ঢাকা ০৩:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫

যুদ্ধের মধ্যে ইউক্রেইনে ৬৪ বেসামরিক নিহত: জাতিসংঘ

  • আপডেট সময় : ০৯:৩৬:৪৪ পূর্বাহ্ন, রবিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২২
  • ১৪০ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেইনে রাশিয়ার আগ্রাসন শুরুর পর গত চার দিনের যুদ্ধে নিহতদের মধ্যে অন্তত ৬৪ জন বেসামরিক নাগরিক রয়েছেন বলে জানিয়েছে জাতিসংঘ।
বিবিসি লিখেছে, রাজধানী কিয়েভসহ বেশ কয়েকটি বড় শহর থেকে তুমুল লড়াইয়ের খবর আসছে। তাতে দুইপক্ষেই প্রাণক্ষয় হচ্ছে।
জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনারের কার্যালয় (ওসিএইচএ) এক প্রতিবেদনে জানিয়েছে, ইউক্রেইনে এ পর্যন্ত ২৪০ জন বেসামরিক নাগরিক হতাহত হওয়ার তথ্য তাদের কাছে আছে, তাদের মধ্যে ৬৪ জনের মৃত্যু হয়েছে।
রুশ হামলায় ঘরবাড়ি এবং বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হওয়ায় হাজারো মানুষ বিদ্যুৎ ও পানির সঙ্কটে পড়েছে।
ইউক্রেইনের ১ লাখ ৬০ হাজারের বেশি মানুষ ঘরবাড়ি হারিয়েছে এবং তারা এখন সীমান্ত পেরিয়ে পালানোর চেষ্টায় আছে বলে জানিয়েছে জাতিসংঘ।
আর দেশটির সরকারের হিসাবে, রাশিয়ার আগ্রাসন ৫০ হাজার মানুষকে শরণার্থী হতে বাধ্য করেছে।
রাশিয়া গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেইনে হামলা শুরুর পর যুদ্ধ গড়িয়েছে চতুর্থ দিনে। তবে আগ্রাসী রুশ বাহিনী প্রথম দুদিন যতটা দ্রুত অগ্রসর হচ্ছিল, এখন তাদের গাতি সাময়িকভাবে কিছুটা কমে এসেছে বলে পশ্চিমা গোয়েন্দা কর্মকর্তাদের ভাষ্য।
শনিবার ইউক্রেইনের দক্ষিণে মারিওপোল বন্দরের কাছে মেলিতোপল শহর দখলে নিয়েছে রুশ সেনারা। উত্তর-পূর্বের খারকিভ এবং দক্ষিণের খেরসন শহরও দখল নিতে চাইছে তারা। তবে ইউক্রেইনের সেনারা বেশ কয়েকটি শহরে প্রতিরোধ গড়ে তুলেছে। রাজধানী কিয়েভে চলছে তুমুল লড়াই।
রাশিয়া আন্তর্জাতিক আইন ভঙ্গ করে বেসামরিক স্থাপনাতেও রোমা ফেলছে বলে ইউক্রেইন অভিযোগ করেছে।
রুশ সৈন্যদের অগ্রযাত্রা ঠেকাতে ইউক্রেইনের সৈন্যদের পাশাপাশি স্বেচ্ছাসেবীরা অস্ত্র হাতে অবস্থান নিয়েছেন কিয়েভের প্রান্তসীমায়। কিয়েভের মেয়র ভিটালি ক্লিৎসকো শনিবার বিকাল ৫টা থেকে সোমবার সকাল পর্যন্ত কারফিউ জারি করে বলেছেন, এর মধ্যে বিনা অনুমোদনে কাউকে রাস্তায় দেখা গেলে তাকে রুশ নাশকতাকারী বলে ধরে নেওয়া হবে।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

মুশফিক-লিটনের সেঞ্চুরি ও রেকর্ড জুটিতে ৪৭৬ রানে থামলো বাংলাদেশ

যুদ্ধের মধ্যে ইউক্রেইনে ৬৪ বেসামরিক নিহত: জাতিসংঘ

আপডেট সময় : ০৯:৩৬:৪৪ পূর্বাহ্ন, রবিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২২

আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেইনে রাশিয়ার আগ্রাসন শুরুর পর গত চার দিনের যুদ্ধে নিহতদের মধ্যে অন্তত ৬৪ জন বেসামরিক নাগরিক রয়েছেন বলে জানিয়েছে জাতিসংঘ।
বিবিসি লিখেছে, রাজধানী কিয়েভসহ বেশ কয়েকটি বড় শহর থেকে তুমুল লড়াইয়ের খবর আসছে। তাতে দুইপক্ষেই প্রাণক্ষয় হচ্ছে।
জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনারের কার্যালয় (ওসিএইচএ) এক প্রতিবেদনে জানিয়েছে, ইউক্রেইনে এ পর্যন্ত ২৪০ জন বেসামরিক নাগরিক হতাহত হওয়ার তথ্য তাদের কাছে আছে, তাদের মধ্যে ৬৪ জনের মৃত্যু হয়েছে।
রুশ হামলায় ঘরবাড়ি এবং বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হওয়ায় হাজারো মানুষ বিদ্যুৎ ও পানির সঙ্কটে পড়েছে।
ইউক্রেইনের ১ লাখ ৬০ হাজারের বেশি মানুষ ঘরবাড়ি হারিয়েছে এবং তারা এখন সীমান্ত পেরিয়ে পালানোর চেষ্টায় আছে বলে জানিয়েছে জাতিসংঘ।
আর দেশটির সরকারের হিসাবে, রাশিয়ার আগ্রাসন ৫০ হাজার মানুষকে শরণার্থী হতে বাধ্য করেছে।
রাশিয়া গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেইনে হামলা শুরুর পর যুদ্ধ গড়িয়েছে চতুর্থ দিনে। তবে আগ্রাসী রুশ বাহিনী প্রথম দুদিন যতটা দ্রুত অগ্রসর হচ্ছিল, এখন তাদের গাতি সাময়িকভাবে কিছুটা কমে এসেছে বলে পশ্চিমা গোয়েন্দা কর্মকর্তাদের ভাষ্য।
শনিবার ইউক্রেইনের দক্ষিণে মারিওপোল বন্দরের কাছে মেলিতোপল শহর দখলে নিয়েছে রুশ সেনারা। উত্তর-পূর্বের খারকিভ এবং দক্ষিণের খেরসন শহরও দখল নিতে চাইছে তারা। তবে ইউক্রেইনের সেনারা বেশ কয়েকটি শহরে প্রতিরোধ গড়ে তুলেছে। রাজধানী কিয়েভে চলছে তুমুল লড়াই।
রাশিয়া আন্তর্জাতিক আইন ভঙ্গ করে বেসামরিক স্থাপনাতেও রোমা ফেলছে বলে ইউক্রেইন অভিযোগ করেছে।
রুশ সৈন্যদের অগ্রযাত্রা ঠেকাতে ইউক্রেইনের সৈন্যদের পাশাপাশি স্বেচ্ছাসেবীরা অস্ত্র হাতে অবস্থান নিয়েছেন কিয়েভের প্রান্তসীমায়। কিয়েভের মেয়র ভিটালি ক্লিৎসকো শনিবার বিকাল ৫টা থেকে সোমবার সকাল পর্যন্ত কারফিউ জারি করে বলেছেন, এর মধ্যে বিনা অনুমোদনে কাউকে রাস্তায় দেখা গেলে তাকে রুশ নাশকতাকারী বলে ধরে নেওয়া হবে।