নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘নেতাগিরি, স্লোগান,ক্ষমতার আস্ফালন বন্ধ করতে হবে। কেননা ক্ষমতার আস্ফালন দেখিয়ে বিজয়ী হওয়া যায় না। জনগণ যাকে ভালোবাসে তার স্লোগানের প্রয়োজন নাই। কাজ ভালো থাকলে স্লোগানের প্রয়োজন হয় না।’
এ সময় তিনি আরও বলেন, ‘বিএনপি ক্ষমতার আস্ফালন করতো। এখনও তারা আস্ফালন করে। এখনও আ.লীগকে বিএনপি ভয় দেখাচ্ছে। কারণ তারা সাম্প্রদায়িক শক্তির সঙ্গে আঁতাত করে সহিংসতার রাজনীতি, আগুন সন্ত্রাস করতে চায়।’ তবে বিএনপিকে হুঁশিয়ার করে ওবায়দুল কাদের বলেন, শান্তির ভাষায় কথা বলুন। অশান্তি করতে চাইলে, জনগণকে সঙ্গে নিয়ে রাজনীতি জবাব দেওয়া হবে।’
এ সময় তিনি আ.লীগ নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, শেখ হাসিনা বাংলাদেশের অভূতপূর্ব উন্নয়ন করছেন। এরসঙ্গে আপনারাও জনগণের সঙ্গে ক্ষমতার আস্ফালন না করে ভালো ব্যবহার করুন। উন্নয়নের সঙ্গে ভালো ব্যবহারের সংযোগ হলে বিজয় কেউ ঠেকাতে পারবে না।
গতকাল রোববার দুপুরে নাটোর আ.লীগের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে ভার্চুয়ালি যুক্ত হয়ে আ.লীগের সাধারণ সম্পাদক এসব কথা বলেন। এ সময় অন্যান্যের মধ্যে সম্মেলনে উপস্থিত ছিলেন তথ্যমন্ত্রী হাসান মাহমুদ, কেন্দ্রীয় আ.লীগ নেতা আব্দুর রহমান, সাংগঠনিক সম্পাদক এসএম কামাল হোসেন, রাসিক মেয়র খায়রুজ্জামান লিটন, আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক প্রমুখ।
নাটোর জেলা আ.লীগের কাউন্সিলকে ঘিরে স্লোগান দেওয়া নিয়ে শনিবার বিকালের সংঘর্ষের ঘটনাকে দুঃখজনক আখ্যায়িত করে তিনি আরও বলেন, যারা নিজ দলে এমন বিশৃঙ্খলা করেছে তাদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিন। এ সময় তিনি তৃণমূলের নেতাকর্মীদের কথা মাথায় রেখে সুন্দর একটি জেলা কমিটি উপহার দেওয়ার জন্য উপস্থিত নেতাদের প্রতি আহ্বান জানান।
নেতাগিরি, স্লোগান, ক্ষমতার আস্ফালন বন্ধ করতে বললেন ওবায়দুল কাদের
জনপ্রিয় সংবাদ