ঢাকা ১০:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০৫ অগাস্ট ২০২৫

বিশ্বে ২৪ ঘণ্টায় শনাক্ত কমেছে, বেড়েছে মৃত্যু

  • আপডেট সময় : ০১:৪৪:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ ফেব্রুয়ারী ২০২২
  • ১২৪ বার পড়া হয়েছে

প্রত্যাশা ডেস্ক : করোনা মহামারিতে গত ২৪ ঘণ্টায় বিশ্বে মারা গেছে ছয় হাজার ১৬৩ জন। একই সময়ের মধ্যে শনাক্ত হয়েছে ১২ লাখ ৪৭ হাজার ৭৮৯ জন।
গতকাল মঙ্গলবার সকালে করোনা সংক্রমণ, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার থেকে এ তথ্য পাওয়া গেছে।
তথ্য অনুযায়ী, গত এক দিনে পূর্ববর্তী ২৪ ঘণ্টার তুলনায় মৃত্যু বেড়েছে প্রায় এক হাজার। তবে শনাক্ত কমেছে প্রায় ৩২ হাজার। করোনা মহামারি শুরু থেকে এ পর্যন্ত বিশ্বজুড়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৫৯ লাখ ৮ হাজার ৯২৩। আক্রান্তের সংখ্যা ৪২ কোটি ৬২ লাখ ৩৮ হাজার ৬২৬।
ওয়ার্ল্ডোমিটারের তথ্য বলছে, গত ২৪ ঘণ্টায় বিশ্বজুড়ে সবচেয়ে বেশি সংক্রমণ ও প্রাণহানির ঘটনা ঘটেছে রাশিয়ায়। দেশটিতে ২৪ ঘণ্টায় মারা গেছে ৭৩৫ জন এবং নতুন করে শনাক্ত হয়েছে এক লাখ ৫২ হাজার ৩৩৭ জন। মহামারির শুরু থেকে এ পর্যন্ত দেশটিতে মোট শনাক্ত রোগীর সংখ্যা এক কোটি ৫৫ লাখ ২২ হাজার ৭৫৬ জন। মৃত্যু হয়েছে তিন লাখ ৪৬ হাজার ২৩৫ জনের। প্রতিদিনের প্রাণহানির হিসাবে রাশিয়ার পরেই রয়েছে ব্রাজিল, যুক্তরাষ্ট্র, ফ্রান্স, ভারত, তুরস্ক ও ইরান। এর মধ্যে যুক্তরাষ্ট্রে ২৪ ঘণ্টায় সংক্রমণ ও প্রাণহানি কিছুটা কমেছে। এই সময়ের মধ্যে দেশটিতে আক্রান্ত হয়েছে ২৭ হাজার ২৮৪ জন এবং মারা গেছে ২৮৭ জন।
মহামারিতে সবচেয়ে ক্ষতিগ্রস্ত এই দেশটিতে এখন পর্যন্ত আট কোটি এক লাখ ৪৩ হাজার ৭৪২ জন সংক্রমিত হয়েছে, আর মারা গেছে নয় লাখ ৬০ হাজার ১৩৮ জন। এদিকে সংক্রমণের হিসাবে দ্বিতীয় অবস্থানে থাকা ভারতে গত ২৪ ঘণ্টায় ২৩০ জনের মৃত্যু এবং ১১ হাজার ৫৪২ জন শনাক্ত হয়েছে। বাংলাদেশের প্রতিবেশী দেশটিতে এখন পর্যন্ত মোট আক্রান্ত হয়েছে চার কোটি ২৮ লাখ ৫০ হাজার ৬৬ জন এবং মারা গেছে পাঁচ লাখ ১২ হাজার ২৭১ জন।
উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে বৈশ্বিক মহামারি হিসেবে ঘোষণা করে।

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিশ্বে ২৪ ঘণ্টায় শনাক্ত কমেছে, বেড়েছে মৃত্যু

আপডেট সময় : ০১:৪৪:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ ফেব্রুয়ারী ২০২২

প্রত্যাশা ডেস্ক : করোনা মহামারিতে গত ২৪ ঘণ্টায় বিশ্বে মারা গেছে ছয় হাজার ১৬৩ জন। একই সময়ের মধ্যে শনাক্ত হয়েছে ১২ লাখ ৪৭ হাজার ৭৮৯ জন।
গতকাল মঙ্গলবার সকালে করোনা সংক্রমণ, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার থেকে এ তথ্য পাওয়া গেছে।
তথ্য অনুযায়ী, গত এক দিনে পূর্ববর্তী ২৪ ঘণ্টার তুলনায় মৃত্যু বেড়েছে প্রায় এক হাজার। তবে শনাক্ত কমেছে প্রায় ৩২ হাজার। করোনা মহামারি শুরু থেকে এ পর্যন্ত বিশ্বজুড়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৫৯ লাখ ৮ হাজার ৯২৩। আক্রান্তের সংখ্যা ৪২ কোটি ৬২ লাখ ৩৮ হাজার ৬২৬।
ওয়ার্ল্ডোমিটারের তথ্য বলছে, গত ২৪ ঘণ্টায় বিশ্বজুড়ে সবচেয়ে বেশি সংক্রমণ ও প্রাণহানির ঘটনা ঘটেছে রাশিয়ায়। দেশটিতে ২৪ ঘণ্টায় মারা গেছে ৭৩৫ জন এবং নতুন করে শনাক্ত হয়েছে এক লাখ ৫২ হাজার ৩৩৭ জন। মহামারির শুরু থেকে এ পর্যন্ত দেশটিতে মোট শনাক্ত রোগীর সংখ্যা এক কোটি ৫৫ লাখ ২২ হাজার ৭৫৬ জন। মৃত্যু হয়েছে তিন লাখ ৪৬ হাজার ২৩৫ জনের। প্রতিদিনের প্রাণহানির হিসাবে রাশিয়ার পরেই রয়েছে ব্রাজিল, যুক্তরাষ্ট্র, ফ্রান্স, ভারত, তুরস্ক ও ইরান। এর মধ্যে যুক্তরাষ্ট্রে ২৪ ঘণ্টায় সংক্রমণ ও প্রাণহানি কিছুটা কমেছে। এই সময়ের মধ্যে দেশটিতে আক্রান্ত হয়েছে ২৭ হাজার ২৮৪ জন এবং মারা গেছে ২৮৭ জন।
মহামারিতে সবচেয়ে ক্ষতিগ্রস্ত এই দেশটিতে এখন পর্যন্ত আট কোটি এক লাখ ৪৩ হাজার ৭৪২ জন সংক্রমিত হয়েছে, আর মারা গেছে নয় লাখ ৬০ হাজার ১৩৮ জন। এদিকে সংক্রমণের হিসাবে দ্বিতীয় অবস্থানে থাকা ভারতে গত ২৪ ঘণ্টায় ২৩০ জনের মৃত্যু এবং ১১ হাজার ৫৪২ জন শনাক্ত হয়েছে। বাংলাদেশের প্রতিবেশী দেশটিতে এখন পর্যন্ত মোট আক্রান্ত হয়েছে চার কোটি ২৮ লাখ ৫০ হাজার ৬৬ জন এবং মারা গেছে পাঁচ লাখ ১২ হাজার ২৭১ জন।
উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে বৈশ্বিক মহামারি হিসেবে ঘোষণা করে।