মহানগর প্রতিবেদন : দক্ষিণাঞ্চল থেকে রাজধানীর সদরঘাটে বেশিরভাগ লঞ্চ ভোররাত থেকে নোঙর করতে শুরু করে। এতে খুব সকালে আসা যাত্রীরা গন্তব্যে পৌঁছাতে যেতে বেশ ভোগান্তিতে। কারণ রাতভর অপেক্ষায় থাকা বাস, সিএনজি চালকরা কম হলেও দ্বিগুন ভাড়া নেয় তখন। তাই অনেকে রিকশায় বা কাছাকাছি গেলে পায়ে হেঁটে গন্তব্যে যান। এই সুযোগে ছুরির ভয় দেখিয়ে যাত্রীদের কাছ থেকে মূল্যবান জিনিস কেড়ে নিত ছিনতাইকারী চক্র। এমন একটি চক্রের পাঁচজনকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান (র্যাব)।
পুরান ঢাকার সদরঘাট এলাকা থেকে আলাদা দুটি অভিযানে পাঁচ ছিনতাইকারীকে আটক করেছে র্যাব-১০। এ সময়ে তাদের কাছ থেকে পাঁচটি সুইচ গিয়ার চাকু, পাঁচটি মোবাইল ফোন ও নগদ তিন হাজার ১৫০ উদ্ধার করা হয়। র্যাব-১০ এর সদর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
র্যাবের ভাষ্যমতে, ছিনতাইয়ের অভিযাগে সদরঘাট এলাকায় আলাদা দুটি অভিযানে এই পাঁচজনকে আটক করা হয়। র্যাব জানায়, আটকরা বেশ কিছুদিন ধরে সদরঘাটসহ আশপাশের বিভিন্ন এলাকায় ছিনতাই করে আসছিল। তারা লঞ্চ যাত্রী ও সাধারণ পথচারীদের ধারালো চাকুর ভয় দেখিয়ে টাকা-পয়সা ও মোবাইল ফোনসহ মূল্যবান সম্পদ কেড়ে নিতো। আটকরা হলেন-মো. সুজন হোসেন, মো. রুমন ব্যাপারী ওরফে অবি, মো. রাসেল ঢালী, মো. দেলোয়ার হোসেন ও মো. মামুন খাঁন।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার ভোর পৌনে পাঁচটার দিকে র্যাব-১০ এর একটি দল সূত্রাপুর থানার সদরঘাট লঞ্চ টার্মিনালের ৮ নম্বর গেইট এলাকায় একটি অভিযান চালায়। অভিযানে মো. সুজন হোসেন, মো. রুমন ব্যাপারী ওরফে অবি ও মো. রাসেল ঢালী নামের তিনজন ছিনতাইকারীকে আটক করে। এ সময়ে তাদের কাছ থেকে ছিনতাই কাজে ব্যবহৃত তিনটি সুইচ গিয়ার চাকু ও তিনটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এছাড়াও বৃহস্পতিবার ভোর সাড়ে পাঁচটার দিকে র্যাবের ওই দলটি সূত্রাপুর থানার সদরঘাট লঞ্চ টার্মিনালের ১০ নম্বর গেইট এলাকায় অপর একটি অভিযান চালায়। অভিযানে মো. দেলোয়ার হোসেন ও মো. মামুন খাঁন নামের দুইজন ছিনতাইকারীকে আটক করা হয়। এ সময়ে তাদের কাছ থেকে দুইটি সুইচ গিয়ার চাকু, দুইটি মোবাইল ফোন ও নগদ তিন হাজার টাকা উদ্ধার করা হয়। আটকদের বরাত দিয়ে র্যাব জানায়, আটকরা বেশ কিছুদিন ধরে সদরঘাটসহ আশপাশের বিভিন্ন এলাকায় ছিনতাই করে আসছিল। তারা লঞ্চ যাত্রী ও সাধারণ পথচারীদের ধারালো চাকুর ভয় দেখিয়ে টাকা-পয়সা ও মোবাইল ফোনসহ মূল্যবান সম্পদ কেড়ে নিতো। আটকদের বিরুদ্ধে সূত্রাপুর থানায় আলাদা দুটি ছিনতাই মামলা করা হয়েছে।
ভোরে ঢাকায় নামা লঞ্চযাত্রীদের সব ছিনিয়ে নিতো ওরা
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ