ঢাকা ০৪:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ১৬ মে ২০২৫

ইউক্রেন ছেড়ে গেছে ৪ লাখ ২২ হাজার মানুষ

  • আপডেট সময় : ১২:০১:৩২ অপরাহ্ন, সোমবার, ২৮ ফেব্রুয়ারী ২০২২
  • ৭৫ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনে রাশিয়ার সামরিক আগ্রাসন থেকে প্রাণ বাঁচাতে ৪ লাখ ২২ হাজার ইউক্রেনীয় নাগরিক দেশত্যাগ করেছে। জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর এ তথ্য জানিয়েছে। ইউএনএইচসিআরের বরাত দিয়ে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির প্রতিবেদনে বলায় হয়েছে, ইউক্রেনের নাগরিকদের দেশত্যাগের জন্য ট্রেনে উঠতে বাধা দেওয়ার খবর পাওয়া গেছে। সংস্থাটির একজন মুখপাত্র টুইট করে বলেছেন, ৪ লাখ ২২ হাজার মানুষ ইউক্রেন থেকে প্রতিবেশী দেশে পালিয়ে গেছে। ওই মুখপাত্র আরও বলেন, ইউএনএইচসিআর নিজ দেশ থেকে পালিয়ে আসা লোকদের উদ্বাস্তু হিসেবে বিবেচনা করে। জাতিসংঘের সংস্থাটির তথ্য অনুসারে ইউক্রেনের অভ্যন্তরে বর্তমানে এক লাখেরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে। ইউক্রেনে রুশ আগ্রাসন পঞ্চম দিনে পড়েছে। রাজধানী কিয়েভের কেন্দ্র থেকে কিছুটা দূরে মুহুর্মুহু বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে। এরই মধ্যে কিয়েভে সপ্তাহব্যাপী চলা কারফিউ প্রত্যাহার করা হয়েছে। এ পরিস্থিতির মধ্যেই যুদ্ধরত দুই দেশ সোমবার শান্তি আলোচনায় বসছে। বেলারুশ সীমান্তের কাছে একটি জায়গায় বৈঠক করতে সম্মত হয়েছে ইউক্রেন। দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সেটা আগেই জানিয়েছেন। বেলারুশের স্বৈরশাসক আলেকজান্ডার লুকাশেঙ্কো রাশিয়ার সঙ্গে হামলায় যোগ দিতে সৈন্য পাঠাতে প্রস্তুত, এমন খবর জানা সত্ত্বেও দেশটির সীমান্তের কাছে একটি স্থানে কূটনীতিকদের পাঠিয়েছেন ভলোদিমির জেলেনস্কি।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

ইউক্রেন ছেড়ে গেছে ৪ লাখ ২২ হাজার মানুষ

আপডেট সময় : ১২:০১:৩২ অপরাহ্ন, সোমবার, ২৮ ফেব্রুয়ারী ২০২২

আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনে রাশিয়ার সামরিক আগ্রাসন থেকে প্রাণ বাঁচাতে ৪ লাখ ২২ হাজার ইউক্রেনীয় নাগরিক দেশত্যাগ করেছে। জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর এ তথ্য জানিয়েছে। ইউএনএইচসিআরের বরাত দিয়ে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির প্রতিবেদনে বলায় হয়েছে, ইউক্রেনের নাগরিকদের দেশত্যাগের জন্য ট্রেনে উঠতে বাধা দেওয়ার খবর পাওয়া গেছে। সংস্থাটির একজন মুখপাত্র টুইট করে বলেছেন, ৪ লাখ ২২ হাজার মানুষ ইউক্রেন থেকে প্রতিবেশী দেশে পালিয়ে গেছে। ওই মুখপাত্র আরও বলেন, ইউএনএইচসিআর নিজ দেশ থেকে পালিয়ে আসা লোকদের উদ্বাস্তু হিসেবে বিবেচনা করে। জাতিসংঘের সংস্থাটির তথ্য অনুসারে ইউক্রেনের অভ্যন্তরে বর্তমানে এক লাখেরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে। ইউক্রেনে রুশ আগ্রাসন পঞ্চম দিনে পড়েছে। রাজধানী কিয়েভের কেন্দ্র থেকে কিছুটা দূরে মুহুর্মুহু বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে। এরই মধ্যে কিয়েভে সপ্তাহব্যাপী চলা কারফিউ প্রত্যাহার করা হয়েছে। এ পরিস্থিতির মধ্যেই যুদ্ধরত দুই দেশ সোমবার শান্তি আলোচনায় বসছে। বেলারুশ সীমান্তের কাছে একটি জায়গায় বৈঠক করতে সম্মত হয়েছে ইউক্রেন। দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সেটা আগেই জানিয়েছেন। বেলারুশের স্বৈরশাসক আলেকজান্ডার লুকাশেঙ্কো রাশিয়ার সঙ্গে হামলায় যোগ দিতে সৈন্য পাঠাতে প্রস্তুত, এমন খবর জানা সত্ত্বেও দেশটির সীমান্তের কাছে একটি স্থানে কূটনীতিকদের পাঠিয়েছেন ভলোদিমির জেলেনস্কি।