ঢাকা ০৪:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫

রাজ-পরীর প্রেম যে ছবি থেকে, অপেক্ষা তার মুক্তির

  • আপডেট সময় : ১১:৪৭:৪৩ পূর্বাহ্ন, বুধবার, ২৩ ফেব্রুয়ারী ২০২২
  • ৭৮ বার পড়া হয়েছে

বিনোদন প্রতিবেদক : ‘মনপুরা’-খ্যাত পরিচালক গিয়াস উদ্দিন সেলিমের ‘গুণিন’ ছবিতে একসঙ্গে অভিনয় করতে গিয়ে মন দেওয়া-নেওয়া করেছিলেন চিত্রনায়িকা পরীমনি ও নায়ক শরিফুল রাজ। এ কথা তারাই জানিয়েছিলেন। ভালোবেসে ঘরও বেঁধেছেন তারা। নতুন খবর হলো, খুব শিগগির সিনেমা হলে মুক্তি পেতে চলেছে সেই ছবি।
গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন পরিচালক গিয়াস উদ্দিন সেলিম। যদিও ঠিক কবে নাগাদ ছবিটি মুক্তি পাবে, তা নিশ্চিত করেননি নির্মাতা। তিনি শুধু জানিয়েছেন, খুব তাড়াতাড়ি ‘গুণিন’ সিনেমা হলে মুক্তি পাবে। এরপর ছবিটি চরকির পর্দায়ও দেখা যাবে। কারণ, চরকি অরজিনালের প্রযোজনাতেই এটি নির্মিত হয়েছে।
গত ২০ ফেব্রুয়ারি বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড থেকে আনকাট ছাড়পত্র পায় ‘গুণিন’। ছবিটি দেখে সেন্সর বোর্ড কর্তারা প্রশংসা করেছেন বলেও জানান গিয়াস উদ্দিন সেলিম। তিনি আশাবাদী, দর্শকও ছবিটি বেশ উপভোগ করবেন। সেলিম বলেন, ‘ছবিতে প্রত্যেকেই চমৎকার অভিনয় করেছেন। পরিচালক হিসেবে আমি সবার কাজেই খুব খুশি।’
গিয়াস উদ্দিন সেলিমের ‘গুণিন’ নির্মিত হয়েছে হাসান আজিজুল হকের লেখা ছোটগল্প অবলম্বনে। এর মুখ্য দুটি চরিত্রে অভিনয় করেছেন পরীমনি ও শরিফুল রাজ। তাদের চরিত্রের নাম যথাক্রমে রাবেয়া ও রমিজ।
এই ছবির শুটিং করতে গিয়েই পরিচয়, তারপর প্রণয়, অতঃপর পরিণয় হয়েছে পরীমনি ও রাজের। পর্দার রাবেয়া-রমিজ বাস্তবেও বেঁধেছেন সংসার। সন্তানের অভিভাবকও হতে চলেছেন। তবে ছবিতে তাদের পরিণতি কী হয়? বাস্তবের মতো সুখের সংসার কি তারা ছবিতেও বাঁধতে পারবেন? এ প্রশ্নের উত্তর পেতে প্রেক্ষাগৃহে গিয়ে দেখতে হবে ‘গুণিন’।
এদিকে ছবিতে নাম ভূমিকায় অর্থাৎ ‘গুণিন’ চরিত্রে অভিনয় করেছেন আজাদ আবুল কালাম। বিভিন্ন চরিত্রে আরও আছেন দিলারা জামান, ইরেশ যাকের, মোস্তফা মনওয়ার, শিল্পী সরকার অপু, ঝুনা চৌধুরীসহ আরও অনেকেই। এখন দেখার, কবে নাগাদ সিনেমার পর্দায় ওঠে রাজ-পরীদের ‘গুণিন’।

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

তত্ত্বাবধায়ক পুনর্বহাল ও সীমানা পুনর্নির্ধারণে সব দল একমত

রাজ-পরীর প্রেম যে ছবি থেকে, অপেক্ষা তার মুক্তির

আপডেট সময় : ১১:৪৭:৪৩ পূর্বাহ্ন, বুধবার, ২৩ ফেব্রুয়ারী ২০২২

বিনোদন প্রতিবেদক : ‘মনপুরা’-খ্যাত পরিচালক গিয়াস উদ্দিন সেলিমের ‘গুণিন’ ছবিতে একসঙ্গে অভিনয় করতে গিয়ে মন দেওয়া-নেওয়া করেছিলেন চিত্রনায়িকা পরীমনি ও নায়ক শরিফুল রাজ। এ কথা তারাই জানিয়েছিলেন। ভালোবেসে ঘরও বেঁধেছেন তারা। নতুন খবর হলো, খুব শিগগির সিনেমা হলে মুক্তি পেতে চলেছে সেই ছবি।
গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন পরিচালক গিয়াস উদ্দিন সেলিম। যদিও ঠিক কবে নাগাদ ছবিটি মুক্তি পাবে, তা নিশ্চিত করেননি নির্মাতা। তিনি শুধু জানিয়েছেন, খুব তাড়াতাড়ি ‘গুণিন’ সিনেমা হলে মুক্তি পাবে। এরপর ছবিটি চরকির পর্দায়ও দেখা যাবে। কারণ, চরকি অরজিনালের প্রযোজনাতেই এটি নির্মিত হয়েছে।
গত ২০ ফেব্রুয়ারি বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড থেকে আনকাট ছাড়পত্র পায় ‘গুণিন’। ছবিটি দেখে সেন্সর বোর্ড কর্তারা প্রশংসা করেছেন বলেও জানান গিয়াস উদ্দিন সেলিম। তিনি আশাবাদী, দর্শকও ছবিটি বেশ উপভোগ করবেন। সেলিম বলেন, ‘ছবিতে প্রত্যেকেই চমৎকার অভিনয় করেছেন। পরিচালক হিসেবে আমি সবার কাজেই খুব খুশি।’
গিয়াস উদ্দিন সেলিমের ‘গুণিন’ নির্মিত হয়েছে হাসান আজিজুল হকের লেখা ছোটগল্প অবলম্বনে। এর মুখ্য দুটি চরিত্রে অভিনয় করেছেন পরীমনি ও শরিফুল রাজ। তাদের চরিত্রের নাম যথাক্রমে রাবেয়া ও রমিজ।
এই ছবির শুটিং করতে গিয়েই পরিচয়, তারপর প্রণয়, অতঃপর পরিণয় হয়েছে পরীমনি ও রাজের। পর্দার রাবেয়া-রমিজ বাস্তবেও বেঁধেছেন সংসার। সন্তানের অভিভাবকও হতে চলেছেন। তবে ছবিতে তাদের পরিণতি কী হয়? বাস্তবের মতো সুখের সংসার কি তারা ছবিতেও বাঁধতে পারবেন? এ প্রশ্নের উত্তর পেতে প্রেক্ষাগৃহে গিয়ে দেখতে হবে ‘গুণিন’।
এদিকে ছবিতে নাম ভূমিকায় অর্থাৎ ‘গুণিন’ চরিত্রে অভিনয় করেছেন আজাদ আবুল কালাম। বিভিন্ন চরিত্রে আরও আছেন দিলারা জামান, ইরেশ যাকের, মোস্তফা মনওয়ার, শিল্পী সরকার অপু, ঝুনা চৌধুরীসহ আরও অনেকেই। এখন দেখার, কবে নাগাদ সিনেমার পর্দায় ওঠে রাজ-পরীদের ‘গুণিন’।