বিনোদন ডেস্ক : র্তমান সময়ের টেলিভিশন নাটকে নিয়মিত মুখ যাহের আলভী। সম্প্রতি এই অভিনেতা জুটি বেঁধে অভিনয় করলেন শাহতাজ মুনিরা হাশেমের সঙ্গে। তাদের নিয়ে রোমান্টিক গল্পের ‘প্রেমবাজ’ নামের নাটক নির্মাণ করেছেন রিদম খান শাহীন।
জানা যায়, ইতোমধ্যেই রাজধানীর উত্তরা ও এর আশে পাশের মনোরম লোকেশনে নাটকটির দৃশ্যধারণের কাজ সম্পন্ন হয়েছে। বর্তমানে চলছে এডিটিংয়ের কাছ। এ প্রসঙ্গে নির্মাতা বলেন, নাটকটির গল্প রচনা করেছেন জাকির হোসেন উজ্জ্বল। সময়োপযোগী রোমান্টিক গল্প নিয়েই নির্মাণ করা হয়েছে ‘প্রেমবাজ’। তবে আমার এ নাটকে গতানুগতিক গল্পের বাইরে নতুনত্ব খুঁজে পাবে দর্শকরা। যাহের আলভী ও শাহতাজ ছাড়াও নাটকটির বিশেষ চরিত্রে রয়েছেন- ফাখরুল বাশার মাসুম, জিয়াউল হাসান কিসলু ও মিলি বাশার। এর বাইরেও অনান্য চরিত্রে রয়েছেন তানিয়া আক্তার হৃদি, সাহস রিজ, নোফা, জিদান সরকার, তযরা প্রমুখ। নির্মাতা সূত্রে জানা যায়, ‘প্রেমবাজ’ নাটকটি টেলিভিশন চ্যানেল আরটিভিতে শিগগিরই প্রচারিত হবে।
প্রেমবাজ’-এ জুটি বাঁধলেন শাহতাজ-আলভী
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ