ঢাকা ০৭:০৭ অপরাহ্ন, রবিবার, ০৯ নভেম্বর ২০২৫

শ্বাসরুদ্ধকর লড়াই জিতে ফাইনালে আফ্রিদির লাহোর

  • আপডেট সময় : ১১:১১:৪৫ পূর্বাহ্ন, শনিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২২
  • ১২১ বার পড়া হয়েছে

ক্রীড়া ডেস্ক : একটা সময় মনে হচ্ছিল খুব সহজেই জিতে যাবে ইসলামাবাদ ইউনাইটেড। এমনকি শেষ ওভার পর্যন্ত সম্ভাবনা জিইয়ে রেখেছিল শাদাব খানের দল। কিন্তু শেষ ৬ বলে ৮ রান নিতে পারলো না তারা। মারকুটে ব্যাটিংয়ের পর বল হাতেও স্নায়ু ধরে রাখলেন ডেভিড ওয়াইজ। দক্ষিণ আফ্রিকা ছেড়ে নামিবিয়ার নাগরিকত্ব নেওয়া এই অলরাউন্ডারের দুরন্ত পারফরম্যান্সে শ্বাসরুদ্ধকর এক লড়াই ৬ রানে জিতে পাকিস্তান সুপার লিগের ফাইনালে নাম লিখিয়েছে শাহিন শাহ আফ্রিদির লাহোর কালান্দার্স।
শুক্রবার রাতে পিএসএলের এলিমিনেটর টু’তে টস জিতে ব্যাট করতে নেমে ৭ উইকেটে ১৬৮ রানের চ্যালেঞ্জিং সংগ্রহ দাঁড় করিয়েছিল লাহোর। ৭ রানের মধ্যে ২ উইকেট হারানোর পর আবদুল্লাহ শফিক ২৮ বলে ৫২ রানের ঝড়ো ইনিংস খেললেও পুঁজিটা খুব বড় হওয়ার সম্ভাবনা ছিল না স্বাগতিকদের। ১৯ ওভার শেষে তাদের বোর্ডে ছিল ৭ উইকেটে ১৪১ রান। এমন মুহূর্তে ওয়াকাস মাকসুদের করা শেষ ওভারে তা-ব চালান ওয়াইজ। ৩ ছক্কা আর এক বাউন্ডারিতে ওই ওভারে তিনি তুলে নেন ২৭ রান। জবাবে অ্যালেক্স হেলসের ২৯ বলে ৩৮ রানের পর আজম খান আর আসিফ আলির ব্যাটে জয়ের স্বপ্ন দেখছিল ইসলামাবাদ। আজম ২৮ বলে ৪০ করে আউট হলেও আসিফ ১৯তম ওভার পর্যন্ত সম্ভাবনা জিইয়ে রেখেছিলেন। কিন্তু ২২ বলে ২৫ করে তিনি হারিস রউফের শিকার হলে ঘুরে যায় ম্যাচ। শেষ ওভারে ওয়াইজে দুর্দান্ত বোলিংয়ে ইনিংসের ২ বল বাকি থাকতে ইসলামাবাদ আর ১ রান যোগ করে অলআউট হয় ১৬২ রানে। ৮ বলে ২৮ রানের পর বল হাতে ২০ রানে ১ উইকেট নিয়ে ম্যাচসেরা হন ওয়াইজ।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

ডেনমার্কে ১৫ বছরের কম বয়সীদের জন্য সামাজিক মাধ্যম নিষিদ্ধ

শ্বাসরুদ্ধকর লড়াই জিতে ফাইনালে আফ্রিদির লাহোর

আপডেট সময় : ১১:১১:৪৫ পূর্বাহ্ন, শনিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২২

ক্রীড়া ডেস্ক : একটা সময় মনে হচ্ছিল খুব সহজেই জিতে যাবে ইসলামাবাদ ইউনাইটেড। এমনকি শেষ ওভার পর্যন্ত সম্ভাবনা জিইয়ে রেখেছিল শাদাব খানের দল। কিন্তু শেষ ৬ বলে ৮ রান নিতে পারলো না তারা। মারকুটে ব্যাটিংয়ের পর বল হাতেও স্নায়ু ধরে রাখলেন ডেভিড ওয়াইজ। দক্ষিণ আফ্রিকা ছেড়ে নামিবিয়ার নাগরিকত্ব নেওয়া এই অলরাউন্ডারের দুরন্ত পারফরম্যান্সে শ্বাসরুদ্ধকর এক লড়াই ৬ রানে জিতে পাকিস্তান সুপার লিগের ফাইনালে নাম লিখিয়েছে শাহিন শাহ আফ্রিদির লাহোর কালান্দার্স।
শুক্রবার রাতে পিএসএলের এলিমিনেটর টু’তে টস জিতে ব্যাট করতে নেমে ৭ উইকেটে ১৬৮ রানের চ্যালেঞ্জিং সংগ্রহ দাঁড় করিয়েছিল লাহোর। ৭ রানের মধ্যে ২ উইকেট হারানোর পর আবদুল্লাহ শফিক ২৮ বলে ৫২ রানের ঝড়ো ইনিংস খেললেও পুঁজিটা খুব বড় হওয়ার সম্ভাবনা ছিল না স্বাগতিকদের। ১৯ ওভার শেষে তাদের বোর্ডে ছিল ৭ উইকেটে ১৪১ রান। এমন মুহূর্তে ওয়াকাস মাকসুদের করা শেষ ওভারে তা-ব চালান ওয়াইজ। ৩ ছক্কা আর এক বাউন্ডারিতে ওই ওভারে তিনি তুলে নেন ২৭ রান। জবাবে অ্যালেক্স হেলসের ২৯ বলে ৩৮ রানের পর আজম খান আর আসিফ আলির ব্যাটে জয়ের স্বপ্ন দেখছিল ইসলামাবাদ। আজম ২৮ বলে ৪০ করে আউট হলেও আসিফ ১৯তম ওভার পর্যন্ত সম্ভাবনা জিইয়ে রেখেছিলেন। কিন্তু ২২ বলে ২৫ করে তিনি হারিস রউফের শিকার হলে ঘুরে যায় ম্যাচ। শেষ ওভারে ওয়াইজে দুর্দান্ত বোলিংয়ে ইনিংসের ২ বল বাকি থাকতে ইসলামাবাদ আর ১ রান যোগ করে অলআউট হয় ১৬২ রানে। ৮ বলে ২৮ রানের পর বল হাতে ২০ রানে ১ উইকেট নিয়ে ম্যাচসেরা হন ওয়াইজ।