বিনোদন ডেস্ক : বলিউডে আয়ুষ্মানের বয়স বেশি না হলেও ব্যতিক্রমী নানা চরিত্রে অভিনয় করে নাম কুড়িয়েছেন ভালোই। তিনি এখন ব্যস্ত নতুন সিনেমার শুটিংয়ে। ‘বালা’, ‘আন্ধা ধুন’র মতো সিনেমায় অভিনয় করে ব্যাপকভাবে প্রশংসিত আয়ুষ্মানের নতুন সিনেমার নাম ‘অ্যান অ্যাকশন হিরো’। অনিরুদ্ধ আইয়ার নির্মিত এই সিনেমাটি প্রযোজনা করছেন আনন্দ এল রাই ও ভূষণ কুমার। টাইমস অফ ইন্ডিয়া জানিয়েছে,সিনেমাটির শুটিং এখন লন্ডনে হচ্ছে। আয়ুষ্মানকে লন্ডনের ট্রাফালগার স্কয়ারের কাছে শুটিংয়েও দেখা গেছে। সেখানে ভিনটেজ ব্রিটিশ গার্ডের পোশাক পরে হাঁটার শট দিচ্ছিলেন তিনি। এটা এখনও স্পষ্ট নয় যে তিনি ব্রিটিশ গার্ডের ভূমিকায় অভিনয় করছেন, নাকি এটি শুধু একটি দৃশ্যের জন্য। এই সিনেমায় আয়ুষ্মানকে ‘অ্যাকশন হিরো’র ভূমিকায় দেখা যাবে কি না, তাও এখনও স্পষ্ট নয়। এর আগে আয়ুষ্মান এ সিনেমার চিত্রনাট্য নিয়ে কথা বললেও তাতেও তার চরিত্র খোলসা হয়নি। তিনি শুধু বলেছিলেন, ‘নতুন’ ও ‘অন্যরকম’ একটি স্ক্রিপ্ট।
সেই সঙ্গে বলেছিলেন, “আমি তৃতীয়বারের মতো আনন্দ স্যারের সাথে কাজ করতে পেরে রোমাঞ্চিত এবং আমি আশা করি আমরা আগে যেরকম অন্যরকম স্ক্রিপ্ট দিয়ে কাজ করে দর্শকদের মন জয় করেছি, অ্যান অ্যাকশন হিরো দিয়েও আমরা আমাদের ট্র্যাক রেকর্ড বজায় রাখতে পারব।” নির্মাতারা এ সিনেমাটি ২০২২ সালে মুক্তি দেওয়ার আশা রাখছেন। আয়ুষ্মানকে সর্বশেষ ‘চান্দিগড় কারে আশিকি’ সিনেমায় দেখা গিয়েছিল, যেখানে তার বিপরীতে ছিলেন বানী কাপুর।
আসছে আয়ুষ্মানের ‘অ্যান অ্যাকশন হিরো’
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ