ঢাকা ১০:৩৯ পূর্বাহ্ন, শনিবার, ০৫ জুলাই ২০২৫

বাবার জমি ফেরত পেতে কাফনের কাপড় পরে তিন বোনের অনশন

  • আপডেট সময় : ০২:০১:৫১ অপরাহ্ন, বুধবার, ২৩ ফেব্রুয়ারী ২০২২
  • ৮৫ বার পড়া হয়েছে

বরগুনা প্রতিনিধি : বরগুনায় দখল হয়ে যাওয়া বাবার জমি ও বাড়ি ফেরত পেতে কাফনের কাপড় পরে অনশন কর্মসূচি পালন করছেন তিন বোন। গতকাল বুধবার সকাল থেকে বরগুনা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অনশনে বসেছেন তাঁরা। বাড়ি ও জমি ফিরে না পাওয়া পর্যন্ত তাঁরা অনশন চালিয়ে যাবেন বলে ঘোষণা দিয়েছেন। ওই তিন বোন হলেন রুবি আক্তার (২৭), জেসমিন আক্তার (১৮) ও মোসা. রোজিনা (১৬)। তাঁরা বরগুনার বামনা উপজেলার গোলাঘাটা গ্রামের মৃত আবদুল রশীদের মেয়ে।
রুবি আক্তার বলেন, মা-বাবা মারা যাওয়ার পর ছোট দুই বোনকে নিয়ে রুবি চট্টগ্রামে চলে যান। সেখানে তিনি পোশাক কারখানায় চাকরি করে দুই বোনকে পড়াশোনা করান। ২০১৯ সালে তাঁরা বাড়ি ফিরে দেখেন এলাকার প্রভাবশালীদের যোগসাজশে তাঁদের পৈতৃক সম্পত্তি দখল হয়ে গেছে। ওই সময় তাঁদের ওই বাড়ি থেকেও বের করে দেওয়া হয়। এর পর থেকে তাঁরা মানবেতর জীবন যাপন করছেন।
রুবি আক্তার বলেন, ‘আমার ছোট বোনেরা দূরসম্পর্কের আত্মীয়ের বাসায় থেকে পড়াশোনা করত। তিন বছর আগে আমি বাড়ি এসে দেখি বাবার সব সম্পত্তি আমার চাচারা এলাকার প্রভাবশালীদের যোগসাজশে দখল করে নিয়েছেন। তাঁরা আমাদের বলেন, নিলামে তাঁরা আমাদের জমি কিনে নিয়েছেন। পরে বামনা উপজেলা ভূমি অফিসে গিয়ে জানতে পারি, আমাদের জমির নিলাম হয়নি।’
ওই তিন বোন দাবি করেন, তাঁরা এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), উপজেলা চেয়ারম্যান ও জেলা প্রশাসককে জানালেও কোনো সমাধান হয়নি। তাই বাধ্য হয়ে অনশনে বসেছেন। তাঁরা এ বিষয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ দাবি করেন।
জানতে চাইলে ইউএনও বিবেক সরকার বলেন, প্রায় এক বছর আগে ওই তিন বোনের কাছ থেকে তিনি একটি লিখিত অভিযোগ পেয়েছিলেন। পরে তিনি ওই অভিযোগ তদন্ত করার জন্য বামনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশ দেন। কিন্তু এ বিষয়ে তাঁর সঙ্গে আর কেউ যোগাযোগ করেননি বলে তিনি দাবি করেন। বরগুনার জেলা প্রশাসক হাবিবুর রহমান বলেন, আজ অনশন শুরু করার পর তিনি ওই তিন বোনকে তাঁর কার্যালয়ে ডেকেছিলেন। তবে তাঁরা কেউ আসেননি। পরে তিনি নিজে গিয়ে তাঁদের সঙ্গে কথা বলার চেষ্টা করলেও কেউ কথা বলতে রাজি হননি। ওই তিন বোন এ বিষয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ দাবি করছেন।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

নতুন আপদ ‘মব সন্ত্রাস’, আতঙ্কে সারা দেশ

বাবার জমি ফেরত পেতে কাফনের কাপড় পরে তিন বোনের অনশন

আপডেট সময় : ০২:০১:৫১ অপরাহ্ন, বুধবার, ২৩ ফেব্রুয়ারী ২০২২

বরগুনা প্রতিনিধি : বরগুনায় দখল হয়ে যাওয়া বাবার জমি ও বাড়ি ফেরত পেতে কাফনের কাপড় পরে অনশন কর্মসূচি পালন করছেন তিন বোন। গতকাল বুধবার সকাল থেকে বরগুনা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অনশনে বসেছেন তাঁরা। বাড়ি ও জমি ফিরে না পাওয়া পর্যন্ত তাঁরা অনশন চালিয়ে যাবেন বলে ঘোষণা দিয়েছেন। ওই তিন বোন হলেন রুবি আক্তার (২৭), জেসমিন আক্তার (১৮) ও মোসা. রোজিনা (১৬)। তাঁরা বরগুনার বামনা উপজেলার গোলাঘাটা গ্রামের মৃত আবদুল রশীদের মেয়ে।
রুবি আক্তার বলেন, মা-বাবা মারা যাওয়ার পর ছোট দুই বোনকে নিয়ে রুবি চট্টগ্রামে চলে যান। সেখানে তিনি পোশাক কারখানায় চাকরি করে দুই বোনকে পড়াশোনা করান। ২০১৯ সালে তাঁরা বাড়ি ফিরে দেখেন এলাকার প্রভাবশালীদের যোগসাজশে তাঁদের পৈতৃক সম্পত্তি দখল হয়ে গেছে। ওই সময় তাঁদের ওই বাড়ি থেকেও বের করে দেওয়া হয়। এর পর থেকে তাঁরা মানবেতর জীবন যাপন করছেন।
রুবি আক্তার বলেন, ‘আমার ছোট বোনেরা দূরসম্পর্কের আত্মীয়ের বাসায় থেকে পড়াশোনা করত। তিন বছর আগে আমি বাড়ি এসে দেখি বাবার সব সম্পত্তি আমার চাচারা এলাকার প্রভাবশালীদের যোগসাজশে দখল করে নিয়েছেন। তাঁরা আমাদের বলেন, নিলামে তাঁরা আমাদের জমি কিনে নিয়েছেন। পরে বামনা উপজেলা ভূমি অফিসে গিয়ে জানতে পারি, আমাদের জমির নিলাম হয়নি।’
ওই তিন বোন দাবি করেন, তাঁরা এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), উপজেলা চেয়ারম্যান ও জেলা প্রশাসককে জানালেও কোনো সমাধান হয়নি। তাই বাধ্য হয়ে অনশনে বসেছেন। তাঁরা এ বিষয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ দাবি করেন।
জানতে চাইলে ইউএনও বিবেক সরকার বলেন, প্রায় এক বছর আগে ওই তিন বোনের কাছ থেকে তিনি একটি লিখিত অভিযোগ পেয়েছিলেন। পরে তিনি ওই অভিযোগ তদন্ত করার জন্য বামনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশ দেন। কিন্তু এ বিষয়ে তাঁর সঙ্গে আর কেউ যোগাযোগ করেননি বলে তিনি দাবি করেন। বরগুনার জেলা প্রশাসক হাবিবুর রহমান বলেন, আজ অনশন শুরু করার পর তিনি ওই তিন বোনকে তাঁর কার্যালয়ে ডেকেছিলেন। তবে তাঁরা কেউ আসেননি। পরে তিনি নিজে গিয়ে তাঁদের সঙ্গে কথা বলার চেষ্টা করলেও কেউ কথা বলতে রাজি হননি। ওই তিন বোন এ বিষয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ দাবি করছেন।