বিনোদন ডেস্ক : ক্যারিয়ারে প্রথমবার কোনো বায়োপিকে অভিনয় করতে চলেছেন বলিউড অভিনেত্রী ও প্রযোজক আনুশকা শর্মা। তাও আবার একজন ক্রিকেটারের। ভারতের নারী ক্রিকেটার ঝুলন গোস্বামীর জীবনীভিত্তিক ছবিতে দেখা যাবে বিরাট-পতœীকে।
এখনো শুটিং শুরু হয়নি ছবির। আগে নিজেকে তৈরি করছেন আনুশকা। তার জন্য চলছে জোরকদমে প্রস্তুতি। মঙ্গলবার মুম্বাইয়ের জুহুর একটি মাঠে কঠোর অনুশীলন করতে দেখা যায় এই নায়িকাকে। শারীরিক প্রশিক্ষণের পাশাপাশি, বোলিং প্র্যাকটিস করতেও দেখা যায় তাকে।
সন্তান হওয়ার পর কাজ থেকে ঠিক এক বছরের বিরতি নিয়েছিলেন ‘রব নে বানা দি জোড়ি’ তারকা। তার পরই জানান, ক্রিকেটার ঝুলন গোস্বামীর বায়োপিক ‘চাকদা এক্সপ্রেস’-এর কাজ শুরু করতে চলেছেন তিনি। ছবির প্রযোজকও আনুশকা। সহ-প্রযোজনায় আছেন নায়িকার ভাই কর্ণেশ শর্মা।
এই স্পোর্টস মুভির জন্য আনুশকার কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ একজন ক্রিকেটারের মতো ফিটনেস তৈরি করা। পাশাপাশি ফাস্ট বোলিংয়ে তার অ্যাকশন যেন নিখুঁত হয়। ছবির প্রস্তুতির জন্য ক্রিকেটার ঝুলনও সাহায্য করছেন আনুশকাকে। তার ফিজিক্যাল ট্রেনিং শেষ হয়ে গেলেই ছবির শুটিং শুরু হবে।
‘চাকদা এক্সপ্রেস’ পরিচালনা করবেন প্রসিত রায়। কাহিনি ও চিত্রনাট্য লিখেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। লন্ডনে টানা এক মাস হবে শুটিং। নির্মাতা সংস্থার দাবি, স্পোর্টস মুভির জন্য এত আয়োজন এর আগে দেখা যায়নি বলিউডে। বোঝাই যাচ্ছে, প্রযোজক-অভিনেত্রী তার আগামী প্রজেক্টে কোনো ফাঁক রাখতে চান না।
ক্রিকেটার হতে জোর প্রস্তুতি আনুশকার
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ