নিজস্ব প্রতিবেদক : বুড়িগঙ্গার আদি চ্যানেল রক্ষায় উদ্ধার ও খননকাজ করাসহ পাঁচ দফা দাবি জানিয়েছে পরিবেশ বাঁচাও আন্দোলন (পবা)।
গতকাল শনিবার দুপুর সাড়ে ১২টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে এক মানববন্ধন থেকে এসব দাবি তুলে ধরে সংগঠনটি।
পরিবেশবাদী এ সংগঠনটির নেতারা মানববন্ধনে বলেন, বেপরোয়া দখল, ভরাট, ক্রমবর্ধমান দূষণ ও অব্যাহত আগ্রাসনে বুড়িগঙ্গার আদি চ্যানেল এখন মৃতপ্রায়। অথচ মহানগরী ঢাকার জনস্বাস্থ্য, পরিবেশ ও অর্থনীতির জন্য আদি চ্যানেল অত্যন্ত গুরুত্বপূর্ণ। এসব পুনরুদ্ধারে হাইকোর্টের সুস্পষ্ট নির্দেশনা থাকলেও বিভিন্ন সময়ে বিচ্ছিন্ন কিছু উচ্ছেদ অভিযান পরিচালিত হয়েছে মাত্র, যা কোনো কাজে আসেনি। এতে ঢাকার পশ্চিমাঞ্চলের এলাকার খালগুলোও এখন মরতে বসেছে। বক্তারা বলেন, এসব এলাকায় বর্ষার মৌসুমে সামান্য বৃষ্টিতেই ভয়াবহ জলাবদ্ধতার সৃষ্টি হয়। ভারী বৃষ্টিতে অনেক সময় ঘরবাড়িও তলিয়ে যায়। তখন জনদুর্ভোগ আরও প্রকট আকার ধারণ করে। বক্তারা আরও বলেন, নদী তীরবর্তী অবৈধ স্থাপনা উচ্ছেদের পর তা খনন বা সংস্কার না করলে পুনরায় দখল হয়ে যায়। এতে নদীর প্রশস্ততা ও গভীরতা বাড়ছে না। ফলে অবৈধ স্থাপনা উচ্ছেদের মূল উদ্দেশ্যই অবাস্তবায়িত থেকে যাচ্ছে।
৫ দফা দাবিগুলো হলো-
১. বুড়িগঙ্গা আদি চ্যানেল দখল ভরাট করে নির্মিত কারখানা ও বাড়িঘরের পানি, বিদ্যুৎ, গ্যাসসহ সব নাগরিক সুযোগ এখনই বন্ধ করে দেওয়া এবং অবিলম্বে সব দখল, ভরাট ও দূষণমুক্ত করতে কার্যকর পদক্ষেপ নেওয়া।
২. সিএস রেকর্ড অনুযায়ী বুড়িগঙ্গার আদি চ্যানেলের সীমানা নির্ধারণ করে স্থায়ী পিলার স্থাপন করা।
৩. বুড়িগঙ্গার আদি চ্যানেলে প্রদত্ত ভূমি বরাদ্দসমূহ সরকার কর্তৃক অবিলম্বে বাতিল করা।
৪. ব্যক্তি ও সংস্থার নামে বুড়িগঙ্গার আদি চ্যানেলের রেকর্ডসমূহ আইন বহির্ভূত ঘোষণা করে সেগুলো বাতিল করা।
৫. চ্যানেলের ভরাট করা জায়গা খনন করে আদি চ্যানেলের গতিপ্রবাহ পূর্বের অবস্থায় ফিরিয়ে আনা।
মানববন্ধনে উপস্থিত ছিলেন- পরিবেশ বাঁচাও আন্দোলন (পবা), পরিবেশ আন্দোলন মঞ্চ, মানবাধিকার উন্নয়ন কেন্দ্র, দেবীদাস ঘাট সমাজ কল্যাণ সংসদ, নাগরিক অধিকার সংরক্ষণ ফোরাম (নাসফ), পুরান ঢাকা নাগরিক উদ্যোগ, বিডি ক্লিক, পরিবেশ উন্নয়ন সোসাইটি, ঢাকা যুব ফাউন্ডেশন, জাতীয় সচেতন ফাউন্ডেশন (জাসফা), সচেতন নগরবাসী, পুষ্পসাহা পুকুর রক্ষাকারী কমিটি, ডব্লিউবিবি ট্রাস্ট, পরিষ্কার ঢাকা, গ্রিনফোস এবং বাংলাদেশ নদী বাঁচাও আন্দোলনের নেতারা।
বুড়িগঙ্গার আদি চ্যানেল রক্ষায় ৫ দফা দাবি পবা’র
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ