প্রত্যাশা ডেস্ক : বড় আকারের একটি কাঁঠালের দাম কত? বড়জোর ২৫০ বা ৩০০ টাকা। কিন্তু একটি কাঁঠালের দাম যদি হয় ১৪ হাজার টাকা, তবে সেটি চোঁখ কপালে ওঠার মতো ব্যাপারই বটে। হ্যা, সম্প্রতি এমনই একটি কাঁঠালের ছবি ভাইরাল হয়েছে নেটমাধ্যমে। ছবিটি লন্ডনের সবচেয়ে বড় এবং পুরনো বাজার বোরো মার্কেটের।
ছবিতে দেখা যায়, ঝুড়ির মধ্যে রাখা রয়েছে একটি বড় আকারের কাঁঠাল। তার গায়ে দাম লেখা ১৬০ পাউন্ড। অর্থাৎ বাংলাদেশি টাকা যা প্রায় ১৪ হাজার টাকার কাছাকাছি। এই বহুমূল্যের কাঁঠাল নিয়ে ব্যাপক চর্চায় মেতেছে নেটমাধ্যম। কাঁঠাল বাংলাদেশের জাতীয় ফল। এই ফলটি এখানে প্রচুর পরিমাণে হয়। তাই বড় আকারের একটি কাঁঠালের দাম খুব বেশি হলেও ওই ২৫০-৩০০ টাকার মতোই হবে। লন্ডনে সেই কাঁঠালই বিক্রি হচ্ছে প্রায় ১৪ হাজার টাকায়! কাঁঠালের ওই ছবিটি প্রকাশ্যে আসার পর থেকেই নেটমাধ্যমে বিষয়টি নিয়ে ঠাট্টা-তামাশা হচ্ছে। কেউ বলেছেন, কাঁঠাল বিক্রি করে কোটিপতি হওয়ার জন্য লন্ডনে যেতে হবে। কেউ বলেছেন, লন্ডনে কাঁঠালের ব্যবসা খুলবেন।
কিন্তু কেন এত দাম? কারণ, ব্রিটেনে কাঁঠালের উপযোগী আবহাওয়া নেই। তাই সেখানে কাঁঠাল দুর্লভ। ব্রিটেনে কাঁঠালের চাহিদা বাড়ার কারণে ফলটির আমদানি বাড়ছে। সে কারণে দামের উপর প্রভাব পড়ছে। লন্ডনে নিরামিষভোজীদের মধ্যে কাঁঠালের চাহিদা বাড়ছে। মাংসের বিকল্প হিসেবে এটি খাওয়া হচ্ছে। দেশটির স্থানীয় সবজি ব্যবসায়ীদের মতে, সুপারমার্কেটে কৌটোবন্দি কাঁঠালের দাম ৩০০ টাকা। কিন্তু তার স্বাদ আসল কাঁঠালের মতো হয় না বলে তাদের দাবি।
যে কারণে এক কাঁঠালের দাম ১৪ হাজার টাকা
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ