বিনোদন ডেস্ক : হাজং ভাষার সঙ্গে বাংলার ফিউশনে ‘নাসেক নাসেক’ শিরোনামে গান নিয়ে কোক স্টুডিও বাংলার প্রথম মৌসুমের যাত্রা শুরু হল। ভাষার মাসে বুধবার রাতে কোক স্টুডিও বাংলার ফেসবুক পেইজ ও ইউটিউবে গানটি প্রকাশ করা হয়েছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে আয়োজকরা। নিজের মাতৃভাষায় ‘নাসেক নাসেক’ লিখেছেন হাজং জনগোষ্ঠীর শিল্পী অনিমেষ রায়; এতে কণ্ঠও দিয়েছেন তিনি। তার সঙ্গে আব্দুল লতিফের লেখা ‘দোল দোল দুলুনি’ গানটি পরিবেশন করেছেন পান্থ কানাই। দুই ভাষায় নির্মিত ফিউশনটির সংগীতায়োজন করেছেন কোক স্টুডিও বাংলার সঙ্গীত প্রযোজক শায়ান চৌধুরী অর্ণব। আয়োজকরা জানান, ভাষার মাসে সব ভাষার প্রতি শ্রদ্ধা জানিয়ে ‘হাজং’ ভাষার গানটি প্রকাশ করেছেন তারা। অর্ণব বলেন, “আমাদের প্রথম গানটি সবার কাছে তুলে ধরতে পেরে আমরা রোমাঞ্চিত। এই গানটি করতে গিয়ে আমরা যেরকম উপভোগ করেছি, আশা করি, দর্শকরাও গানটি সেরকম উপভোগ করবেন। এটি কোক স্টুডিও মাত্র শুরু, প্রথম সিজনের জন্য জনপ্রিয় আরো শিল্পীর গাওয়া আরও চমৎকার গান অপেক্ষা করে আছে।”
হাজং জনগোষ্ঠীর সঙ্গীতকে সবার সামনে তুলে ধরতে পেরে উচ্ছ্বসিত অনিমেষ রায়। হাজং ভাষার শব্দ ‘নাসেক নাসেক’ অর্থ নাচো নাচো। নেত্রকোনা জেলার কলমাকান্দা ও দুর্গাপুর এলাকায় এবং ময়মনসিংহের ধোবাউড়া উপজেলায় এ ক্ষুদ্র নৃগোষ্ঠীর বাস। এই জনগোষ্ঠীর একটি অংশ সিলেট ও সুনামগঞ্জেও বাস করে। হাজংদের নিজস্ব ভাষা, সাংস্কৃতিক ঐতিহ্য, সামাজিক আচার-অনুষ্ঠান, খাদ্য ও পোশাক রয়েছে। অনিমেষের বিশ্বাস, দুই ভাষার এই অনন্য ফিউশন দর্শক উপভোগ করবেন এবং পান্থ কানাই ও তার গাওয়া গানটি পছন্দ করবেন। কোকা-কোলার আন্তর্জাতিক সঙ্গীত আয়োজন কোক স্টুডিওর সর্বশেষ সংস্করণ কোক স্টুডিও বাংলা। দেশীয় সঙ্গীত, সঙ্গীতশিল্পী, সঙ্গীতশিল্প ও সঙ্গীতের প্রতি সারা বিশ্বের বাংলাভাষী মানুষদের ভালোবাসার কথা তুলে ধরার উদ্দেশ্যে ফিউশন মিউজিক প্ল্যাটফর্মটি বাংলাদেশে এসেছে।
‘কোক স্টুডিও বাংলা’য় প্রথম গান প্রকাশ
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ