিয়ে যাবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।