ঢাকা ০৭:০১ অপরাহ্ন, রবিবার, ২০ জুলাই ২০২৫

বিডায় যুক্ত হলো আরও চার সেবা

  • আপডেট সময় : ১২:০৪:২৪ অপরাহ্ন, শনিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২২
  • ৮৭ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : ঢাকার আগারগাঁওয়ে বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) কার্যালয়ে গ্রাহকদের আটটি সেবা দেবে চারটি প্রতিষ্ঠান। এগুলো হলো প্রধান বয়লার পরিদর্শকের কার্যালয়, বিস্ফোরক পরিদফতর, মেঘনা ব্যাংক লিমিটেড এবং ওয়ান ব্যাংক লিমিটেড। বিডা কার্যালয়ে বিস্ফোরক পরিদফতর, বিস্ফোরক লাইসেন্স ইস্যুকরণ, বিস্ফোরক লাইসেন্স নবায়ন সেবা পাওয়া যাবে। একইসঙ্গে বয়লার আমদানির অনাপত্তি সনদ এবং বয়লার নিবন্ধন ও সনদ ইস্যুকরণ, বয়লার সনদপত্র নবায়ন (পরিদর্শনসহ) ও মালিকানা পরিবর্তনে সেবা দেওয়া হবে। এছাড়া অনলাইনে ওয়ান ব্যাংক ও মেঘনা ব্যাংকে অ্যাকাউন্ট খোলার সুবিধাও মিলবে। বিডা অনলাইন ওয়ান স্টপ সার্ভিস পোর্টালের সঙ্গে সিস্টেম ইন্টিগ্রেশনের লক্ষ্যে চারটি প্রতিষ্ঠানের সমঝোতা স্মারক সই হয়। সম্প্রতি বিডা কার্যালয়ে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন ওয়ান ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মনজুর মফিজ, মেঘনা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও সোহেল আর কে হোসেন, প্রধান বয়লার পরিদর্শক আব্দুল মান্নান এবং প্রধান বিস্ফোরক পরিদর্শক নায়েব আলী।
বিডার নির্বাহী সদস্য মোহসিনা ইয়াসমিন বলেন, ‘উন্নত বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে ডিজিটাল সেবার মাধ্যমে আমাদের অগ্রযাত্রা নিশ্চিত করতে হবে। শুধু সমঝোতা স্মারক সই নয়, দ্রুত এর বাস্তবায়ন ঘটিয়ে প্রযুক্তিকে সর্বোচ্চ কাজে লাগিয়ে ওএসএস মাধ্যমে একই প্ল্যাটফর্ম থেকে বিনিয়োগকারীকে আমাদের সর্বোচ্চ সেবা দেওয়া নিশ্চিত করতে হবে।’
বিডার নির্বাহী সদস্য অভিজিৎ চৌধুরীর মন্তব্য, ওএসএস মাধ্যমে বিনিয়োগে আস্থার পরিবেশ নিশ্চিত করতে হবে। তার পরামর্শ, ‘আমাদের খেয়াল রাখতে হবে যাতে প্রযুক্তি ব্যবহার করে কম সময়ে, কম খরচে দেশি-বিদেশি বিনিয়োগকারীরা অন্তর্জাতিক মানের বিনিয়োগ সেবা পেতে পারেন।’ চুক্তি সই অনুষ্ঠানে আরও জানানো হয়, ইতোমধ্যে বিডা ৩৫টি সংস্থার সঙ্গে সমঝোতা স্মারক সই করেছে এবং ১৮টি প্রতিষ্ঠানের ৫৬টি সেবা ওএসএস মাধ্যমে দিয়ে আসছে।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

বিডায় যুক্ত হলো আরও চার সেবা

আপডেট সময় : ১২:০৪:২৪ অপরাহ্ন, শনিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২২

নিজস্ব প্রতিবেদক : ঢাকার আগারগাঁওয়ে বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) কার্যালয়ে গ্রাহকদের আটটি সেবা দেবে চারটি প্রতিষ্ঠান। এগুলো হলো প্রধান বয়লার পরিদর্শকের কার্যালয়, বিস্ফোরক পরিদফতর, মেঘনা ব্যাংক লিমিটেড এবং ওয়ান ব্যাংক লিমিটেড। বিডা কার্যালয়ে বিস্ফোরক পরিদফতর, বিস্ফোরক লাইসেন্স ইস্যুকরণ, বিস্ফোরক লাইসেন্স নবায়ন সেবা পাওয়া যাবে। একইসঙ্গে বয়লার আমদানির অনাপত্তি সনদ এবং বয়লার নিবন্ধন ও সনদ ইস্যুকরণ, বয়লার সনদপত্র নবায়ন (পরিদর্শনসহ) ও মালিকানা পরিবর্তনে সেবা দেওয়া হবে। এছাড়া অনলাইনে ওয়ান ব্যাংক ও মেঘনা ব্যাংকে অ্যাকাউন্ট খোলার সুবিধাও মিলবে। বিডা অনলাইন ওয়ান স্টপ সার্ভিস পোর্টালের সঙ্গে সিস্টেম ইন্টিগ্রেশনের লক্ষ্যে চারটি প্রতিষ্ঠানের সমঝোতা স্মারক সই হয়। সম্প্রতি বিডা কার্যালয়ে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন ওয়ান ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মনজুর মফিজ, মেঘনা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও সোহেল আর কে হোসেন, প্রধান বয়লার পরিদর্শক আব্দুল মান্নান এবং প্রধান বিস্ফোরক পরিদর্শক নায়েব আলী।
বিডার নির্বাহী সদস্য মোহসিনা ইয়াসমিন বলেন, ‘উন্নত বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে ডিজিটাল সেবার মাধ্যমে আমাদের অগ্রযাত্রা নিশ্চিত করতে হবে। শুধু সমঝোতা স্মারক সই নয়, দ্রুত এর বাস্তবায়ন ঘটিয়ে প্রযুক্তিকে সর্বোচ্চ কাজে লাগিয়ে ওএসএস মাধ্যমে একই প্ল্যাটফর্ম থেকে বিনিয়োগকারীকে আমাদের সর্বোচ্চ সেবা দেওয়া নিশ্চিত করতে হবে।’
বিডার নির্বাহী সদস্য অভিজিৎ চৌধুরীর মন্তব্য, ওএসএস মাধ্যমে বিনিয়োগে আস্থার পরিবেশ নিশ্চিত করতে হবে। তার পরামর্শ, ‘আমাদের খেয়াল রাখতে হবে যাতে প্রযুক্তি ব্যবহার করে কম সময়ে, কম খরচে দেশি-বিদেশি বিনিয়োগকারীরা অন্তর্জাতিক মানের বিনিয়োগ সেবা পেতে পারেন।’ চুক্তি সই অনুষ্ঠানে আরও জানানো হয়, ইতোমধ্যে বিডা ৩৫টি সংস্থার সঙ্গে সমঝোতা স্মারক সই করেছে এবং ১৮টি প্রতিষ্ঠানের ৫৬টি সেবা ওএসএস মাধ্যমে দিয়ে আসছে।