ঢাকা ০১:৩৭ অপরাহ্ন, বুধবার, ০২ জুলাই ২০২৫

শ্রাবন্তীর ডিগবাজি

  • আপডেট সময় : ০১:০২:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ ফেব্রুয়ারী ২০২২
  • ৯০ বার পড়া হয়েছে

বিনোদন ডেস্ক : গত বছর পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের আগে বিজেপিতে যোগ দেন টলিউড অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি। শুধু তাই নয়, বেহালা পশ্চিম কেন্দ্র থেকে বিজেপির টিকিটও পেয়ে যান। কিন্তু তৃণমূলের প্রার্থী পার্থ চট্টোপাধ্যায়ের কাছে হেরে যান শ্রাবন্তী। তবে একই বছরের শেষের দিক বিজেপি ছাড়ার আনুষ্ঠানিক ঘোষণা দেন এই অভিনেত্রী। এরপর থেকে শ্রাবন্তীকে নিয়ে নানা গুঞ্জন উড়ছে। ধারণা করা হচ্ছিল, তৃণমূলে যোগ দেবেন তিনি। কিন্তু এখন পর্যন্ত এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেননি সমালোচিত এই নায়িকা। তবে তৃণমূলের হয়ে পৌরসভার ভোটের প্রচারে অংশ নিয়ে পুরোপুরি ‘ডিগবাজি’ দিলেন শ্রাবন্তী। এ নিয়ে পশ্চিমবঙ্গের রাজনৈতিক অঙ্গনে জোর জল্পনা চলছে। ভারতীয় একটি সংবাদমাধ্যম এক প্রতিবেদনে জানিয়েছে, বুধবার (২৩ ফেব্রুয়ারি) বহরমপুর পৌরসভার ভোট উপলক্ষে সেখানকার তৃণমূল প্রার্থীর হয়ে রোড শো ও জনসভায় অংশ নিয়েছেন শ্রাবন্তী। শোনা যাচ্ছে, সেখানেই নাকি শ্রাবন্তী জানিয়েছেন, তিনি তৃণমূলেই আছেন! শুধু তাই নয়, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ভূয়সী প্রশংসা করেছেন এই অভিনেত্রী। বর্তমানে শ্রাবন্তীর হাতে রয়েছে ‘খেলাঘর’ সিনেমার কাজ। এ সিনেমায় আবারো দেবের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করবেন শ্রাবন্তী। মুক্তির অপেক্ষায় রয়েছে শ্রাবন্তীর ‘কাবেবী অন্তর্ধান’ সিনেমাটি। এতে প্রসেনজিতের বিপরীতে অভিনয় করেছেন তিনি।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

এই রক্তস্রোত যেন বৃথা না যায়, ঐক্য বজায় রাখতে হবে: খালেদা জিয়া

শ্রাবন্তীর ডিগবাজি

আপডেট সময় : ০১:০২:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ ফেব্রুয়ারী ২০২২

বিনোদন ডেস্ক : গত বছর পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের আগে বিজেপিতে যোগ দেন টলিউড অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি। শুধু তাই নয়, বেহালা পশ্চিম কেন্দ্র থেকে বিজেপির টিকিটও পেয়ে যান। কিন্তু তৃণমূলের প্রার্থী পার্থ চট্টোপাধ্যায়ের কাছে হেরে যান শ্রাবন্তী। তবে একই বছরের শেষের দিক বিজেপি ছাড়ার আনুষ্ঠানিক ঘোষণা দেন এই অভিনেত্রী। এরপর থেকে শ্রাবন্তীকে নিয়ে নানা গুঞ্জন উড়ছে। ধারণা করা হচ্ছিল, তৃণমূলে যোগ দেবেন তিনি। কিন্তু এখন পর্যন্ত এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেননি সমালোচিত এই নায়িকা। তবে তৃণমূলের হয়ে পৌরসভার ভোটের প্রচারে অংশ নিয়ে পুরোপুরি ‘ডিগবাজি’ দিলেন শ্রাবন্তী। এ নিয়ে পশ্চিমবঙ্গের রাজনৈতিক অঙ্গনে জোর জল্পনা চলছে। ভারতীয় একটি সংবাদমাধ্যম এক প্রতিবেদনে জানিয়েছে, বুধবার (২৩ ফেব্রুয়ারি) বহরমপুর পৌরসভার ভোট উপলক্ষে সেখানকার তৃণমূল প্রার্থীর হয়ে রোড শো ও জনসভায় অংশ নিয়েছেন শ্রাবন্তী। শোনা যাচ্ছে, সেখানেই নাকি শ্রাবন্তী জানিয়েছেন, তিনি তৃণমূলেই আছেন! শুধু তাই নয়, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ভূয়সী প্রশংসা করেছেন এই অভিনেত্রী। বর্তমানে শ্রাবন্তীর হাতে রয়েছে ‘খেলাঘর’ সিনেমার কাজ। এ সিনেমায় আবারো দেবের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করবেন শ্রাবন্তী। মুক্তির অপেক্ষায় রয়েছে শ্রাবন্তীর ‘কাবেবী অন্তর্ধান’ সিনেমাটি। এতে প্রসেনজিতের বিপরীতে অভিনয় করেছেন তিনি।